Pages

অন্নদাশঙ্কর রায় II ANNADASHANKAR RAY


অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়.png
জন্ম১৫ মার্চ ১৯০৪
মৃত্যু২৮ অক্টোবর, ২০০২
কলকাতা,পশ্চিমবঙ্গ
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণবাঙালি কবি
অন্নদাশঙ্কর রায় (মার্চ ১৫, ১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২), একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ভারতের উড়িষ্যা জেলার এক কায়স্থ রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।। তিনি একজন বিখ্যাত ছড়াকারও।

অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোতরং ( অধুনা উত্তরপাড়া কোতরং ) ছিল অন্নদাশঙ্কর রায়ের পূর্বপুরুষের বসতি। হিন্দ মোটর রেলওয়ে স্টেশন-এর পশ্চাতে গঙ্গার দিকে বিস্তৃত স্থানটি ছিল কোতরং। কোতরং থেকে তারা চলে যান উড়িষ্যার বালেশ্বর জেলার রামেশ্বরপুরে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি জ্ঞাতিদের সঙ্গে মনো-মালিন্য হওয়ায় অন্নদাশঙ্করের ঠাকুরদা শ্রীনাথ রায় রামেশ্বরপুর ত্যাগ করেন। তার ঠাকুমার নাম দুর্গামনি। তিনি ছিলেন জাজপুরের সম্ভ্রান্ত বাঙালি সেন বংশের মেয়ে। অন্নদাশঙ্করের পিতার নাম নিমাইচরণ রায়। তিনি ব্রিটিশ সরকারের চাকরি গ্রহণ করেন। কিন্তু ভাইদের পড়াশুনো ভাল না হবার জন্য ঢেঙ্কানলের রাজ দরবারে সামান্য থিয়েটারের ম্যানেজারের চাকরি নিয়ে চলে আসেন। ঢেঙ্কানালে এসে নিমাইচরণ কটকের প্রসিদ্ধ বাঙালি পালিত বংশের কন্যা হেমনলিনীকে বিবাহ করেন।

অন্নদাশঙ্করের জন্ম হয় ব্রিটিশ ভারতে বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে । তার পূর্বপুরুষের আদি বসতি ছিল অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোতরং অঞ্চলে ( অধুনা উত্তরপাড়া কোতরং ) ৷ তার পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং তার মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী।

সাহিত্যকর্মের জন্য অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক পুরস্কারে ভূষিত করে। তাকে দেশিকোত্তম সম্মান প্রদান করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডিলিট) উপাধি প্রদান করে। অন্নদাশঙ্কর রায় প্রাপ্ত অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে: সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬২), আনন্দ পুরস্কার (দুইবার-১৯৮৩, ১৯৯৪), বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার (১৯৯৫), রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

            1. অজ্ঞাতবাস
            2. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ২য় খণ্ড
            3. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ৪র্থ খণ্ড
            4. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ৫ম খণ্ড
            5. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ৬ষ্ঠ খণ্ড
            6. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ৭ম খণ্ড
            7. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ৮ম খণ্ড
            8. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ১০ম খণ্ড
            9. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ১২শ খণ্ড
            10. অন্নদাশঙ্কর রায়ের রচনাবলী ১৩শ খণ্ড
            11. অপসরণ
            12. অপ্রমাদ
            13. আগুন নিয়ে খেলা
            14. আধুনিকতা
            15. আর্ট ও বাংলার রেনেসাঁস
            16. ইউরোপের চিঠি
            17. ইশারা
            18. উড়কি ধানের মুড়কি
            19. কন্যা
            20. কলঙ্কবতী
            21. কামিনী-কাঞ্চন
            22. কালের শাসন
            23. কাহিনী
            24. কিশোর সাহিত্য সমগ্র
            25. ক্রান্তদর্শী ১ম পর্ব
            26. ক্রান্তদর্শী ২য় পর্ব
            27. ক্রান্তদর্শী ৩য় পর্ব
            28. গল্প
            29. গান্ধী
            30. চতুরালি
            31. ছড়া-সমগ্র
            32. জাপানে
            33. জীবনশিল্পী
            34. জীয়নকাটি
            35. টলস্টয়
            36. তারুণ্য
            37. তিনটি উপন্যাস
            38. দেখা
            39. দুঃখ মোচন
            40. দেশ কাল পাত্র
            41. নতুন করে বাঁচা
            42. না
            43. নির্বাচিত ছড়া
            44. নূতনা রাধা
            45. পথে প্রবাসে
            46. পথে প্রবাসে ও নির্বাচিত প্রবন্ধ
            47. পুতুল নিয়ে খেলা
            48. প্রকৃতির পরিহাস
            49. প্রত্যয়
            50. প্রবন্ধসমগ্র ৩য় খণ্ড
            51. প্রবন্ধ সমগ্র ৯ম খণ্ড
            52. বিনুর বই
            53. বিনুর বই ও নির্বাচিত ছোটোগল্প
            54. মানুষের দরবারে
            55. যার যেথা দেশ
            56. যুক্তবঙ্গের স্মৃতি
            57. রত্ন ও শ্রীমতী [পর্ব-১]
            58. রূপের দায়
            59. শিক্ষার সঙ্কট
            60. শুভোদয়
            61. সিংহাবলোকন
            62. সুখ
            63. হট্টমালার দেশে

No comments: