Pages

নীহাররঞ্জন গুপ্ত

ডাঃ নীহাররঞ্জন গুপ্ত (৬ জুন ১৯১১ - ২০ ফেব্রুয়ারি ১৯৮৬) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক। তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটী রায়ের স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন। শৈশবকাল থেকেই তিনি সর্বদাই স্বপ্ন দেখতেন লেখক হবার। কলকাতায় গেলে পরে বইপাড়ায় আশুতোষ লাইব্রেরি নামক ছোটদের বইয়ের একটি গ্রন্থাগারের শিশুসাথী নামে একটি পত্রিকা ছিল। আইএসসি পড়াকালীন নীহাররঞ্জন সেখানে একটি গল্প পাঠালেন যা মনোনিত ও পরে ছাপা হয়। ছাপা পত্রিকার সংখ্যা তাকে পাঠিয়ে সম্পাদক আরও লেখা চাইলেন ও একদিন দেখা করতে বলেন। দেখা করার পরে সম্পাদক তাকে পাঁচ টাকা সম্মানী দেন। এরপরে সেখানেই তিনি তার রাজকুমার শীর্ষক ধারাবাহিক উপন্যাস লেখেন। এটাই তার লেখা প্রথম উপন্যাস। তখন তার বয়স ১৮। তার মা তাকে সর্বদা লেখালেখির জন্য উৎসাহিত করতেন। কলকাতায় আসার আগে তাকে বলেন, “খোকা, ডাক্তারি পড়তে যাচ্ছিস যা, তবে লেখা ছাড়িস না, লেখার অভ্যাস ছাড়িস না।”

একসময় তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ গ্রহণসহ তার স্বাক্ষর বা অটোগ্রাফ সংগ্রহ করেন। অবস্থানকালীন সময়ে তিনি গোয়েন্দা গল্প রচনায় আগ্রহান্বিত হয়ে স্বীয় লেখার উত্তরণ ঘটান এবং আগাথা ক্রিস্টির সাথে সাক্ষাৎ করেন। ভারতে ফিরে এসে তিনি তার ১ম গোয়েন্দা উপন্যাস কালোভ্রমর রচনা করেন। এতে তিনি গোয়েন্দা চরিত্র হিসেবে কিরীটী রায়কে সংযোজন করেন যা বাংলা গোয়েন্দা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি। পরবর্তীতে কিরীটী তীব্র জনপ্রিয়তা পায় বাঙালি পাঠকমহলে। তিনি বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন।


উপমহাদেশীয় প্রেক্ষাপট ও উপযোগী করে রচিত হয়েছে তার রহস্য উপন্যাসগুলো। বর্মা বা অধুনা মায়ানমার দেশের কথা বার বার ঘুরে ফিরে এসেছে তার রচনায়। এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটি উপন্যাসকে বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ণ করা হয়েছে যথাক্রমে টলিউড ও বলিউডের চলচ্চিত্রাঙ্গনে। এছাড়াও তিনি শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা সবুজ সাহিত্যের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

            1. অদৃশ্য শত্রু
            2. অবগুণ্ঠিতা
            3. অস্তি ভাগীরথী তীরে
            4. অহল্যা ঘুম
            5. আকর্ষণ
            6. আড়ালে উপত্যকা
            7. আদিম রিপু
            8. আলোকলতা
            9. আলোকে আঁধারে
            10. ইতিহাস কথা বলে
            11. উত্তর ফাল্গুনী
            12. উত্তরলিপি
            13. উল্কা
            14. একটুকু বাসা
            15. এক-দুই
            16. এপারে পদ্মা ওপারে গঙ্গা
            17. কালো পাখী
            18. কালো পাঞ্জা (২য় পর্ব)
            19. কালো ভ্রমর
            20. কিন্নর মিথুন
            21. কিরীটী অমনিবাস (অখণ্ড)
            22. কিরীটী অমনিবাস ১
            23. কিরীটী অমনিবাস ১০
            24. কিরীটী অমনিবাস ১১
            25. কিরীটী অমনিবাস ১২
            26. কিরীটী অমনিবাস ১৩
            27. কিরীটী অমনিবাস ১৪
            28. কিরীটী অমনিবাস ২
            29. কিরীটী অমনিবাস ৩
            30. কিরীটী অমনিবাস ৪
            31. কিরীটী অমনিবাস ৫
            32. কিরীটী অমনিবাস ৬
            33. কিরীটী অমনিবাস ৭
            34. কিরীটী অমনিবাস ৮
            35. কিরীটী অমনিবাস ৯
            36. কিরীটীর আবির্ভাব
            37. কিরীটীর গোয়েন্দা গল্প
            38. কিশোর সাহিত্য সমগ্র ১ম খণ্ড
            39. কৃষ্ণা কাবেরী
            40. ক্যামেলিয়া
            41. গন্ধর্বকন্যা
            42. ঘুম ভাঙার রাত
            43. চক্র
            44. চক্রী
            45. চম্পাবাঈ
            46. চার কিরীটী
            47. চারের অঙ্ক
            48. চৌধুরী বাড়ি
            49. জননী কৈকেয়ী
            50. ডাইনীর বাঁশী
            51. ড্রাগন
            52. তাতল সৈকতে
            53. তালপাতার পুঁথি
            54. তিন কিরীটী
            55. ত্রি-রহস্য
            56. ত্রি-রহস্য
            57. দশটি উপন্যাস
            58. দুঃস্বপ্ন
            59. দুই কিরীটী
            60. দুই ডজন কিরীটী
            61. দেবযানী
            62. ধূসর গোধূলি
            63. নগরনটী
            64. নাগপাশ [পর্ব-২]
            65. নিঝুমপুর
            66. নিরালা প্রহর
            67. নির্জনে খেলা
            68. নীলকুঠি
            69. পঞ্চবাণ
            70. পদ্মিনী
            71. পিউ কাঁহা
            72. পিয়া মুখ চন্দা
            73. প্রজাপতি রঙ
            74. প্রেম নেই
            75. বকুল গন্ধে বন্যা এলো
            76. বত্রিশ সিংহাসন
            77. বনমরালী
            78. বসন্ত রজনী
            79. বহ্নিশিখা
            80. বাদশা
            81. বিদ্যুৎ বহ্নি
            82. বিদ্রোহী ভারত
            83. বিষকুম্ভ
            84. বিষের তীর
            85. বিস্ময়ের ইন্দ্রজাল
            86. বৌরাণীর বিল
            87. ব্লু-প্রিন্ট
            88. ভাগীরথী বহে চলে
            89. ভানুমতি
            90. ভেনডেটা
            91. মঙ্গলসূত্র
            92. মণিকুণ্ডল
            93. মদনভস্ম
            94. মধুছন্দা
            95. মন পবন
            96. মানসী তুমি
            97. মায়ামৃগ
            98. মুখোশ
            99. মৃত্যুবাণ
            100. মৃত্যুবাণ [ভাগ-৩]
            101. মোমের আলো
            102. যুগলবন্দী
            103. রক্তলোভী নিশাচর
            104. রক্তের দাগ
            105. রতিবিলাপ
            106. রত্নমঞ্জিল
            107. রহস্যভেদী কিরীটী
            108. রাজকুমার
            109. রাত নিঝুম
            110. রাতের পাখি
            111. রাতের রজনীগন্ধা
            112. রাত্রি যখন গভীর হয়
            113. রাত্রি শেষ
            114. লালু ভুলু
            115. শঙ্কর (প্রথম ভাগ)
            116. শ্রাবণী
            117. সর্পিল
            118. সামনে সমুদ্র নীল
            119. সুভদ্রা হরণ
            120. সূর্যোদয়
            121. হলুদ শয়তান
            122. হাড়ের পাশা
            123. হীরকাঙ্গুরীয়

No comments: