Pages

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
জন্ম৩০ মার্চ ১৮৯৯
জৌনপুরউত্তরপ্রদেশব্রিটিশ ভারত
মৃত্যু২২ সেপ্টেম্বর ১৯৭০
পুনেমহারাষ্ট্রভারত
পেশালেখক, সাহিত্যিক
ভাষাবাংলা
উল্লেখযোগ্য রচনাবলিব্যোমকেশ সমগ্রঝিন্দের বন্দী, তুঙ্গভদ্রার তীরে, দাদার কীর্তি, ভূমিকম্পের পটভূমি, ইত্যাদি
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (৩০ মার্চ ১৮৯৯ - ২২ সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কোলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চল৷ তাঁর রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার ২০ বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশুনো করছিলেন। পড়াশুনোর সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে।

শরদিন্দু ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজ এ চিত্রনাট্যকাররূপে কাজ শুরু করেন। ১৯৫২এ সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পুনেতে বসবাস করতে শুরু করেন। পরবর্তী ১৮ বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত করেন। ১৯৭০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ একজন ডিটেকটিভ। নিজেকে তিনি সত্যান্বষী বলে পরিচয় দিতে পছন্দ করেন। ১৯৩২ এ "সত্যান্বেষী"উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ।প্রথমে শরদিন্দু অজিতের কলমে লিখতেন। কিন্তু পরে তিনি তৃতীয়পুরুষে লিখতে শুরু করেন। এছাড়া উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস। যেমন 'কালের মন্দিরা', 'গৌর মল্লার', 'তুমি সন্ধ্যার মেঘ', 'তুঙ্গভদ্রার তীরে', ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন 'জাতিস্মর', 'বিষের ধোঁয়া' বা অতিপ্রাকৃত নিয়ে তার 'বরদা সিরিজ' ও অন্যান্য গল্প এখনো বেস্টসেলার। শরদিন্দু ছোটগল্প ও শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন। তার সৃষ্ট চরিত্র সদাশিব মারাঠা বীর শিবাজীর অভিযানের সাথে সম্পৃক্ত।

শরদিন্দুর জীবনে সিনেমার, বিশেষ করে বম্বের সিনেমার, খুব বড় ভূমিকা ছিল। ভাবী, বচন, দুর্গা, কঙ্গন, নবজীবন, আজাদ, পুনর্মিলন— বম্বে টকিজ়ে সাতটি ছবির গল্প লিখেছিলেন শরদিন্দু। ইংরেজিতে লিখতেন, হিন্দিতে রূপান্তরিত করে নেওয়া হত। তিনি যে ছবিগুলিতে চিত্রনাট্যকারের কাজ করেছেন সেগুলি হল দুর্গা (১৯৩৯), কঙ্গন (১৯৩৯), নবজীবন(১৯৩৯) ও আজাদ (১৯৪০)। তার বিভিন্ন রচনা থেকেও সিনেমা তৈরি হয়েছে, যেমন নিম্নলিখিত বাংলা সিনেমাগুলি:-
চিড়িয়াখানা - নির্দেশক সত্যজিত রায়
ঝিন্দের বন্দী - নির্দেশক তপন সিংহ
বিষের ধোঁয়া
দাদার কীর্তি - নির্দেশক তরুণ মজুমদার

'তিশগ্নি' নামে একটি পুরস্কারপ্রাপ্ত হিন্দি ছবি লেখকের ঐতিহাসিক ছোটগল্প 'মরু ও সঙ্ঘ'র চিত্ররুপ। তিনি রবীন্দ্র পুরস্কার (উপন্যাস 'তুঙ্গভদ্রার তীরে'র জন্য), শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার প্রভৃতি পুরস্কার লাভ করেন।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

          1. অগ্নিবাণ
          2. অচিন পাখি
          3. অদৃশ্য ত্রিকোণ
          4. অদ্বিতীয়
          5. অভিজাতক
          6. অমৃতের মৃত্যু
          7. অর্থমনর্থম
          8. অলৌকিক গল্পসমগ্র
          9. আদিম রিপু
          10. আলোর নেশা
          11. উপসংহার
          12. এমন দিনে
          13. ঐতিহাসিক কাহিনী সমগ্র
          14. কল্পকুহেলি
          15. কহেন কবি কালিদাস
          16. কাঁচামিঠে
          17. কানু কহে রাই
          18. কালকূট
          19. কালিদাস
          20. কালের মন্দিরা
          21. কৌতুক গল্পসমগ্র
          22. খুঁজি খুঁজি নারি
          23. গল্পসংগ্রহ
          24. গৌড়মল্লার
          25. চিড়িয়াখানা
          26. চিত্রচোর
          27. চুয়াচন্দন
          28. চোরাবালি
          29. ছলনার ছন্দ
          30. ছায়াপথিক
          31. জাতিস্মর
          32. ঝিন্দের বন্দী
          33. টিকি-মেধ
          34. ডিটেকটিভ
          35. তুঙ্গভদ্রার তীরে
          36. তুমি সন্ধ্যার মেঘ
          37. দন্তরুচি
          38. দশটি উপন্যাস
          39. দাদার কীর্তি
          40. দুর্গ রহস্য
          41. দুষ্টচক্র
          42. পঞ্চভূত
          43. পথ বেঁধে দিল
          44. পথের কাঁটা
          45. বন্ধু
          46. বহু যুগের ওপার হতে
          47. বহ্নি-পতঙ্গ
          48. বিজয়লক্ষ্মী
          49. বিশুপাল বধ
          50. বিষকন্যা
          51. বিষের ধোঁয়া
          52. বুমেরাং
          53. বেণীসংহার
          54. ব্যোমকেশ ও বরদা
          55. ব্যোমকেশ সমগ্র
          56. ব্যোমকেশের কাহিনী
          57. ব্যোমকেশের গল্প
          58. ব্যোমকেশের ডায়েরি
          59. ভূমিকম্পের পটভূমি
          60. মগ্নমৈনাক
          61. মণিমণ্ডল
          62. মনচোরা
          63. মাকড়সার রস
          64. যুগে যুগে
          65. রক্তমুখী নীলা
          66. রক্তের দাগ
          67. রাজদ্রোহী
          68. রাতের অতিথি
          69. রিমঝিম
          70. রুম নম্বর দুই
          71. লাল পাঞ্জা
          72. লোহার বিস্কুট
          73. শজারুর কাঁটা
          74. শরদিন্দু অমনিবাস ১ম খণ্ড
          75. শরদিন্দু অমনিবাস ২য় খণ্ড
          76. শরদিন্দু অমনিবাস ৩য় খণ্ড
          77. শরদিন্দু অমনিবাস ৪র্থ খণ্ড
          78. শরদিন্দু অমনিবাস ৫ম খণ্ড
          79. শরদিন্দু অমনিবাস ৬ম খণ্ড
          80. শরদিন্দু অমনিবাস ৭ম খণ্ড
          81. শরদিন্দু অমনিবাস ৮ম খণ্ড
          82. শরদিন্দু অমনিবাস ৯ম খণ্ড
          83. শরদিন্দু অমনিবাস ১০ম খণ্ড
          84. শরদিন্দু অমনিবাস ১১শ খণ্ড
          85. শরদিন্দু অমনিবাস ১২শ খণ্ড
          86. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প
          87. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সরস গল্প
          88. শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পসংগ্রহ
          89. শাদা পৃথিবী
          90. শৈল রহস্য
          91. শৈলভবন
          92. সত্যান্বেষী
          93. সদাশিবের তিনকাণ্ড
          94. সসেমিরা
          95. সীমন্ত-হীরা
          96. সেরা কিশোর গল্প
          97. হেঁয়ালির ছন্দ

No comments: