Pages

নারায়ণ গঙ্গোপাধ্যায়


নারায়ণ গঙ্গোপাধ্যায়
নারায়ণ গঙ্গোপাধ্যায়.jpg
জন্ম৪ ফেব্রুয়ারি ১৯১৮
মৃত্যু
৮ নভেম্বর ১৯৭০ কলকাতাপশ্চিমবঙ্গ
জাতীয়তাবাংলাদেশীভারতীয়
পেশাকবি
নারায়ণ গঙ্গোপাধ্যায় (৪ ফেব্রুয়ারি, ১৯১৮ - ৮ নভেম্বর, ১৯৭০) একজন ভারতীয় বাঙালি লেখক। জন্ম অবিভক্ত বাংলার (অধুনা বাংলাদেশের অন্তর্গত) অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গীতে (বর্তমানে বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও)। তিন খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ (১৯৪২, ১৯৪৫, ১৯৪৬) পাঠকসমাজে সমাদৃত হয়। তার উল্লেখযোগ্য ছোটগল্প সংকলন বীতংস (১৯৪৫), দুঃশাসন (১৯৪৫), ভোগবতী (১৯৪৭) এবং উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক (১৯৪৭), শিলালিপি (১৯৪৯), লালমাটি (১৯৫১), সম্রাট ও শ্রেষ্ঠী (১৯৫৫), পদসঞ্চার (১৯৫৪)। সাহিত্যে ছোটগল্প তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয় । তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোটগল্প হল - ইতিহাস, নক্রচরিত, হাড়, বীতংস, রেকর্ড, টোপ, আদাব, প্রভৃতি।

নারায়ণ গঙ্গোপাধ্যায় ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম লেখা ছাপা হয় মাস পয়লা শিশু মাসিকে। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দর জার্নাল লিখে সুখ্যাতি অর্জন করেন। বাঙালির জীবনযাত্রা, সংস্কৃতি, রোজকার সমস্যা ও রাজনীতি নিয়ে লেখা নিয়মিত এই জার্নাল অত্যন্ত জনপ্রিয় ছিল বাঙালি পাঠকের কাছে। এ সময় তিনি বড়দের জন্য আনন্দবাজার, বিচিত্রা, শনিবারের চিঠি ও চতুরঙ্গে লেখালেখি করেন। তার সাহিত্য জীবন শুরু হয় কাব্যচর্চা দিয়ে। পরে তিনি গল্প-উপন্যাস লিখতে শুরু করেন। বড়দের জন্য রচিত প্রথম প্রকাশিত ‘উপনিবেশ’ ছাপা হয় মাসিক ভারতবর্ষে। ওটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিষ্টাব্দে। তার উপন্যাস-গল্প রচনার অনুপ্রেরণা যোগান উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পবিত্র গঙ্গোপাধ্যায়, সুধাংশুকুমার রায় চৌধুরী, বিজয়লাল চট্টোপাধ্যায়, মন্মথ সান্যাল, সজনীকান্ত দাস ও ফনীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর খ্যাতি বড়দের জন্য রচিত উপন্যাস ও গল্পের জন্য। কিন্তু শিশু-কিশোর সাহিত্য রচনায় তার খ্যাতি বড়দের চেয়ে কোন অংশে কম নয়। টেনিদা তার অনন্য সৃষ্টি। এছাড়াও শিশুদের জন্যে অজস্র ছোটগল্প লিখেছেন। তার রচিত পদ্মপাতার দিন, পঞ্চাননের হাতি, লালমাটি, তারা ফোটার সময়, ক্যাম্বের আকাশ, বাংলা গল্প বিচিত্রা, ঘণ্টাদার কাবলু কাকা, খুশির হাওয়া, কম্বল নিরুদ্দেশ, চারমূর্তির অভিযান, ঝাউবাংলার রহস্য ও ছোটদের শ্রেষ্ঠ গল্প বাংলা শিশু-কিশোর সাহিত্যে নতুন সংযোজন।

বড়দের জন্য রচিত তার উলেস্নখযোগ্য বইগুলো হলো: একতলা, কালা বদর, কৃষ্ণপক্ষ, গন্ধরাজ, পন্নন্তর, ট্রফি, তিমির তীর্থ, দুঃশাসন, গদসঞ্চার, বনজ্যোৎন্সা, বিদিশা, বীতংস, বৈতালিক, ভাঙাবন্দর, চন্দ্রমুখর, মহানন্দা, রামমোহন, শিলালিপি, শ্বেতকমল, সাগরিকা, স্বর্ণ সীতা, সূর্যসারথী, সঞ্চারিণী, সম্রাট ও শ্রেষ্ঠী, সাপের মাথায় মণি, আশিধারা, ভাটিয়ালী, আগন্তুক, অমাবস্যার গান, বিদুষক, সাহিত্যে ছোটগল্প, বাংলা সাহিত্য পরিচয়, ছোটগল্পের সীমারেখা ও কথাকোবিদ রবীন্দ্রনাথ। তিনি ছোট গল্প বিষয়ে ডি.লিট ডিগ্রি লাভ করেন।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

          1. অন্ধকারের আগন্তুক
          2. অব্যর্থ লক্ষ্যভেদ
          3. অমাবস্যার গান
          4. অর্ধশতাব্দী
          5. অসিধারা
          6. আগন্তুক
          7. উপনিবেশ
          8. উপনিবেশ ২য় পর্ব
          9. ঊর্বশী
          10. একতলা
          11. কথাকোবিদ রবীন্দ্রনাথ
          12. কম্বল নিরুদ্দেশ
          13. কালা বদর
          14. কিশোর গ্রন্থাবলী
          15. কৃষ্ণচূড়া
          16. কৃষ্ণপক্ষ
          17. গন্ধরাজ
          18. গল্পসমগ্র (দ্বিতীয় খণ্ড)
          19. ঘন্টাদার কাবলু কাকা
          20. চারমূর্তি
          21. চারমূর্তির অভিযান
          22. চিত্ররেখা
          23. চোখের বাহিরে
          24. ছোটদের ভালো ভালো গল্প
          25. জয়ধ্বজের জয়রথ
          26. ঝাউ-বাংলোর রহস্য
          27. টেনিদা আর সিন্ধুঘোটক
          28. টেনিদা সমগ্র
          29. টৈনিদা'র গল্প
          30. ট্রফী
          31. ডাবল টেনিদা
          32. তপন চরিত
          33. তিন প্রহর
          34. তিমির-তীর্থ
          35. দুর্ঘটনা
          36. নজরুল সঙ্গ ও প্রসঙ্গ
          37. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী
          38. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পসংগ্রহ
          39. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ১]
          40. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ২]
          41. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৩]
          42. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৪]
          43. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৫]
          44. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৬]
          45. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৭]
          46. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৮]
          47. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ৯]
          48. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ১০]
          49. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ১১]
          50. নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনাবলী [খণ্ড- ১২]
          51. নীল দিগন্ত
          52. পদসঞ্চার
          53. পঞ্চাননের হাতী
          54. বন-জ্যোৎস্না
          55. বাংলাগল্প বিচিত্রা
          56. বিদূষক
          57. বিভীষিকার মুখে
          58. বিষ পিঁপড়ে
          59. বৈতালিক
          60. ভাঙা বন্দর
          61. ভাটিয়ালি
          62. ভাড়াটে চাই
          63. মগ্নচন্দ্রা
          64. মৎস্য-পুরাণ
          65. মন্দ্রমুখর
          66. মহানন্দা
          67. মাটির দেবতা
          68. মুহূর্তকথা
          69. মেঘরাগ
          70. রাঘবের জয়যাত্রা
          71. রূপমতী
          72. লাল মাটি
          73. শিলালিপি
          74. সঞ্চারিনী
          75. সমগ্র কিশোর সাহিত্য ১
          76. সমগ্র কিশোর সাহিত্য ২
          77. সমগ্র কিশোর সাহিত্য ৩
          78. সমগ্র কিশোর সাহিত্য ৪
          79. সমগ্র কিশোর সাহিত্য (অখণ্ড, লিঙ্কড ইনডেক্স সহ)
          80. সরস গল্প
          81. সাপের মাথার মণি
          82. সাহিত্যে ছোটগল্প
          83. সুনন্দর জার্নাল
          84. সূর্য-সারথি
          85. সেই সকালে
          86. সেরা রম্যরচনা
          87. স্রোতের সঙ্গে

No comments: