বিমল মিত্র | |
---|---|
জন্ম | ১৮ মার্চ , ১৯১২ কলকাতা |
মৃত্যু | ২ ডিসেম্বর , ১৯৯১ |
পেশা | লেখক, ঔপন্যাসিক |
জাতীয়তা | ভারতীয় |
ধরন | উপন্যাস, ছোট গল্প |
উল্লেখযোগ্য রচনাবলি | সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, বেগম মেরী বিশ্বাস |
উল্লেখযোগ্য পুরস্কার | রবীন্দ্র পুরস্কার |
বিমল মিত্র (১৯১২ - ১৯৯১) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। কর্মজীবনে তিনি রেলে চাকুরি করতেন। তার প্রথম উপন্যাস 'চাই'। 'সাহেব বিবি গোলাম' উপন্যাস তার অন্যতম গ্রন্থ। এরপর রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্যসৃষ্টিতে আত্মনিয়োগ করেন। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে 'কড়ি দিয়ে কিনলাম', 'একক দশক শতক', 'চলো কলকাতা' 'পতি পরম গুরু' ইত্যাদি। প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার 'কড়ি দিয়ে কিনলাম' গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন্য। এছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন। তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অন্যরূপ
- আমি
- আমি বিশ্বাস করি
- আসামী হাজির
- এই নরদেহ ১ম খণ্ড
- এই নরদেহ ২য় খণ্ড
- এই নরদেহ ৩য় খণ্ড
- একক দশক শতক
- এর নাম সংসার
- কড়ি দিয়ে কিনলাম ১ম খণ্ড
- কড়ি দিয়ে কিনলাম ২য় খণ্ড
- কন্যাদান
- কে?
- খেল নসীব কা
- চরিত্রের চালচিত্র
- চলো কলকাতা
- চাওয়া পাওয়া
- চার প্রহর
- ছাই
- জীবন-স্বপ্ন
- টক-ঝাল-মিষ্টি
- তিন ছয় নয়
- দাশরথির বাহাদুরি
- দিনের পর দিন
- দু’টি হৃদয়
- নজরুল সঙ্গ ও প্রসঙ্গ
- নফর সংকীর্তন
- নিশিপালন
- পটভূমি কলকাতা
- পতি পরম গুরু (২য় খণ্ড)
- পতি পরম গুরু ১ম খণ্ড
- পাঁচ কন্যার পাঁচালি
- পুতুল দিদি
- প্রিয়তমা
- প্রেম পরিণয় ইত্যাদি
- বাসর সজ্জা
- বিমল মিত্র অমনিবাস
- বিমল মিত্রের গল্প সম্ভার
- বিয়ের ফুল
- বেগম মেরী বিশ্বাস
- বেনারসী
- ভগবান কাঁদছে
- মন কেমন করে
- মনের আয়নায়
- মিথুন লগ্ন
- মিলন রাগিণী
- যা চলছে
- রাগভৈরব
- রাজরানী হও
- রাজা বদল
- রাজা হওয়ার ঝকমারী
- রানীসাহেবা
- শেষ পৃষ্ঠায় দেখুন
- সব ঝুট হ্যায়
- সমগ্র গল্প-সম্ভার প্রথম খণ্ড
- সাত সমুদ্র তের নদী
- সাহেব বিবি গোলাম
- সুয়োরানী
- সে এলো
- স্বামী স্ত্রী সংবাদ
No comments:
Post a Comment