Pages

দীনেশচন্দ্র সেন II DINESH CHANDRA SEN



দীনেশচন্দ্র সেন (রায়বাহাদুর) (৩ নভেম্বর,১৮৬৬- ২০ নভেম্বর,১৯৩৯) শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার। দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকা জেলার সুয়াপুর গ্রামে। পিতা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ আদালতের উকিল ছিলেন। মাতা রূপলতা দেবী। কবি ও সাংবাদিক সমর সেন তার পৌত্র।১৮৯০-এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬-এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯০৫ সালে বিনোদবিহারী কাব্যতীর্থের সহযোগিতায় শ্রীকর নন্দীর লেখা ‘ছুটিখানের মহাভারত’-এর পুঁথি এবং হরপ্রসাদ শাস্ত্রীর সহায়তায় মানিক গাঙ্গুলীর লেখা ‘শ্রীধর্মমঙ্গল’ পুঁথি দুটি দীনেশচন্দ্র সেন প্রথম প্রকাশ করেন। ১৯১১ সালে তার সুবিখ্যাত গ্রন্থ "হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার" প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে "রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ" প্রদান করে এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। ১৯২১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রী এবং ১৯৩১-এ "জগত্তারিণী স্বর্ণপদক" প্রদান করেন। ১৯২১-এ ব্রিটিশ শাসিত ভারত সরকার তাকে "রায় বাহাদুর" উপাধিতে ভূষিত করেন। ১৯২৬-এ মৈমনসিংহ গীতিকা গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। শ্রী দীনেশচন্দ্র সেন রচিত গবেষণাধর্মী "বৃহৎবঙ্গ" গ্রন্থটি বাঙালীর ইতিহাস চর্চায় অনন্য।


বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন


              1. আশুতোষ-স্মৃতিকথা
              2. আশুতোষের ছাত্রজীবন
              3. ওপারের আলো
              4. কবিকঙ্কণ-চণ্ডী [ভাগ-২]
              5. কানুপরিবাদ ও শ্যামলীখোঁজা
              6. কৃষ্ণকমল গ্রন্থাবলী
              7. গায়ে হলুদ
              8. গৃহশ্রী
              9. গোপনচন্দ্রের গান [খণ্ড-২]
              10. গোবিন্দ দাসের করচা - দীনেশচন্দ্র সেন, কবিশেখর, বনোয়ারীলাল গোস্বামী
              11. ঘরের কথা ও যুগ সাহিত্য
              12. জড় ভরত
              13. নীলমাণিক
              14. পদাবলী মাধুর্য্য
              15. পুরাতনী
              16. পূর্ব্ববঙ্গ গীতিকা [খণ্ড-৩]
              17. পূর্ব্ববঙ্গ গীতিকা [খণ্ড-৪]
              18. পৌরাণিকী
              19. প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান
              20. বঙ্গ সাহিত্য পরিচয় ১ম ও ২য় খণ্ড
              21. বঙ্গভাষা ও সাহিত্য খন্ড ১
              22. বঙ্গভাষা ও সাহিত্য খন্ড ২
              23. বাংলার পুরনারী
              24. বৃহৎ বঙ্গ প্রথম ও দ্বিতীয় খণ্ড
              25. বৈদিক ভারত
              26. মুক্তা চুরি
              27. মৈমনসিংহ গীতিকা
              28. রাখালের রাজগি
              29. রামচন্দ্র ও জরমুশ্ত্র
              30. রামায়ণী কথা
              31. রেখা
              32. শ্যামল ও কজ্জল
              33. সতী
              34. সম্রাট ও সম্রাট মহিষীর ভারত পরিদর্শন
              35. সরল বাঙ্গালা সাহিত্য
              36. সুকথা
              37. সুবল সখার কাণ্ড

No comments: