Pages

আশাপূর্ণা দেবী

আশাপূর্ণা দেবী
আশাপূর্ণা দেবী.jpg
জন্ম৮ই জানুয়ারি ,১৯০৯
কলকাতা
মৃত্যু১৩ই জুলাই,১৯৯৫
পেশালেখক, ঔপন্যাসিক
জাতীয়তাভারতীয়
ধরনউপন্যাস, ছোট গল্প
উল্লেখযোগ্য রচনাবলিপ্রথম প্রতিশ্রুতিসুবর্ণলতা,বকুলকথা
উল্লেখযোগ্য পুরস্কারজ্ঞানপীঠ পুরস্কার[১]রবীন্দ্র পুরস্কারসাহিত্য আকাদেমী ফেলোশিপ
আশাপূর্ণা দেবী (৮ জানুয়ারি ১৯০৯ – ১৩ জুলাই ১৯৯৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং শিশুসাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা। বাংলা ছাড়া দ্বিতীয় কোনও ভাষায় তার জ্ঞান ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও। কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণশক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন। তার প্রথম প্রতিশ্রুতি-সুবর্ণলতা-বকুলকথা উপন্যাসত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। তার একাধিক কাহিনি অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র। দেড় হাজার ছোটোগল্প ও আড়াইশো-র বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার। ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য অকাদেমি ফেলোশিপে ভূষিত করেন।


বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

            1. ৭ হাসির গল্প
            2. অগ্নিপরীক্ষা
            3. অতলান্তিক
            4. অনমনীয়া
            5. অনির্বাণ
            6. অন্য মাটি অন্য রঙ্গ
            7. অফুরন্ত
            8. অস্তিত্ব
            9. অহল্যা উদ্ধার
            10. আর এক ঝড়
            11. আলোর স্বাক্ষর
            12. আশাপূর্ণা দেবীর গ্রন্থাবলী
            13. আশাপূর্ণা দেবীর প্রবন্ধ
            14. আশাপূর্ণা দেবীর প্রিয় গল্প
            15. আশাপূর্ণা দেবীর রচনাসম্ভার ১ম খণ্ড
            16. আশাপূর্ণা দেবীর রচনা সম্ভার ২য় খণ্ড
            17. আশাপূর্ণা দেবীর রচনাসম্ভার ৫ম খণ্ড
            18. আশাপূর্ণা রচনা সংগ্রহ
            19. উড়ো পাখি
            20. উত্তর পুরুষ
            21. উত্তরণ
            22. এক বর অনেক কনে
            23. এক সমুদ্দুর অনেক ঢেউ
            24. এখানে ওখানে সেখানে
            25. 'ওনা'রা থাকবেনই
            26. কখনো কাছে,কখনো দূরে
            27. কনক দীপ
            28. কপাল খুলে গেল নাকি
            29. কল্যাণী
            30. কুমিরের হাঁ
            31. গজ উকিলের হত্যা রহস্য
            32. গল্প পঞ্চাশৎ
            33. গল্প সমগ্র
            34. গল্প সমগ্র ২য় খণ্ড
            35. গল্পসমগ্র ৪র্থ খণ্ড
            36. গাছের পাতা নীল
            37. চতুর্দোলা
            38. চাঁদের জানালা
            39. চাবি
            40. চাবিবন্ধ সিন্দুক
            41. ছ জনে মিলে
            42. ছাড়পত্র
            43. ছুটিতে ছোটাছুটি
            44. ছোটোদের এক ডজন উপন্যাস
            45. জনম জনমকে
            46. জহুরী
            47. জীবন স্বাদ
            48. জোচ্চোর
            49. ঠিকানা
            50. ঢেউ গুনছি সাগরের
            51. ততোধিক
            52. তরঙ্গহীন
            53. তিন ভুবনের কাহিনী
            54. তোমার যবনিকা
            55. ত্রৈরাশিক
            56. দশটি কিশোর উপন্যাস
            57. দিব্যহাসিনীর দিনলিপি
            58. দুই নায়িকা
            59. দোলনা
            60. দৃশ্য থেকে দৃশ্যান্তরে
            61. নতুন প্রহসন
            62. নদী দিকহারা
            63. নবজন্ম
            64. নষ্ট কোষ্ঠী
            65. নানা রসের ৯টি উপন্যাস
            66. নিখোঁজ
            67. নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে
            68. নিজস্ব রমণী
            69. নিজে বুঝে নিন
            70. নিমিত্তমাত্র
            71. পঙ্খীমহল
            72. পঞ্চপাঁচন ফরমুলা
            73. পঞ্চাশটি প্রিয় গল্প
            74. পথ জনহীন
            75. পয়সা দিয়ে কেনা
            76. পরমেশ্বরী
            77. পুঁথির লেখা
            78. প্রতীক্ষার বাগান
            79. প্রথম প্রতিশ্রুতি
            80. প্রেম ও প্রয়োজন
            81. বকুল কথা
            82. বলবার মতো নয়
            83. বালির নীচে ঢেউ
            84. বিবাগী পাখি
            85. বৈকুণ্ঠ
            86. ভালবাসার মুখ
            87. ভালোবাসা চিরকালীন
            88. ভূত নয়তো কি
            89. মজারু মামা
            90. মঞ্জুরী
            91. মায়াজাল
            92. মিত্তির বাড়ি
            93. মোহিনী মায়া
            94. যাচাই
            95. যুগলরত্ন টিকটিকি অফিস
            96. যুগান্তরের যবনিকার পারে
            97. যোগ বিয়োগ
            98. রাজকুমারের পোশাকে
            99. রানি মায়াবতীর অন্তর্ধান রহস্য
            100. শাকম্ভরীর দ্বীপ
            101. শাদায় কালোয় নকশা
            102. শামুকের খোলা
            103. শুধু তারা দু’জন
            104. শোনো শোনো গল্প শোনো
            105. শ্রেষ্ঠ পাঁচটি উপন্যাস
            106. সত্যবতী ট্রিলোজি
            107. সপ্তসিন্ধু দশদিগন্ত
            108. সময়ের স্তর
            109. সাপের ছোবল
            110. সাহিত্যের সেরা গল্প
            111. সুবর্ণলতা
            112. সূর্যোদয়
            113. সৃষ্টিছাড়া
            114. সেইসব গল্প
            115. সেরা ছয়টি উপন্যাস
            116. স্বপ্ন, অথবা
            117. স্বপ্নশর্বরী
            118. স্বপ্নের ঝাঁপি
            119. হঠাৎ একদিন
            120. হরি যাকে রাখেন

No comments: