স্যার হেনরি রাইডার হ্যাগার্ড (জুন ২২, ১৮৫৬, নরফোক, ইংল্যান্ড - মে ১৪, ১৯২৫) একজন বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। তিনি ইতিহাস আশ্রিত দুঃসাহসিক কাহিনী নিয়ে উপন্যাস রচনায় ছিলেন সিদ্ধহস্ত। তিনি এমনসব অঞ্চল নিয়ে লিখেছেন যেগুলো ইংরেজদের কাছে ছিল অনেকটাই অপরিচিত এবং তথাপি অদ্ভুত। সলোমনের গুপ্তধন তার সেরা কীর্তি হিসেবে পরিগণিত। এটি সাহিত্য জগতে একটি ক্লাসিক হিসেবে সমাদৃত হয়। ১৮৫৬ সালের ২২ জুন ইংল্যান্ডের নরফোকে জন্মগ্রহণ করেন। দশ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। আর্থিক অসচ্ছলতার কারণে ভালো কোন স্কুল-কলেজে পড়ার সৌভাগ্য হয়নি তার। মাত্র উনিশ বছর বয়সে নেটাল সরকারের চাকরি নিয়ে চলে যান দক্ষিণ আফ্রিকায়। ছ'বছর ওখানে কাটিয়ে আবার ফিরে আসেন ইংল্যান্ডে। এরপর তিনি আইনশাস্ত্রে লেখাপড়া শুরু করেন, পাশাপাশি মনোনিবেশ করেন লেখালেখিতে। ফলে পৃথিবী পায় ইতিহাসের বিখ্যাত লেখকদের একজনকে। একের পর এক চমকপ্রদ কাহিনী তিনি উপহার দিতে থাকেন পাঠকদের জন্য। চাকরিসূত্রে আফ্রিকা মহাদেশ সম্পর্কে প্রচুর জ্ঞান লাভ করেন হ্যাগার্ড, সেসব অভিজ্ঞতাই ছিল তার বইগুলোর মূল উপজীব্য।
হ্যাগার্ডের বিখ্যাত বইগুলোর মধ্যে কিং সলোমন্'স মাইনস্, শী, রিটার্ণ অভ শী, অ্যালান কোয়াটারমেইন এবং দ্য পিপল অভ দ্য মিস্ট অন্যতম। ভাইয়ের সঙ্গে বাজি ধরেছিলেন হ্যাগার্ড যে, ট্রেজার আইল্যান্ড এর চেয়ে রোমাঞ্চকর বই লেখার ক্ষমতা তার আছে এবং কিং সলোমন্স মাইনস্ লিখে সত্যিই প্রমাণ করে দিয়েছিলেন সেটা। বইটি প্রকাশ পাবার পর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। তার অন্যান্য উল্লেখযোগ্য বই এর মধ্যে আছে মন্টেজুমা'স্ ডটার, মর্নিং স্টার, পার্ল মেইডেন, দ্য ব্রেদরেন, অ্যালান এন্ড দ্য হোলি ফ্লাওয়ার ইত্যাদি।
নানা রকম পেশায় জড়িত ছিলেন হেনরি রাইডার হ্যাগার্ড, রাজনীতির প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। ১৯১২ সালে স্যার উপাধি পান। ১৯২৫ সালের ১৪ মে পরলোকগমন করেন।
বইসমূহ (ডাউনলোড করতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন)
- অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী মায়মুর হোসেন)
- অ্যালান কোয়াটারমেইন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- খসরু চৌধুরি)
- আ টেল অভ থ্রি লায়নস- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী মায়মুর হোসেন)
- এরিক ব্রাইটিজ - হেনরী রাইডার হ্যাগার্ড (অনুবাদ- খসরু চৌধুরী)
- এলিসা– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- কিং সলোমনস মাইনস - হেনরি রাইডার হ্যাগার্ড
- কুইন অভ দ্য ডন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- ক্লিওপেট্রা- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- চাইল্ড অভ স্টর্ম- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী মায়মুর হোসেন)
- জেস
- ট্রেজার অভ দ্য লেক - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সাইফুল আরেফিন অপু)
- ডক্টর থার্ন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- তৌফির হাসান উর রাকিব)
- দি আইভরি চাইল্ড- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- মহিউল ইসলাম মিঠু)
- দি ব্রেদরেন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- ইসমাইল আরমান)
- দ্য ইয়েলো গড - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সাইফুল আরেফিন অপু)
- দ্য উইজার্ড – হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- তারক রায়)
- দ্য ওয়াণ্ডারার’স নেকলেস– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- দ্য গোস্ট কিংস– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সাইফুল আরেফিন অপু)
- দ্য পিপল অভ দ্য মিস্ট- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- ইসমাইল আরমান)
- দ্য ভার্জিন অভ দ্য সান – হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- দ্য লেডি অভ ব্লসহোম মেরি– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- নাডা দ্য লিলি
- নেশা- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- খসরু চৌধুরি)
- পার্ল মেইডেন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- ইসমাইল আরমান)
- ফিনিশ্ড - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- বেনিটা
- ব্ল্যাক হার্ট অ্যান্ড হোয়াইট হার্ট- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- আসাদুজ্জামান)
- মাইওয়ার প্রতিশোধ - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- ইসমাইল আরমান)
- মার্গারেট– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- মিস্টার মিসন'স উইল - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- ইসমাইল আরমান)
- মেরি- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- মুন অব ইজরায়েল
- মনিংস্টার- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- নিয়াজ মোরশেদ)
- মন্টেজুমার মেয়ে - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী আনোয়ার হোসেন)
- রানি শেবার আংটি– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- লাভ স্টোরি অভ শী - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সাইফুল আরেফিন অপু)
- শী অ্যান্ড রিটার্ন অভ শী - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- নিয়াজ মোরশেদ)
- শী এন্ড অ্যালান- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী মায়মুর হোসেন)
- সোয়ালো- হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সায়েম সোলায়মান)
- সলোমনের গুপ্তধন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদঃ কাজী মোঃ শাহনূর হোসেন)
- হান্টার কোয়ার্টারমেইন - হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী মায়মুর হোসেন)
- হার্ট অভ দ্য ওয়ার্ল্ড – হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- কাজী মায়মুর হোসেন)
- হিউ-হিউ অর দ্য মনস্টার– হেনরি রাইডার হ্যাগার্ড (অনুবাদ- সাইফুল আরেফিন অপু)
No comments:
Post a Comment