Pages

বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)


বলাইচাঁদ মুখোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
জন্ম১৯ জুলাই ১৮৯৯
জেলা :পূর্ণিয়া গ্রাম:মণিহারি, বেঙ্গল প্রেসিডেন্সিঅবিভক্ত ভারতবর্ষ
মৃত্যু৯ ফেব্রুয়ারি ১৯৭৯ (বয়স ৭৯)
কলকাতাভারত
ছদ্মনামবনফুল
পেশাকথাসাহিত্যিক, নাট্যকার, কবি
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
ধরনছোটগল্পকবিতা
উল্লেখযোগ্য রচনাবলিসাত সমুদ্র তেরো নদীআকাশবাসীতুমি
উল্লেখযোগ্য পুরস্কারজগত্তারিণী স্বর্ণপদক
রবীন্দ্র পুরস্কার
পদ্মভূষণ
বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷

বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পিতার নাম সত্যচরণ মুখোপাধ্যায় ও মাতা মৃণালিনী দেবী। তার পিতা একজন চিকিৎসক ছিলেন এবং মাতা গৃহ বধু ছিলেন। তাঁদের আদি নিবাস শিয়াখালা হলেও বলাইচাঁদ মুখোপাধ্যায় অধুনা বিহারের পূর্ণিয়া জেলার মণিহারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার অনুজ অরবিন্দ মুখোপাধ্যায় খ্যাতনামা চিত্রপরিচালক।

প্রথমে মণিহারী স্কুলে এবং পরে সাহেবগঞ্জ জেলার সাহেবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। শেষোক্ত স্কুল থেকে ১৯১৮ খ্রিষ্টাব্দে প্রবেশিকা (এন্ট্রান্স) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২০ খ্রিষ্টাব্দে তিনি আই.এস.সি, পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারীবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন তবে পাটনা মেডিক্যাল কলেজে থেকে এম.বি, ডিগ্রী লাভ করেন। প্যাথলজিস্ট হিসাবে ৪০ বৎসর কাজ করেছেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দ থেকে স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৭৯ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি তারিখে কলকাতা শহরে তার মৃত্যু হয়।

বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। শনিবারের চিঠি তে ব্যাঙ্গ কবিতা ও প্যারডি কবিতা লিখে সাহিত্য জগৎতে নিজের আসন স্থায়ী করেন। এছাড়াও নিয়মিত প্রবাসী, ভারতী এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোটগল্প প্রকাশ করেন।

লেখক হিসেবে বনফুল হাজারেরও বেশি কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। তার রচনাবলীসমগ্র ২২ খণ্ডে প্রকাশিত হয়েছে।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

          1. অগ্নি
          2. অগ্নীশ্বর
          3. অঙ্গারপর্ণী
          4. অধিকলাল
          5. অনুগামিনী
          6. আশাবরী
          7. আহবনীয়
          8. উদয়-অস্ত
          9. উপন্যাস সমগ্র-১
          10. উপন্যাস সমগ্র-২
          11. উপন্যাস সমগ্র-৩
          12. উপন্যাস সমগ্র-৪
          13. উপন্যাস সমগ্র-৫
          14. উপন্যাস সমগ্র-৬
          15. উপন্যাস সমগ্র-৭
          16. উপন্যাস সমগ্র-৮
          17. এপিক সমগ্র ২য় খণ্ড
          18. ওরা সব পারে
          19. কন্যাসু
          20. করকমলেষু
          21. কষ্টিপাথর
          22. কিছুক্ষণ
          23. গন্ধরাজ
          24. গল্প সংগ্রহ (১৯৫৬)
          25. গোপালদেবের স্বপ্ন
          26. জঙ্গম ১ম খণ্ড
          27. জঙ্গম ২য় ও ৩য় খণ্ড
          28. জলতরঙ্গ
          29. ডানা
          30. তিন কাহিনী (তৃণখণ্ড, কিছুক্ষণ, বৈতরণী তীরে)
          31. তৃণখণ্ড
          32. দুই পথিক
          33. দ্বিজেন্দ্র-দর্পণ
          34. দ্বৈরথ
          35. নঞ্-তৎপুরুষ
          36. নবদিগন্ত
          37. নবমঞ্জরী
          38. নিরঞ্জনা
          39. নির্ম্মোক
          40. পিতামহ
          41. বনফুল গল্পসমগ্র ১ম খণ্ড
          42. বনফুল গল্পসমগ্র ২য় খণ্ড
          43. বনফুল গল্পসমগ্র ৩য় খণ্ড
          44. বনফুল গল্পসমগ্র ৪র্থ খণ্ড
          45. বনফুল বীথিকা
          46. বনফুল রচনাবলী ১০ম খণ্ড
          47. বনফুল রচনাবলী ১১শ খণ্ড
          48. বনফুল রচনাবলী ১২শ খণ্ড
          49. বনফুল রচনাবলী ১৩শ খণ্ড
          50. বনফুল রচনাবলী ১৪শ খণ্ড
          51. বনফুল রচনাবলী ১৫শ খণ্ড
          52. বনফুল রচনাবলী ১৬শ খণ্ড
          53. বনফুল রচনাবলী ১৭শ খণ্ড
          54. বনফুল রচনাবলী ১৮শ খণ্ড
          55. বনফুল রচনাবলী ১৯শ খণ্ড
          56. বনফুল রচনাবলী ১ম খণ্ড
          57. বনফুল রচনাবলী ২০শ খণ্ড
          58. বনফুল রচনাবলী ২১শ খণ্ড
          59. বনফুল রচনাবলী ২২শ খণ্ড
          60. বনফুল রচনাবলী ২৩শ খণ্ড
          61. বনফুল রচনাবলী ২৪শ খণ্ড
          62. বনফুল রচনাবলী ২য় খণ্ড
          63. বনফুল রচনাবলী ৩য় খণ্ড
          64. বনফুল রচনাবলী ৪র্থ খণ্ড
          65. বনফুল রচনাবলী ৫ম খণ্ড
          66. বনফুল রচনাবলী ৬ষ্ঠ খণ্ড
          67. বনফুল রচনাবলী ৭ম খণ্ড
          68. বনফুল রচনাবলী ৮ম খণ্ড
          69. বনফুল রচনাবলী ৯ম খণ্ড
          70. বনফুল-রচনাসংগ্রহ
          71. বনফুলের আরো গল্প
          72. বনফুলের গল্প
          73. বনফুলের গল্পসংগ্রহ ৩য় শতক
          74. বনফুলের ছোটদের শ্রেষ্ঠ গল্প
          75. বনফুলের নুতন গল্প - ভবানী মুখোপাধ্যায়
          76. বনফুলের রম্যরচনা সংগ্রহ
          77. বনফুলের শ্রেষ্ঠ গল্প
          78. বনফুলের হাসির গল্প
          79. বিতরণী-তীরে
          80. বিদ্যাসাগর
          81. বিন্দু-বিসর্গ
          82. বিষম জ্বর
          83. ভীমপলশ্রী
          84. ভুবন সোম
          85. ভূয়োদর্শন
          86. মধ্যবিত্ত
          87. মন্ত্রমুগ্ধ
          88. মহারাণী
          89. মানুষের মন
          90. মৃগয়া
          91. যোগেন পন্ডিত
          92. রমণীয়
          93. রাত্রি
          94. রূপান্তর
          95. লক্ষ্মীর আগমন
          96. শিক্ষার ভিত্তি
          97. শ্রীমধুসূদন
          98. শ্রেষ্ঠ গল্প
          99. সন্ধি-পুজো
          100. সপ্তর্ষি
          101. সাত সমুদ্র তেরো নদী
          102. সিনেমার গল্প
          103. সে ও আমি
          104. স্থাবর
          105. হাটে বাজারে

No comments: