মহাশ্বেতা দেবী | |
---|---|
জন্ম | ১৪ জানুয়ারি ১৯২৬ ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৮ জুলাই ২০১৬ (বয়স ৯০) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
পেশা | লেখক, কূটনীতিবিদ, আদিবাসী ও মানবাধিকার আন্দোলনকর্মী |
জাতীয়তা | ভারতীয় বাঙালি |
সময়কাল | ১৯৫৬-২০১৬ |
ধরন | উপন্যাস, ছোটোগল্প, নাটক, প্রবন্ধ |
বিষয় | ভারতের বিমুক্ত উপজাতি |
সাহিত্য আন্দোলন | গণনাট্য |
উল্লেখযোগ্য রচনাবলি | হাজার চুরাশির মা অরণ্যের অধিকার তিতুমির |
দাম্পত্যসঙ্গী | বিজন ভট্টাচার্য |
সন্তান | নবারুণ ভট্টাচার্য (পুত্র) |
স্বাক্ষর |
মহাশ্বেতা দেবী (১৪ জানুয়ারি ১৯২৬ – ২৮ জুলাই ২০১৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। মহাশ্বেতা দেবী ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্রিশগঢ় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির (বিশেষত লোধা ও শবর উপজাতি) অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার (বাংলায়), জ্ঞানপীঠ পুরস্কার ও র্যামন ম্যাগসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছিল।
১৯২৬ সালে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মণীশ ঘটক ছিলেন কল্লোল সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত খ্যাতনামা কবি ও ঔপন্যাসিক। তিনি ‘যুবনাশ্ব’ ছদ্মনামে লিখতেন। মণীষ ঘটকের ভাই ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। মহাশ্বেতা দেবীর মা ধরিত্রী দেবীও ছিলেন লেখক ও সমাজকর্মী। তার ভাইয়েরা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন। যেমন, শঙ্খ চৌধুরী ছিলেন বিশিষ্ট ভাস্কর এবং শচীন চৌধুরী ছিলেন দি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অফ ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। মহাশ্বেতা দেবীর বিদ্যালয়-শিক্ষা শুরু হয়েছিল ঢাকা শহরেই। ভারত বিভাজনের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর-প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন।
মহাশ্বেতা দেবী ১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন। তিনি মূলত বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন। তবে সেই সব রচনার মধ্যে অনেকগুলি অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে। তার প্রথম উপন্যাস ঝাঁসির রানি ঝাঁসির রানির (লক্ষ্মীবাই) জীবনী অবলম্বনে রচিত। এটি প্রকাশিত হয়েছিল ১৯৫৬ সালে। এই উপন্যাসটি রচনার আগে তিনি ঝাঁসি অঞ্চলে গিয়ে তার রচনার উপাদান হিসেবে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে তথ্য ও লোকগীতি সংগ্রহ করে এনেছিলেন।
১৯৬৪ সালে মহাশ্বেতা দেবী বিজয়গড় কলেজে (কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজ) শিক্ষকতা শুরু করেন। সেই সময় বিজয়গড় কলেজ ছিল শ্রমিক শ্রেণির ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময় মহাশ্বেতা দেবী একজন সাংবাদিক ও একজন সৃজনশীল লেখক হিসেবেও কাজ চালিয়ে যান। তিনি পশ্চিমবঙ্গের লোধা ও শবর উপজাতি, নারী ও দলিতদের নিয়ে পড়াশোনা করেন। তার প্রসারিত কথাসাহিত্যে তিনি প্রায়শই ক্ষমতাশালী জমিদার, মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের অকথ্য নির্যাতনের চিত্র অঙ্কন করেছেন।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অক্লান্ত কৌরব
- অগ্নিগর্ভ
- অমৃত সঞ্চয়
- অরণ্যের অধিকার
- আদিবাসী জগৎ
- আনন্দপাঠ (পাঠমালা ১)
- আনন্দপাঠ (পাঠমালা ২)
- আনন্দপাঠ (পাঠমালা ৩)
- আরমানী চাঁপার গাছ
- আলোর স্বাক্ষর
- ঊনত্রিশ নম্বর ধারার আসামী
- এতটুকু আশা
- কি বসন্তে কি শরতে
- ক্ষুধা
- গল্পের গরু ন্যাদোশ
- গান্ধী-মানস
- ঘরে ফেরা
- চোট্রি মুন্ডা এবং তার তীর
- জিম করবেট অমনিবাস ১
- জিম করবেট অমনিবাস ২
- ঝাঁসীর রাণী
- টেরোড্যাকটিল, পূরণ সহায় ও পিরথা
- তারার আঁধার
- তালাক ও অন্যান্য গল্প
- তিতু মীর
- তিমির লগন
- তুতুল
- দিনের পারাবার
- দ্রৌপদী
- ধানের শীষে শিশির
- নটী
- নদী কথা [খণ্ড-২]
- নাটকের শেষ দৃশ্যে
- নানা রসের ৯টি উপন্যাস
- নৈঋতে মেঘ
- পরম পিপাসা
- প্রতি চুয়ান্ন মিনিটে
- প্রথম পাঠ
- প্রেমতারা
- ফলক ভাঙার গল্প
- বন্দোবস্তী
- বারান্দার জানালা
- বিবেক বিদায় পালা
- বিশ একুশ
- বেনে বউ
- বেহুলা
- ভারতের লোককথা
- মধুরে মধুর
- মহাশ্বেতা দেবী কিশোর সাহিত্য
- মহাশ্বেতা দেবীর ছোটগল্প সঙ্কলন
- মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প
- মায়ের মূর্তি
- মিলুর জন্য
- মুহূর্তকথা
- মূর্তি
- যমুনা-কী তীর
- যাবজ্জীবন
- রুদালী
- লায়লী আশমানের আয়না
- শালগিরার ডাকে
- সত্য-অসত্য
- সপ্তপর্ণী
- সাহিত্যের সেরা গল্প
- সুরজ গাগরাই
- সোনা নয় রূপো নয়
- স্তনদায়িনী
- স্তনদায়িনী ও অন্যান্য গল্প
- স্তনদায়িনী ও অন্যান্য গল্প
- স্বনির্বাচিত কিশোর সমগ্র
- স্বপ্ন দেখার অধিকার
- স্বাহা
- হাজার চুরাশির মা
No comments:
Post a Comment