Pages

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯শে সেপ্টেম্বর, ১৯০৩ - ২৯শে জানুয়ারি, ১৯৭৬) বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক ছিলেন। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

পিতার কর্মস্থল নোয়াখালী শহরে তার জন্ম হয়। তবে তার পরিবারের আদি নিবাস ছিল বর্তমান মাদারীপুর জেলায়। তার বাবা রাজকুমার সেনগুপ্ত নোয়াখালী আদালতের আইনজীবী ছিলেন। অচিন্ত্যকুমারের শৈশব, বাল্যজীবন, ও প্রাথমিক শিক্ষা নোয়াখালীতেই সম্পন্ন হয়। ১৯১৬ সালে বাবার মৃত্যুর পর তিনি কলকাতায় অগ্রজ জিতেন্দ্রকুমার সেনগুপ্তের নিকট চলে যান এবং সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০), সাউথ সাবার্বান কলেজ (বর্তমান আশুতোষ কলেজ) থেকে আই. এ. (১৯২২), এবং ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি. এ. (১৯২৪) পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ (১৯২৬) ও পরবর্তীকালে বি. এল ডিগ্রী (১৯২৯) লাভ করেন।

অচিন্ত্যকুমার ১৯২৫ সালে কল্লোল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন। তিনি বিচিত্রায়ও কিছুদিন কাজ করেন। ১৯৩১ সালে তিনি অস্থায়ী মুন্সেফ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ক্রমে সাব-জজ, জেলা জজ ও ল' কমিশনের স্পেশাল অফিসার পদে উন্নীত হয়ে ১৯৬০ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

১৯২১ সালে প্রবাসী পত্রিকায় নীহারিকা দেবী ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি উপন্যাস ও ছোটগল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখান। তিনি উপন্যাসের আঙ্গিকে আবেগপূর্ণ ভাষায় ধর্মগুরুদের জীবনীও (যেমন- পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ, চার খণ্ডে (১৯৫২-১৯৫৭)) লিখেছেন। তার প্রথম উপন্যাস বেদে (১৯২৮); এটি আঙ্গিক, রচনাভঙ্গি ও বিষয়বিন্যাসে আধুনিক বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস। তার লেখায় আধুনিকতা অতি প্রবলভাবে ফুটে উঠেছে। " বেদে" উপন্যাসের জন্য তিনি রবীন্দ্রনাথের অভিনন্দনপত্র পান। কাকজ্যোৎস্না " প্রথম কদমফুল তার অন্য দুইটি বিখ্যাত উপন্যাস। ছোটগল্পশিল্পী হিসেবেও তিনি খ্যাত। বিচারবিভাগে চাকরির বদৌলতে তিনি বাংলাদেশের নানা স্থানে ঘুরে বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে আসেন; এইসব অন্তরঙ্গ পরিচিতজনদের জীবনের নানা কাহিনী অচিন্ত্যকুমার তার ছোটো গল্পগুলিতে নিপুণভাবে এঁকেছেন। টুটাফাটা (১৯২৮) তার প্রথম ছোটো গল্পের বই। তার স্মৃতিচারণমূলক গ্রন্থ কল্লোল যুগ (১৯৫০) পাঠক-মহলে বেশ সাড়া জাগায়।




            1. অকাল বসন্ত
            2. অখণ্ড অমিয় শ্রীগৌরাঙ্গ
            3. অচিন্ত্য গ্রন্থাবলী ১ম খণ্ড
            4. অচিন্ত্যকুমার রচনাবলী ২য় খণ্ড
            5. অচিন্ত্যকুমার রচনাবলী ৩য় খণ্ড
            6. অচিন্ত্যকুমার রচনাবলী ৪র্থ খণ্ড
            7. অচিন্ত্যকুমার রচনাবলী ৫ম খণ্ড
            8. অচিন্ত্যকুমার রচনাবলী ৬ষ্ঠ খণ্ড
            9. অচিন্ত্যকুমার রচনাবলী ৭ম খণ্ড
            10. অচিন্ত্যকুমার রচনাবলী ৮ম খণ্ড
            11. অচিন্ত্যকুমার রচনাবলী ১০ম খণ্ড
            12. অচিন্ত্যকুমার সেনগুপ্তর ছোটদের শ্রেষ্ঠ গল্প
            13. অচিন্ত্যকুমারের কিশোর সঞ্চয়ন
            14. অচিন্ত্যকুমারের শ্রেষ্ঠ গল্প
            15. অন্তরঙ্গ
            16. অনন্যা
            17. অমৃত পুরুষ যীশু
            18. আগে কহ আর
            19. আধুনিক সোভিয়েত গল্প
            20. ইন্দ্রানী
            21. উদ্যত খড়্গ ১ম খণ্ড
            22. উদ্যতখড়্গ ২য় খণ্ড
            23. এক অঙ্গে এত রূপ
            24. একশ এক গল্প
            25. কাকজ্যোৎস্না
            26. কাঠ-খড়-কেরাসিন
            27. কালো রক্ত
            28. কোর্ট-কাচারি
            29. কবি শ্রীরামকৃষ্ণ
            30. কল্লোল যুগ
            31. গৌরাঙ্গ-পরিজন
            32. গরিয়সী গৌরী
            33. চলে নীল শাড়ি
            34. জগদগুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ
            35. জাঁ ক্রিসতফ ২য় ও ৩য় খণ্ড - রমাঁ রলাঁ (অনুবাদ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত)
            36. জাঁ ক্রিসতফ ৪র্থ খণ্ড - রমাঁ রলাঁ (অনুবাদ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত)
            37. জননী জন্মভূমিশ্চ
            38. যতনবিবি
            39. ডাকাতের হাতে
            40. ডবল ডেকার
            41. ঢেউয়ের পর ঢেউ
            42. দুই ভাই
            43. দুইবার রাজা
            44. নীল আকাশ
            45. নেপথ্য
            46. নতুন তারা
            47. নবনীতা
            48. নূরবানু
            49. পাখনা
            50. প্যান - ন্যুট হামসুন (অনুবাদ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত )
            51. প্রেমের গল্প
            52. প্রথম কদম ফুল
            53. প্রথম প্রেম
            54. প্রিয়া ও পৃথিবী
            55. পরমাপ্রকৃতি শ্রীশ্রী সারদামণি
            56. পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ১ম খণ্ড
            57. পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২য় খণ্ড
            58. পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ৩য় খণ্ড
            59. পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ৪র্থ খণ্ড
            60. বিবাহের চেয়ে বড়ো
            61. বিসর্পিল
            62. বীরেশ্বর বিবেকানন্দ ১ম খণ্ড
            63. বীরেশ্বর বিবেকানন্দ ২য় খণ্ড
            64. বেদে
            65. ভাগবতী তনু রবীন্দ্রনাথ
            66. ভূমাপুরুষ শ্রীঅরবিন্দ
            67. মৃগ নেই মৃগয়া
            68. মগের মুলুক
            69. রূপসী রাত্রি
            70. শত গল্প
            71. সারেঙ
            72. স্বাদু স্বাদু পদে পদে
            73. হুইসল
            74. হিয়ে হিয় রাখনু

No comments:

Post a Comment