বুদ্ধদেব বসু | |
---|---|
জন্ম | ৩০ নভেম্বর ১৯০৮ কুমিল্লা, পূর্ববঙ্গ, অবিভক্ত ভারতবর্ষ |
মৃত্যু | ১৮ মার্চ ১৯৭৪ (বয়স ৬৫) কলকাতা, ভারত |
পেশা | কথাসাহিত্যিক, নাট্যকার, কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক |
বাসস্থান | কলকাতা |
জাতীয়তা | বাঙালি |
নাগরিকত্ব | ভারতীয় |
সময়কাল | বিংশ শতাব্দী |
ধরন | কবিতা, কথাসাহিত্য |
বিষয় | সাহিত্য |
উল্লেখযোগ্য রচনাবলি | মর্মবাণী; সাড়া; অভিনয়, অভিনয় নয়; হঠাৎ-আলোর ঝলকানি; মায়া-মালঞ্চ; কালিদাসের মেঘদূত; সব-পেয়েছির দেশে; আমার ছেলেবেলা; আধুনিক বাংলা কবিতা |
দাম্পত্যসঙ্গী | রানু সোম (বিবাহ-পরবর্তীতে: প্রতিভা বসু) |
সন্তান | মীনাক্ষী দত্ত, দময়ন্তী বসু সিং, শুদ্ধশীল বসু |
বুদ্ধদেব বসু (৩০ নভেম্বর ১৯০৮ - ১৮ মার্চ ১৯৭৪) বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে আধুনিক কবিতার যারা পথিকৃৎ তিনি তাদের একজন। তিনি বাংলা সাহিত্য সমালোচনার দিকপাল ও কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
অল্প বয়স থেকেই কবিতা রচনাসহ নিজের নাট্যদল গঠনে ভূমিকা রাখেন। তিনি প্রগতি ও কল্লোল নামে দু'টি পত্রিকায় লেখালেখিতে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতে রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে এসে যারা লেখালেখি করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন।
অধ্যাপনার মাধ্যমেই তার কর্মময় জীবন শুরু। জীবনের শেষাবধি তিনি নানা কাজে-কর্মে ব্যাপৃত রেখেছেন। শিক্ষকতাই ছিল জীবিকা অর্জনে তার মূল পেশা। কর্মময় জীবনের শুরুতে স্থানীয় কলেজের লেকচারের পদের জন্য আবেদন করে দু'বার প্রত্যাখ্যাত হলেও ইংরেজি সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য পরিণত বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সাহিত্য সম্পর্কে সারগর্ভ বক্তৃতা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। বাঙলা ভাষার তুলনামূলক সাহিত্য সমালোচনার ক্ষীণস্রোতকে তিনি বিস্তৃত ও বেগবান করেন। ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কলকাতা রিপন কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। ১৯৪৫ থেকে ১৯৫১ সাল পর্যন্ত স্টেটসম্যান পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৫২ সালে দিল্লি ও মহিশূরে ইউনেস্কোর প্রকল্প উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের পেনসিলভেনিয়া কলেজ ফর উইমেনে শিক্ষকতা করেন তিনি। ১৯৫৬ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব বসু তুলনামূলক ভাষা ও সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন।
ছাত্রজীবনে ঢাকায় তিনি যে নিরীক্ষা শুরু করেন প্রৌঢ় বয়সেও সেই নিরীক্ষার শক্তি তার মধ্যে প্রত্যক্ষ করা যায়। তার প্রথম যৌবনের সাড়া এবং প্রাক-প্রৌঢ় বয়সের তিথিডোর উপন্যাস দু'টি দুই ধরনের নিরীক্ষাধর্মী রচনা। তার চল্লিশোর্ধ্ব বয়সের রচনাগুলোর মধ্যে গ্রিক, ল্যাটিন, সংস্কৃত নানা চিরায়ত সাহিত্যের উপমার প্রাচুর্য দেখা যায়। অতি আধুনিক উপন্যাসের গীতিকাব্যধর্মী উপন্যাস রচনা করেছিলেন বুদ্ধদেব বসু। রচনার অজস্রতা এবং অভিনব অথচ সুললিত রচনাশৈলীর কারণে তিনি খ্যাতি লাভ করেছিলেন। তার উপন্যাসে যে ঘাত-প্রতিঘাত ও মানবিক প্রতিক্রিয়া বর্ণনা করেছেন, তাতে মনঃস্তত্ত্বের বিশ্লেষণের পরিবর্তে কাব্যোচ্ছ্বাসের প্রাধান্য বিদ্যমান। অকর্মণ্য, রডোড্রেনড্রন গুচ্ছ, যেদিন ফুটল কমল প্রভৃতি উপন্যাসে বুদ্ধদেব বসু কাব্যপ্রবণতার পরিচয় দিয়েছেন। তিথিডোর, নির্জন স্বাক্ষর, শেষ পাণ্ডুলিপি ইত্যাদি উপন্যাস নতুন জীবন-সমীক্ষা-রীতির পরিচয়বাহী।
সৃজনশীল সাহিত্যের সঙ্গে সমালোচনামূলক সাহিত্যে তার সাফল্য সমপর্যায়ের। তিনি বাংলা গদ্যরীতিতে ইংরেজি বাক্যগঠনের ভঙ্গি সুপ্রসিদ্ধ করেছেন। পরিমার্জিত সঙ্গীতমগ্নতা ও পরিশীলিত স্বতঃস্ফূর্ততা বুদ্ধদেব বসু'র গদ্যের বৈশিষ্ট্য। কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা, নাটক, কাব্যনাটক, অনুবাদ, সম্পাদনা, স্মৃতিকথা, ভ্রমণ, শিশুসাহিত্য ও অন্যান্য বিষয়ে বসু'র প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫৬টি। বাংলা সাহিত্যে আধুনিকতার পত্তনে যে কয়েকজনের নাম সর্বাগ্রে স্মরণীয়, বুদ্ধদেব বসু তাদের মধ্যে অন্যতম। তাকে কল্লোল যুগ-এর অন্যতম প্রধান কাণ্ডারি হিসেবে গণ্য করা হয়।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অনাম্নী অঙ্গনা ও প্রথম পার্থ
- অন্য কোনখানে
- অপরূপ রূপকথা
- অভিনয়, অভিনয় নয় অন্যান্য গল্প
- আজগুবি জানোয়ার
- আধুনিক বাংলা কবিতা
- আধুনিক বাংলা কবিতা ২
- আমরা তিনজন
- আমার ছেলেবেলা
- আমার বন্ধু
- আমি চঞ্চল হে
- আয়নার মধ্যে একা
- উত্তরতিরিশ
- এক পেয়ালা চা
- এক বৃদ্ধের ডায়েরি
- একটি কি দু'টি পাখী
- একে তিন তিনে এক
- এরা আর ওরা এবং আরও অনেকে- বর্তমান সময়ের রোমান্স
- এরা আর ওরা এবং আরো অনেকে
- এলোমেলো
- কঙ্কাবতী
- কবিতা সংকলন ১
- কলকাতা (বুদ্ধদেব বসু সংখ্যা)
- কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ
- কাল বৈশাখীর ঝড়
- কাল সন্ধ্যা
- কালিদাসের মেঘদূত
- কালের পুতুল
- গল্প ঠাকুরদা
- গল্প সংকলন
- গল্প সংকলন - বুদ্ধদেব বসু
- গোলাপ কেন কালো
- ঘুমের আগের গল্প
- ছায়া কালো কালো
- জাপানি জার্নাল
- ঢাকার বুদ্ধদেব বসু - সৈয়দ আবুল মকসুদ
- তপস্বী ও তরঙ্গিনী
- তিথিডোর
- দময়ন্তী - বুদ্ধদেব বসু
- দশটি উপন্যাস
- দুই ঢেউ এক নদী
- দেশ-দেশান্তরের কবিতা
- দেশান্তর
- দ্রৌপদীর শাড়ী
- ধূসর গোধূলি
- নির্জন স্বাক্ষর
- নীলাঞ্জনের খাতা
- পথের রাত্রি
- পিরানডেলোর গল্প
- পুনর্মিলন
- প্রবন্ধ সংকলন
- প্রেমপত্র ও অন্যান্য গল্প
- ফেরিওয়ালা ও অন্যান্য গল্প
- বান্ধবী
- বারোমাসের ছড়া
- বিপন্ন বিস্ময়
- বিশাখা
- বিসর্পিল
- বুদ্ধদেব বসু ও তার সারস্বত গোষ্ঠী - মীনাক্ষী দত্ত
- বুদ্ধদেব বসুর ছোটদের শ্রেষ্ঠ গল্প
- বুদ্ধদেব বসুর জীবন - সমীর সেনগুপ্ত
- বুদ্ধদেব বসুর প্রবন্ধসমগ্র - ১ম খণ্ড
- বুদ্ধদেব বসুর প্রবন্ধসমগ্র - ২য় খন্ড
- বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা
- বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ গল্প
- বুদ্ধদেব বসুর হাতে লেখা প্রগতি (চৈত্র-১৩৩৩)
- ভোজন শিল্পী বাঙালি
- মন-দেয়া-নেয়া
- মনের মত মেয়ে
- মহাভারতের কথা
- মায়া-মালঞ্চ
- মৌলিনাথ
- যে আধাঁর আলোর অধিক
- যেদিন ফুটল কমল
- রজনী হলো উতলা
- রাতভ'রে বৃষ্টি
- রুকমি
- লরেন্সের গল্প
- লাল মেঘ
- শার্ল বোদলেয়ার তার কবিতা
- শার্ল বোদলেয়ার-তাঁর কবিতা ২
- শেষ পান্ডুলিপি
- শোনপাংশু
- শ্রেষ্ঠ প্রবন্ধ
- শ্রেষ্ঠ প্রবন্ধ
- সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ
- সব পেয়েছির দেশে
- সমুদ্রতীর
- সাড়া
- সাহিত্যচর্চা
- সুখী রাজপুত্র
- সুধীন্দ্রনাথ দত্ত কাব্যসংগ্রহ - বুদ্ধদেব বসু সম্পাদিত
- সূর্যমুখী
- হাউই
- হে বিজয়ী বীর
No comments:
Post a Comment