দস্যু বনহুর বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক রোমেনা আফাজ কর্তৃক সৃষ্ট একটি কথাচরিত্র। দস্যু বনহুর সিরিজে এই চরিত্রভিত্তিক নিয়ে শতাধিক (১৩৮টি) গোয়েন্দা কাহনী প্রকাশিত হয়েছে। ছোটবেলা নৌদূর্ঘটনায় চৌধুরী বাড়ীর ছেলে মনির হারিয়ে যায়, দস্যু সর্দার কালু খাঁ তাঁকে কুঁড়িয়ে পান ও পরবর্তিতে তাঁকে "দস্যু বনহুর" রুপে গড়ে তোলেন। গরীবের বন্ধু ও চোরাকারবারীদের চির শত্রু দস্যু বনহুর যেমন গরীবের কাছে ছিলেন সম্মানিত, তেমনি চোরাকারবারী ও সন্ত্রাসদের কাছে ছিলেন জমদূতের মত। এই সিরিজের স্লোগান হচ্ছে 'সত্য ও ন্যায়ের প্রতীক দস্যু বনহুর'।
দস্যু বনহুরের সহায়ক চরিত্র হিসেবে রয়েছে রহমান ও কায়েস, তাঁরা একাধারে বনহুরের বন্ধু ও সহযোদ্ধা ছিলেন। তাঁর দু'জন স্ত্রী ছিলো একজন জঙ্গলে অন্যজন শহরে; শহুরে স্ত্রীর নাম মনিরা ও অপরজনের নাম নূরী। মনিরার গর্ভে দস্যু বনহুরে বড় ছেলে "নুরুজ্জামান নূর" এর জন্ম, যে পরবর্তীতে দেশের সৎ ও সাহসী ডিটেকটিভ হিসেবে পরিচয় লাভ করে। নূরীর গর্ভে "জাভেদ" নামে তার একটি ছেলের জন্ম হয়, যে পিতার মতই দস্যুতা করতে ভালবাসে।
"কালু খাঁ" যাঁকে দস্যু বনহুর বাপু বলে সম্বোধন করতেন, কালু খাঁ ছিলেন একজন প্রখর বুদ্ধিসম্পন্ন ডাকাত সর্দার। একদিন তিনি ছোট্র মনিরকে কুঁড়িয়ে পান ও পরবর্তিতে তাঁকে "দস্যু বনহুর" রুপে গড়ে তোলেন। দস্যু বনহুর সিরিজে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে "আশা" নামের চরিত্রটিকে ধারণা করা হয় এই সিরিজের সবচেয়ে রহস্যময়। এছাড়া "দস্যু রানী" নামের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যিনি "আহাদ" নামের একজন নাম করা একজন ডিটেকটিভের স্ত্রী।
- দস্যু বনহুর ০১, ০২
- দস্যু বনহুর ০৩
- দস্যু বনহুর ০৪
- দস্যু বনহুর ০৫, ০৬
- দস্যু বনহুর ০৭
- দস্যু বনহুর ০৮
- দস্যু বনহুর ০৯, ১০
- দস্যু বনহুর ১১, ১২
- দস্যু বনহুর ১৩, ১৪
- দস্যু বনহুর ১৫, ১৬
- দস্যু বনহুর ১৭, ১৮
- দস্যু বনহুর ১৯, ২০
- দস্যু বনহুর ২১, ২২
- দস্যু বনহুর ২৩, ২৪
- দস্যু বনহুর ২৫, ২৬
- দস্যু বনহুর ২৭, ২৮
- দস্যু বনহুর ২৯, ৩০
- দস্যু বনহুর ৩১, ৩২
- দস্যু বনহুর ৩৩, ৩৪
- দস্যু বনহুর ৩৫, ৩৬
- দস্যু বনহুর ৩৭, ৩৮
- দস্যু বনহুর ৩৯
- দস্যু বনহুর ৪১
- দস্যু বনহুর ৪৩
- দস্যু বনহুর ৪৫
- দস্যু বনহুর ৪৭
- দস্যু বনহুর ৪৯
- দস্যু বনহুর ৫১, ৫২
- দস্যু বনহুর ৫৩, ৫৪
- দস্যু বনহুর ৫৫
- দস্যু বনহুর ৫৭
- দস্যু বনহুর ৫৮
- দস্যু বনহুর ৫৯
- দস্যু বনহুর ৬০
- দস্যু বনহুর ৬১
- দস্যু বনহুর ৬২
- দস্যু বনহুর ৬৩
- দস্যু বনহুর ৬৪
- দস্যু বনহুর ৬৫
- দস্যু বনহুর ৬৬
- দস্যু বনহুর ৬৭
- দস্যু বনহুর ৬৮
- দস্যু বনহুর ৬৯
- দস্যু বনহুর ৭০
- দস্যু বনহুর ৭১
- দস্যু বনহুর ৭২
- দস্যু বনহুর ৭৩
- দস্যু বনহুর ৭৪
- দস্যু বনহুর ৭৫
- দস্যু বনহুর ৭৬
- দস্যু বনহুর ৭৭
- দস্যু বনহুর ৭৮
- দস্যু বনহুর ৭৯
- দস্যু বনহুর ৮০
- দস্যু বনহুর ৮১
- দস্যু বনহুর ৮২
- দস্যু বনহুর ৮৩
- দস্যু বনহুর ৮৪
- দস্যু বনহুর ৮৫
- দস্যু বনহুর ৮৬
- দস্যু বনহুর ৮৭
- দস্যু বনহুর সমগ্র ১ (পর্ব ০১-১৬) - রোমেনা আফাজ
No comments:
Post a Comment