Pages

Wednesday, November 2, 2022

আবে হায়াত – আবুল মনসুর আহমদ

আবে হায়াত – আবুল মনসুর আহমদ

উপন্যাসের নাম দেখেই চমকে উঠেছিলাম। আবে হায়াত হল একটা ঝর্ণা যার ঠিকানা করো কাছে জানা নাই। এই ঝর্ণার পানি পান করলে মৃত্যু কোনদিন তাকে ছুঁতে পারবে না।

হযরত খিযির (আ:) এই পানি পান করেছিলেন। আমাদের উপন্যাসের নায়ক হামিদ সেই আবে হায়াতের সন্ধান পেতে চান। আবে হায়াত খুঁজে পেতে পাড়ি দিতে হয় তাকে অনেক পথ। সেই পথে থাকে উত্থান পতন। উপলব্ধি ভাবাবেগ বিশ্বাস অবিশ্বাসের আত্মবিশ্বাস নির্ভরশীলতা এবং প্রেম। এক সময় পাঠকের মনে হতে পারে সেই আবে হায়াত কি হামিদ আদৌ খুঁজে পাবে। তার জন্য শেষ করতে হবে পুরো উপন্যাস। অনেক ভাল লেগেছে।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



No comments:

Post a Comment