ডেম আগাথা ম্যারি ক্লারিসা ক্রিস্টি, লেডি মালোওয়ান, ডিবিই (১৫ই সেপ্টেম্বর ১৮৯০ – ১২ই জানুয়ারি ১৯৭৬) একজন ইংরেজ লেখিকা ছিলেন। তিনি ৬৬টি গোয়েন্দা উপন্যাস ও ১৪টি ছোটগল্প সংকলন-সহ মোট ৮০টি বই লেখেন। তার রচিত বইগুলোর মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল-এর (Miss Marple) কাহিনিগুলো অন্যতম। তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। তার ডাকনাম "দ্য কুইন অফ ক্রাইম" (অপরাধ উপন্যাসের রাণী বা রহস্য সাম্রাজ্ঞী)। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক দ্য মাউসট্র্যাপ রচনা করেছেন। নাটকটি ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। এছাড়া তিনি ম্যারি ওয়েস্টম্যাকট ছদ্মনামে ছয়টি উপন্যাস রচনা করেছেন।
সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার খেতাবে ভূষিত করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যেকোন ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেকসপিয়ারই কেবল তার সমকক্ষ। তার রচিত বইয়ের প্রায় দুইশত কোটি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবলমাত্র বাইবেলই অধিকসংখ্যক বিক্রি হয়েছে। ক্রিস্টির বই সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে। ইউনেস্কোর বিবৃতি অনুসারে তিনি একমাত্র লেখক যার রচনা সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনূদিত হয়েছে, ওয়াল্ট ডিজনি কর্পোরেশনের সম্মিলিত কাজই কেবল এ রেকর্ড ছাড়িয়েছে।
বইসমূহ (ডাউনলোড করতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন)
- অদৃশ্য আততায়ী- আগাথা ক্রিস্টি (অনুবাদ- কাজি সারওয়ার হোসেন)
- অন্তহীন রাত- আগাথা ক্রিস্টি (অনুবাদ - অসিত মৈত্র)
- অন্ধ নিয়তি
- অপয়া অপরাহ্ন– স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি (অনুবাদ- ইসমাইল আরমান)
- অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান ও দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস
- আ পকেট ফুল অফ রাই - আগাথা ক্রিস্টি (রূপান্তর- মারুফ হোসেন)
- আগাথা ক্রিস্টি ৫০
- আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১
- আড়াল - আগাথা ক্রিস্টি (অনুবাদ- কাজি সারওয়ার হোসেন)
- আলো ছায়ার খেলা – আগাথা ক্রিস্টি (অনুবাদ- অনীশ দেব)
- ইভিল আন্ডার দ্য সান- আগাথা ক্রিস্টি (অনুবাদ- সায়েম সোলায়মান)
- এ ক্যারিবিয়ান মিস্ট্রি
- এন্ডলেস নাইট (অন্তহীন রাত) - আগাথা ক্রিস্টি (অনুবাদ- মাসুদ রানা)
- এবিসি মার্ডার- আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- এলিফ্যান্টস ক্যান রিমেম্বার ও এন্ডলেস নাইট
- এস ও এস - আগাথা ক্রিস্টি (ভাষান্তর- নির্মল কান্তি ঘোষ)
- কামিনী - আগাথা ক্রিস্টি (রূপান্তর- শেখ আবদুল হাকিম)
- কালো কফি– আগাথা ক্রিস্টি (অনুবাদ- সায়েম সোলায়মান)
- ক্যাসল হাউসের খুনি – আগাথা ক্রিস্টি (অনুবাদ- সায়েম সোলায়মান)
- খুনের তদন্ত– আগাথা ক্রিস্টি (অনুবাদ- মারুফ হোসেন)
- গুপ্তচর – আগাথা ক্রিস্টি (রূপান্তর- সায়েম সোলায়মান)
- গেম ওভার- আগাথা ক্রিস্টি (অনুবাদ- মোঃ ফুয়াদ আল ফিদাহ্ ও তৌফির হাসান উর রাকিব)
- ঘাতক - আগাথা ক্রিস্টি (রূপান্তর- রকিব হাসান)
- টুওয়ার্ডস জিরো এবং দ্য উইটনেস ফর দ্য প্রসেকিউশন অ্যান্ড আদার স্টোরিজ
- টেন লিটল ইন্ডিয়ানস - আগাথা ক্রিষ্টি (অনুবাদ- খুররম মমতাজ)
- টেপ মজার মার্ডার - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- ডাবল সিন – আগাথা ক্রিস্টি (অনুবাদ- সৌরেন দত্ত)
- তারপর রইলো না আর কেউ (অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান)
- তিন মিনারে খুন - আগাথা ক্রিস্টি (রূপান্তর- মোনা চৌধুরী)
- দশটি রহস্য উপন্যাস
- দি কেস অফ মিসিং নেকলেস - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- দি থার্ড গার্ল - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সন্তোষ চট্টোপাধ্যায়)
- দি থেপ্ট অফ দি রয়্যাল রুবি- আগাথা ক্রিস্টি (অনুবাদ - সন্তোষ চট্টোপাধ্যায়)
- দি পেল হর্স
- দি বডি ইন দি লাইব্রেরী - আগাথা ক্রিস্টি (অনুবাদ- মাসুদ রানা)
- দি লাভ ডিটেকটিভ - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- দুয়ারে মৃত্যুর ফাঁদ - আগাথা ক্রিস্টি (ভাষান্তর- অসিত মৈত্র)
- দে কেইম টু বাগদাদ– আগাথা ক্রিস্টি (অনুবাদ- সালমান হক)
- দে ডু ইট উইথ মিরর (আয়না সাক্ষী)- আগাথা ক্রিস্টি (অনুবাদ- অরুণ বাগচী)
- দ্য আর্কেডিয়ান ডিয়ার - আগাথা ক্রিস্টি (অনুবাদ - অনীশ দেব)
- দ্য কার্ণিশ মিস্ট্রি - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- দ্য কিডন্যাপড প্রাইম মিনিষ্টার- আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- দ্য ক্রেটান বুল – আগাথা ক্রিস্টি (অনুবাদ- রকিব হাসান)
- দ্য ভেইল লেডী - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- দ্য মার্ডার অফ রজার অ্যাকরয়েড - আগাথা ক্রিস্টি (অনুবাদ- মো. ফুয়াদ আল ফিদাহ)
- দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড - আগাথা ক্রিস্টি (অনুবাদ- অনীশ দাস অপু)
- দ্য লার্নিয়েন হাইড্রা - আগাথা ক্রিস্টি (অনুবাদ - বাবু মুখোপাধ্যায়)
- দ্য সেভেন ডায়ালস মিস্ট্রি
- নিহত ভ্রমর– আগাথা ক্রিস্টি (অনুবাদ- পৃথ্বীরাজ সেন)
- নেক্সট টু এ ডগ– আগাথা ক্রিস্টি (অনুবাদ- রীতা দত্ত)
- নেমেসিস – আগাথা ক্রিস্টি (অনুবাদ- ড. মনজুর রহমান)
- নেমেসিস - আগাথা ক্রিস্টি (অনুবাদ- মাসুদ রানা)
- পোয়ারো ইনভেস্টিগেটস
- পোয়েটিক জাস্টিস- আগাথা ক্রিস্টি (অনুবাদ- মোঃ ফুয়াদ আল ফিদাহ্ ও তৌফির হাসান উর রাকিব)
- পোয়ারো
- প্রতিবিম্বে মুখ
- প্রবলেম অ্যাট পোলেনসা বে - আগাথা ক্রিস্টি (অনুবাদ - সৌরেন দত্ত)
- প্লেয়িং উইথ দ্য কার্ডস- আগাথা ক্রিস্টি (অনুবাদ - প্রসাদ সেন)
- ফাঁদ- আগাথা ক্রিস্টি + আ ফেয়ারওয়েল টু আর্মস- আর্নেস্ট হেমিংওয়ে + পারচেজ অব দ্য নর্থ পোল-জুলভার্ণ
- বেনামী চিঠি- আগাথা ক্রিস্টি (অনুবাদ- সায়েম সোলায়মান)
- বেস্ট অব আগাথা ক্রিস্টি– আগাথা ক্রিস্টি (অনুবাদ -অর্চন চক্রবর্তী ও উত্তম)
- ব্রাউন স্যুট– আগাথা ক্রিস্টি (অনুবাদ- পার্থ দত্ত)
- মঙ্গলবারের সান্ধ্য বৈঠক - আগাথা ক্রিস্টি (অনুবাদ- পার্থপ্রতীম দাস)
- মধুচন্দ্রিমা - আগাথা ক্রিষ্টি (অনুবাদ- ঊর্মি রহমান)
- মার্ডার অন দ্য লিঙ্কস - আগাথা ক্রিস্টি (অনুবাদ- নচিকেতা ঘোষ)
- মার্ডার ইন মেসোপটেমিয়া - আগাথা ক্রিস্টি (অনুবাদ- রুদ্র কায়সার)
- মার্ডার এ্যাট দ্য ভিকারেজ- আগাথা ক্রিস্টি (অনুবাদ- মাসুদ রানা)
- মার্পল পোয়ারো অ্যাণ্ড কোং
- মিস মারপল পার্ট ১
- মিস মারপল পার্ট ২- আগাথা ক্রিস্টি (অনুবাদ- অলোককুমার সেন)
- মিস্ট্রি অফ দি বাগদাদ চেস্ট - আগাথা ক্রিস্টি (অনুবাদ- ঊর্মি রহমান)
- রক্তস্নাত রাজপথ - আগাথা ক্রিস্টি (অনুবাদ - পার্থ দত্ত)
- রক্তাক্ত বড়দিন- আগাথা ক্রিস্টি (অনুবাদ- ঊর্মি রহমান)
- শেষ যাত্রা – আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি (অনুবাদ- ইসমাইল আরমান)
- সিরিয়াল কিলার- আগাথা ক্রিস্টি (অনুবাদ- মোঃ ফুয়াদ আল ফিদাহ্ ও তৌফির হাসান উর রাকিব)
- স্বপ্নে মৃত্যুর ছায়া - আগাথা ক্রিস্টি (অনুবাদ - অসিত মৈত্র)
- হিকরি ডিকরি ডক - আগাথা ক্রিস্টি (অনুবাদ- সৌরেন দত্ত)
No comments:
Post a Comment