বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১২ সেপ্টেম্বর ১৮৯৪ মুরাতিপুর গ্রাম, উত্তর চব্বিশ পরগণা জেলা, বাংলা প্রদেশ(এখন পশ্চিমবঙ্গ), ভারত |
মৃত্যু | ১ নভেম্বর ১৯৫০ (বয়স ৫৬) ঘাটশিলা, বিহার (এখন ঝাড়খণ্ড), ভারত |
পেশা | লেখক |
জাতীয়তা | বাঙালি |
নাগরিকত্ব | ভারত |
সময়কাল | ১৯২৯-৫০ |
ধরন | উপন্যাস, ছোটগল্প, ভ্রমণসাহিত্য, দিনলিপি |
উল্লেখযোগ্য রচনাবলি | পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত, মেঘমল্লার, তালনবমী, চাঁদের পাহাড়, দৃষ্টিপ্রদীপ,দেবযান |
উল্লেখযোগ্য পুরস্কার | রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর, ১৯৫১) |
দাম্পত্যসঙ্গী | গৌরী দেবী (১৯১৭-১৮) রমা দেবী (১৯৪০-৫০) |
সন্তান | তারাদাস বন্দ্যোপাধ্যায় |
ওয়েবসাইট | |
https://bibhutibhushan.in/ |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়,আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ'র নিকট বারাকপুর গ্রামে। তবে তাদের আদিবাস ছিল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম৷ তার প্রপিতামহ ছিলেন কবিরাজ এবং তিনি বনগাঁর নিকট বারাকপুর গ্রামে কবিরাজি করতে আসতেন৷ তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত। পাণ্ডিত্য এবং কথকতার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। মাতা মৃণালিনী দেবী। পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে বিভূতিভূষণ বয়োজ্যেষ্ঠ ছিলেন।
১৯২১ খ্রিষ্টাব্দে (১৩২৮ বঙ্গাব্দ) প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। ভাগলপুরে কাজ করার সময় ১৯২৫ সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন। এ বই লেখার কাজ শেষ হয় ১৯২৮ খ্রিষ্টাব্দে। এটি বিভূতিভূষণের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রচনা। সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এ লেখাটি পছন্দ করে বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্রে রূপদানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন। এ সিনেমাটির নামও ছিল পথের পাঁচালী। এ চলচ্চিত্রটি দেশী-বিদেশী প্রচুর পুরস্কার ও সম্মাননা লাভ করেছিল। এরপর "অপরাজিত" নামক উপন্যাস রচনা করেন, যেটি "পথের পাঁচালির"ই পরবর্তী অংশ। সত্যজিৎ এ উপন্যাস নিয়েও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। উভয় উপন্যাসেই তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটেছে। পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনূদিত হয়েছে। বিভূতিভূষণের উল্লেখযোগ্য কয়েকটি গল্পগ্রন্থ হল: মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল। তার লেখা চাঁদের পাহাড় একটি অনবদ্য অভিযানমূলক কাহিনী, যার পটভূমি আফ্রিকা। ২০১৩ সালে বিখ্যাত চিত্রপরিচালক কমলেশ্বর মুখার্জী "চাঁদের পাহাড়" কে বাংলা চলচ্চিত্রে রূপান্তর করেন। এ চলচ্চিত্রটিও বাংলা চলচ্চিত্র জগতে যথেষ্ট খ্যাতি লাভ করে।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অথৈ জল
- অনুবর্তন
- অনুসন্ধান
- অপরাজিত
- অপু পথের পাঁচালী অপরাজিতা
- অপুর ছেলেবেলা
- অপুর সংসার সমগ্র
- অভিযাত্রিক
- অভিশপ্ত
- অশনি সংকেত
- অসাধারণ
- আচার্য্য কৃপালনী কলোনি
- আদর্শ হিন্দু হোটেল
- আদর্শ হিন্দু হোটেল মিসিং পেজেস (১১৬-১১৯)
- আম আঁটির ভেঁপু
- আমি শুধু একা
- আরণ্যক
- আরোগ্য নিকেতন
- আহ্বান
- ইছামতি
- উৎকর্ণ
- উপন্যাস সমগ্র ১
- উপন্যাস সমগ্র ২
- ঊর্মিমুখর
- কিন্নরদল
- কিশোর অপু
- কিশোর সমগ্র
- কিশোর সাহিত্য সমগ্র
- কিশোর সাহিত্য সমগ্র (পারুল প্রকাশনী)
- কুশল পাহাড়ী
- ক্ষণভঙ্গুর
- গল্পসমগ্র ১
- গল্পসমগ্র ২
- চাঁদের পাহাড়
- চিরকালের সেরা
- ছেলেদের আরণ্যক
- ছোটদের অপরাজিত
- ছোটদের পথের পাঁচালী
- জন্ম ও মৃত্যু
- জ্যোতিরিঙ্গণ
- তৃণাঙ্কুর
- দম্পতি
- দিনের পরে দিন
- দুই বাড়ী
- দৃষ্টি প্রদীপ
- দেবযান
- নীলগঞ্জের ফলমন সাহেব
- পত্রাবলী ১ম খণ্ড
- পত্রাবলী ২য় খণ্ড
- পথ চেয়ে
- পথের কবি - কিশলয় ঠাকুর
- পথের পাঁচালী
- পথের পাঁচালী ও অপরাজিতা
- বনে-পাহাড়ে
- বিচিত্র জগত
- বিপদ
- বিপিনের সংসার
- বিভূতি বীথিকা
- বিভূতিভূষণ গল্পসমগ্র ১ম খণ্ড
- বিভূতিভূষণ গল্পসমগ্র ২য় খণ্ড
- বিভূতিভূষণ (জীবনী) - চিত্তরঞ্জন ঘোষ
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিশোরসমগ্র
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (জীবনী) - রুশতী সেন
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প
- বিভূতিভূষণের অপ্রকাশিত দিনলিপি
- বিভূতি-রচনাবলী ১
- বিভূতি-রচনাবলী ১০
- বিভূতি-রচনাবলী ১১
- বিভূতি-রচনাবলী ১২
- বিভূতি-রচনাবলী ২
- বিভূতি-রচনাবলী ৩
- বিভূতি-রচনাবলী ৪
- বিভূতি-রচনাবলী ৫
- বিভূতি-রচনাবলী ৬
- বিভূতি-রচনাবলী ৭
- বিভূতি-রচনাবলী ৮
- বিভূতি-রচনাবলী ৯
- ভয় সমগ্র
- ভ্যাম্পায়ার
- মনোরমা
- মরণের ডঙ্কা বাজে
- মালঞ্চ
- মিসমিদের কবচ
- মুখোশ ও মুখশ্রী
- মুহূর্তকথা
- মেঘ-মল্লার
- যাত্রাবদল
- রাজভোগ
- সরস গল্প
- সাহিত্যের সেরা গল্প
- সুন্দরবনে সাত বছর
- সেরা বিভূতি
- স্মৃতির রেখা
- হীরা মানিক জ্বলে
- হে অরণ্য কথা কও
No comments:
Post a Comment