Pages

গজেন্দ্রকুমার মিত্র II GAJENDRAKUMAR MITRA


গজেন্দ্রকুমার মিত্র (জন্ম: ১১ নভেম্বর ১৯০৮ - মৃত্যু: ১৬ অক্টোবর ১৯৯৪) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম।

গজেন্দ্রকুমার মিত্রের জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর বৃটিশ ভারতের কলকাতা শহরে। বাল্যশিক্ষা শুরু হয় কাশীর এংলো-বেঙ্গলী স্কুলে। কলকাতায় ফিরে এসে ঢাকুরিয়া অঞ্চলে গজেন্দ্রকুমার বসবাস শুরু করেন এবং বালিগঞ্জ জগদ্বন্ধু ইনস্টিটিউশনে ভর্তি হন। স্কুল জীবন অতিক্রম করে অতঃপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। আই.এসসি পড়া অসমাপ্ত রেখে বই এর ব্যবসায় যোগ দেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় "মিত্র ও ঘোষ" নামক বিখ্যাত প্রকাশনা সংস্থা স্থাপন করেন। ১৯৪০ সাল পর্যন্ত্ বই বিক্রি করেছেন গজেন্দ্রকুমার।


গজেন্দ্রকুমার মিত্র

স্কুল শিক্ষা সমাপ্তির কিছু পরেই বন্ধু সুমথনাথের সঙ্গে মাসিক সাহিত্যিক পত্রিকা 'কথাসাহিত্য' শুরু করেন। গজেন্দ্রকুমারের প্রথম প্রকাশিত উপন্যাস 'মনে ছিল আশা', গল্পগ্রন্থ 'স্ত্রিয়াশ্চরিত্রম' | ১৯৫৯ সালে তার 'কলকাতার কাছেই' উপন্যাস সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। 'কলকাতার কাছেই', 'উপকন্ঠে', 'পৌষ-ফাগুনের পালা'-এই ট্রিলজিকে (ত্রয়ী উপন্যাস) আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়। পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার পায়। গজেন্দ্রকুমারের লেখনীর বিচরণক্ষেত্র বিরাট ও ব্যাপক, সামাজিক উপন্যাস, পৌরানিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্প.কিশোর সাহিত্য-সর্বত্র তার অবাধ গতি। সুদীর্ঘ ষাট বছরের অধিককাল ধরে তার কয়েক হাজার ছোটগল্প ও পঞ্চাশটিরও বেশি উপন্যাস প্রকাশিত হয়েছে। অন্যান্য উপন্যাস গ্রন্থ গুলি হল -

  • 'রাত্রির তপস্যা' (১৯৫০)
  • 'পাঞ্চজন্য'(১৯৭৯)
  • 'বহ্নিকন্যা'(১৯৬০)
  • 'রাই জাগো রাই জাগো' প্রভৃতি। উল্লেখযোগ্য ছোটগল্প গ্রন্থ হল -
  • 'কথা কল্পনা কাহিনী'
  • 'স্বর্ণমৃগ'
  • ছোটদের জন্য 'রামায়ণ'
  • আত্মজীবনীমূলক গ্রন্থ-'আদি আছে অন্ত নেই


  • 'রাত্রির তপস্যা' (১৯৫০)
  • 'পাঞ্চজন্য'(১৯৭৯)
  • 'বহ্নিকন্যা'(১৯৬০)
  • 'রাই জাগো রাই জাগো' প্রভৃতি। উল্লেখযোগ্য ছোটগল্প গ্রন্থ হল -
  • 'কথা কল্পনা কাহিনী'
  • 'স্বর্ণমৃগ'
  • ছোটদের জন্য 'রামায়ণ'
  • আত্মজীবনীমূলক গ্রন্থ-'আদি আছে অন্ত নেই


বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

        1. অলৌকিক কাহিনী সমগ্র
        2. অলৌকিক গল্পসমগ্র
        3. আকাশ লিপি
        4. আদি আছে অন্ত নেই
        5. আনারকলি
        6. আবছায়া
        7. আমি কান পেতে রই
        8. আয়ুষ্মতী
        9. আর এক উপন্যাস
        10. উপকণ্ঠে
        11. এক প্রহরের খেলা
        12. একদা কী করিয়া
        13. একাল চিরকাল
        14. ঐতিহাসিক গল্প সঞ্চয়ন
        15. কঠিন মায়া
        16. কথা কল্পনা কাহিনী ১ম স্তবক
        17. কথা কল্পনা কাহিনী ২য় স্তবক
        18. কথা কল্পনা কাহিনী ৪র্থ স্তবক
        19. কথা কল্পনা কাহিনী ৫ম স্তবক
        20. কথা কল্পনা কাহিনী ৬ষ্ঠ স্তবক
        21. কথা কল্পনা কাহিনী ৭ম স্তবক
        22. কথা কল্পনা কাহিনী ৮ম স্তবক
        23. কথা কল্পনা কাহিনী ৯ম স্তবক
        24. কথা কল্পনা কাহিনী ১০ম স্তবক
        25. কমা ও সেমিকোলন
        26. কলকাতার কাছেই
        27. কিশোর সমগ্র
        28. কিশোরদের রূপকথা
        29. কোলাহল
        30. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-১
        31. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-২
        32. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৩
        33. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৪
        34. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৫
        35. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৬
        36. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৭
        37. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৮
        38. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-৯
        39. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-১০
        40. গজেন্দ্রকুমার মিত্র রচনাবলী খণ্ড-১১
        41. গজেন্দ্রকুমার মিত্রের গল্প সঞ্চয়ন
        42. গল্প-পঞ্চাশৎ
        43. চতুর্দোলা
        44. চার্লস ডিকেনস্-এর এ টেল অফ টু সিটীজ
        45. চিরসীমন্তিনী
        46. জন্মেছি এই দেশে
        47. জলে দেখি জোনাকি
        48. জীবন স্বপ্ন
        49. ডিকেনস্-এর গল্প
        50. দু'টি
        51. দুর্ঘটনা
        52. দেশ-বিদেশে
        53. নজরুল সঙ্গ ও প্রসঙ্গ
        54. নূতন ঊষা
        55. পূর্ব পুরুষ পর্ব - ২
        56. পূর্বপুরুষ পর্ব-১
        57. পৌষ ফাগুনের পালা
        58. প্রভাত-সূর্য্য
        59. প্রেরণা
        60. বহ্নিবন্যা
        61. ভাড়াটে বাড়ী
        62. মনে ছিল আশা
        63. মালাচন্দন
        64. মিলনান্ত
        65. রক্তকমল
        66. রাই জাগো রাই জাগো
        67. রাত্রির তপস্যা
        68. শাহজাদী
        69. সমারোহ
        70. সাধু ও সাধক
        71. সাবালক
        72. স্মরণীয় দিন
        73. হায়নার দাঁত

No comments:

Post a Comment