Pages

শেখ আবদুল হাকিম II SHEIKH ABDUL HAKIM

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি। ১৯৬০ এর দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ ‘কুয়াশা’র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। অবশ্য এর আগেই লিখে ফেলেন নিজের প্রথম উপন্যাস ‘অপরিণত প্রেম’। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন শেখ আবদুল হাকিম।

সেবা প্রকাশনীর মাসিক ‘রহস্য পত্রিকা’র সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন অনেক বছর। সেবা প্রকাশনীর বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র ২৬০টির মতো বইয়ের লেখক তিনি। তবে সিরিজের নিয়ম অনুসারে প্রকাশ হয়েছে কাজী আনোয়ার হোসেনের নামে।

শেখ আবদুল হাকিমের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে টেকনাফ ফর্মুলা, জুতোর ভেতর কার পা, জল দাও জল, মুঠোর ভেতর তেলেসমাতি, ঋজু সিলেটীর প্রণয়, আতংক, সোমালি জলদস্যু, আইডিয়া, তিতলির অজানা, লব্ধ সৈকত, জ্যান্ত অতীত, তাহলে কে?, চন্দ্রাহত, সোনালি বুলেট, কামিনী প্রভৃতি। এছাড়া কয়েক খণ্ডে প্রকাশ হয়েছে ‍উপন্যাস সমগ্র।

তার অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে এরিক মারিয়া রেমার্কের ‘দ্য ব্ল্যাক অবিলিস্ক’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভিক্টর হুগোর ‘দ্য ম্যান হু লাফস’, জুলভার্নের ‘আশি দিনে বিশ্বভ্রমণ’, মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’, মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’, আলেকজান্ডার দ্যুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’, ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথেরিন কলিন্সের ‘দ্য ম্যান ফ্রম পাকিস্তান: নিউক্লিয়ার স্মাগলার আবদুল কাদির খান’ এবং কেন ফলেটের ‘দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ’র বাংলা ‘আততায়ী’।

২৮ আগস্ট ২০২১ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

        1. ১১টি নভেলা ১ম খণ্ড
        2. ৭ টি নভেলা ২য় খণ্ড
        3. অন্তরা
        4. অপারেশন শেমলেডি (জকি আজাদ সিরিজ ২) (প্রাপ্ত বয়স্কদের জন্য)
        5. অরিজিন - ড্যান ব্রাউন (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        6. আততায়ী ১ - কেন ফলেট (অনুবাদ - শেখ আবদুল হাকিম)
        7. আততায়ী ২ - কেন ফলেট (অনুবাদ - শেখ আবদুল হাকিম)
        8. আত্মহত্যা
        9. আমি কি হত্যাকারী?
        10. একা আমি
        11. কামিনী - আগাথা ক্রিষ্টি (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        12. কি করে ভুলি
        13. কুজো - স্টিফেন কিং (অনুবাদ - শেখ আব্দুল হাকিম)
        14. কেড - জেমস হ্যাডলি চেজ (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        15. গডফাদার ১ম খণ্ড - মারিয়ো পুজো (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        16. গডফাদার ২য় খণ্ড - মারিয়ো পুজো (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        17. টেকনাফ ফর্মুলা
        18. তুমি চিরকাল
        19. দড়াবাজ স্পাই ১
        20. দড়াবাজ স্পাই ২
        21. দি ব্ল্যাক অবিলিস্ক - এরিক মারিয়া রেমার্ক (অনুবাদ - শেখ আবদুল হাকিম)
        22. দ্য ওয়ে অফ লাভ - নাইজেল ওয়াটস (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        23. দ্য ম্যান হু লাফস - ভিক্টর হুগো (অনুবাদ - শেখ আবদুল হাকিম)
        24. দ্য লাভলি বোনস্‌ - অ্যালিস সিবোল্ড (রূপান্তর- শেখ আবদুল হাকিম)
        25. পাঁচ ডলার সাত সেন্ট
        26. পুডনহেড উইলসন - মার্ক টোয়েন (ভাষান্তর - শেখ আব্দুল হাকিম)
        27. প্রথম প্রেম
        28. ফেরা - ফার্নান্দো সরেনটিনো (ভাষান্তর -শেখ আবদুল হাকিম)
        29. বলো কী অপরাধ
        30. বিপদ ভয়ঙ্কর ১ (জকি আজাদ সিরিজ ৭)
        31. বিপদ ভয়ঙ্কর ২ (জকি আজাদ সিরিজ ৮)
        32. বিষবৃক্ষ
        33. মধুযামিনী
        34. মার্সেনারি
        35. মেক্সিকান ফাঁদ
        36. যদি জানতেম
        37. লাই ডাউন উইথ লায়নস - কেন ফলেট (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        38. লোতানি গুপ্তধন
        39. সবই সিদ্ধ! - ল্যারি কিং (রূপান্তর - শেখ আবদুল হাকিম)
        40. সার্কাস - অ্যালিস্টার ম্যাকলিন (রূপান্তর - শেখ আবদুল হাকিম)

No comments: