Pages

বিমল কর II BIMAL KAR


বিমল কর
বিমল কর.jpg
জন্ম১৯ সেপ্টেম্বর ১৯২১
টাকিবেঙ্গল প্রেসিডেন্সিব্রিটিশ ভারত
মৃত্যু২৬ আগস্ট ২০০৩
বিধাননগরপশ্চিমবঙ্গভারত
পেশালেখক, ঔপন্যাসিক
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য একাদেমী
বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ - ২৬ আগস্ট ২০০৩) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মাতা নিশিবালা কর।

বিমল কর জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায় ছোটবেলা কাটিয়েছেন । তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন । তারপর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয় এআরপি হিসাবে কর্মজীবনের শুরু হয়।

১৯৪৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান । সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় কাজ করেন । ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয় । সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন । এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন। এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।

ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা । কিকিরার উপন্যাস পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হত।

তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে । যেমন বসন্ত বিলাপ, হ্রদ ( চলচ্চিত্র), বালিকা বধূ, (যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল) যদুবংশ, ছুটি (এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)।

বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান । তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন । তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

            1. অতঃপর
            2. অলস ভ্রমণ
            3. অলৌকিক
            4. অসময়
            5. আঙুরলতা
            6. আমরা তিন প্রেমিক ও ভুবন
            7. আয়োজন
            8. উপাখ্যানমালা
            9. এই যুবকেরা
            10. একটি ফোটো চুরির রহস্য
            11. একটি স্বপ্নের গলি ও কুমুদ
            12. একদা কুয়াশায়
            13. ওআণ্ডার মামা
            14. কন্যাপক্ষ
            15. কাপালিকরা এখনও আছে
            16. কাম ও কামিনীরা
            17. কালের নায়ক
            18. কিকিরা সমগ্র ১ম খণ্ড
            19. কিকিরা সমগ্র ২য় খণ্ড
            20. কিকিরা সমগ্র ৩য় খণ্ড
            21. কিকিরা সমগ্র (অখণ্ড)
            22. কেঁচো খুঁড়তে সাপ
            23. খড়কুটো
            24. খোয়াই
            25. গ্রহণ
            26. গ্লানি
            27. ঘোড়া সাহেবের কুঠি
            28. চন্দ্রগিরির রাজকাহিনী
            29. জলরেখা
            30. ঝড় ও শিশির
            31. তুরুপের শেষ তাস
            32. ত্রিপদী
            33. দংশন
            34. দশটি কিশোর উপন্যাস
            35. দিবারাত্রি
            36. দুই প্রেম
            37. দেওয়াল (১ম খণ্ড)
            38. দেওয়াল (২য় খণ্ড)
            39. নিরস্ত্র
            40. নেবুমামার স্বর্গ-দর্শন
            41. পাশাপাশি
            42. পঞ্চাশটি গল্প
            43. পুনশ্চ ও অনাবৃত
            44. পূর্ণ-অপূর্ণ
            45. প্রচ্ছন্ন
            46. প্রভাতকুমার মুখোপাধ্যায় নির্বাচিত সরস গল্প - বিমল কর সম্পাদিত
            47. ফানুসের আয়ু
            48. ফুলদানী ক্লাব
            49. বনভূমি
            50. বরফ সাহেবের মেয়ে
            51. বালিকা বধূ
            52. বিমল কর-এর বাছাই গল্প
            53. ভুলের ফাঁদে নবকুমার
            54. ভূতেরা ঘুষ নেয়না
            55. মন্দারগড়ের রহস্যময় জ্যোৎস্না
            56. ময়ূরী
            57. মল্লিকা
            58. মৃত ও জীবিত
            59. মোহ
            60. মোহনা
            61. রত্নবিলাসে তিন অতিথি
            62. রাজবাড়ির ছোরা
            63. রাজমোহনের সুখ-দুঃখ
            64. রাবণের মুখোশ
            65. লটারির টিকিট
            66. শমীক
            67. সঙ্গিনী
            68. সরস গল্প
            69. সহভূমিকা
            70. সাহিত্যের সেরা গল্প
            71. সেই অদৃশ্য লোকটি
            72. সোনার ঘড়ির খোঁজে
            73. সোনালী সাপের ছোবল
            74. স্বনির্বাচিত সেরা বারো
            75. স্বপ্নে
            76. স্বর্গখেলনা
            77. হলুদ পালক বান্ধা তীর
            78. হারানো জীপের রহস্য
            79. হারানো ডায়েরীর খোঁজে

No comments: