Pages

Wednesday, November 30, 2022

ব্রেকিং নিউজ : এক ক্রাইম রিপোর্টারের নোটবুক - চিত্রদীপ চক্রবর্তী

নয়ের দশকের মাঝামাঝি চিত্রদীপ চক্রবর্তী তার সাংবাদিকতার পেশা-জীবন শুরু করেন শিলিগুড়ি শহরে। মাত্র ১৯ বছর বয়সে। শুরু থেকেই তার উৎসাহ অন্তর্তদন্তমূলক প্রতিবেদন, আজও সে সেই ট্র্যাডিশনের ধারক এবং বাহক। চিত্রদীপ নিউজ চ্যানেল এবং খবরের কাগজ দু'জায়গাতেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন, দুই মাধ্যমের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় চিত্রদীপের কাহিনিগুলি পড়লেই পাঠকের কাছে তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে।


ব্রেকিং নিউজ : এক ক্রাইম রিপোর্টারের নোটবুক - চিত্রদীপ চক্রবর্তী


 

No comments:

Post a Comment