Pages

প্রফুল্ল রায়

ফুল্ল রায় (১১ সেপ্টেম্বর, ১৯৩৪) পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান সমসাময়িক লেখক, যিনি ১৯৩৪ সালে প্রাক্তন পূর্ব বাংলার ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।  ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে তিনি ভারতে আসেন। একটি নতুন ভূমিতে পা রাখার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে হয়েছে। সংগ্রামরত মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি সারা দেশ ভ্রমণ করেছিলেন। আর এই উদ্দেশ্যই তিনি বেশ কিছুকাল নাগাল্যান্ডের আদিবাসীদের মধ্যে বাস করেছিলেন, যারা ছিলো বিহারের অস্পৃশ্য এবং আন্দামানের মূল ভূখণ্ডের শিকড়হীন মানুষ। যাদের অধিকাংশই পরবর্তীতে তাঁর লেখায় নিশ্ছিদ্রভাবে আবির্ভূত হয়।


প্রফুল্ল রায়ের রচনাগুলি শহুরে এবং গ্রামীণ উভয় অবস্থাতেই শক্তিশালী এবং সত্যিকারের বিদ্যমান বাস্তবতার চিত্র তুলে ধরে যা পাঠককে বহুমাত্রিক সামাজিক গোলকধাঁধা আবিষ্কার করতে সাহায্য করে। তিনি উপন্যাস এবং ছোটগল্প সহ প্রায় দেড় শতাধিক বই লিখেছেন। তাঁর প্রথম উপন্যাস ছিল "পূর্ব পার্বতী", যা নাগাল্যান্ডে রচিত হয়েছিল এবং ১৯৫৭ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার উদ্বাস্তু জীবনকেন্দ্রিক যে সমস্ত উপন্যাস রচিত আছে সেগুলি হলো ‘কেয়া পাতার নৌকো’ (২০০৩), ‘শতধারায় বয়ে যায়’ (২০০৮), ‘উত্তাল সময়ের ইতিকথা’ (২০১৪), ‘নোনা জল মিঠে মাটি’ (বাং ১৩৬৬) ইত্যাদি। ‘কেয়াপাতার নৌকা’, ‘শতধারায় বয়ে যায়’, ‘উত্তাল সময়ের ইতিকথা’ আকারে এবং নামে আলাদা হলেও আসলে তিনটি উপন্যাস মিলেই একটি ত্রয়ী উপন্যাস। ১৯৬৮-৬৯ সালে মনীন্দ্র রায়ের উদ্যোগে অমৃত পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিলো ‘কেয়াপাতার নৌকো।

উপন্যাস রচনার জন্য প্রফুল্ল রায় সারা জীবন অনেক পুরস্কার পেয়েছেন। 'ক্রান্তিকাল' এর জন্য ২০০৩ এ সাহিত্য অকাদেমি পুরস্কার। 'সিন্ধু পারের পাখি'র জন্য ১৯৮৫ তে 'বঙ্কিম পুরস্কার', এছাড়াও 'রামকুমার ভুয়ালকা', পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড এর 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট', 'শরৎস্মৃতি', 'বি কে জে এ' ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন।


বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

          1. অণ্বেষণ
          2. অতল জলের দিকে
          3. অদিতির উপাখ্যান
          4. অন্ধকারে ফুলের গন্ধ
          5. আকাশের নীচে মানুষ
          6. আক্রমন
          7. আগুনের কাছাকাছি
          8. আপন ঘরে
          9. আবার বাতাস নয়
          10. আবার যুদ্ধ
          11. আমাকে দেখুন
          12. আমার নাম বকুল
          13. আরো দশটি উপন্যাস
          14. আলোছায়াময়
          15. আলোর ময়ুর
          16. উত্তাল সময়ের ইতিকথা
          17. এই ভুবনের ভার
          18. করুণাধারায় এসো
          19. কাবুল আর টাবুল
          20. কালের কাণ্ডারী
          21. কিন্নরী
          22. কিশোর সমগ্র
          23. কেয়া পাতার নৌকো
          24. ক্রান্তিকাল
          25. ক্ষমতার উৎস
          26. গল্প সমগ্র
          27. গহন গোপন
          28. চতুর্দিক
          29. চরিত্র
          30. চারদিকে যুদ্ধ
          31. ছেঁড়া খাবারের বাক্স
          32. জগৎ সংসার
          33. জন্মভূমি
          34. জিয়ন নদী
          35. জীবন বড় বেগবান
          36. দহনকালের শেষে
          37. দায়বদ্ধ
          38. দূরের বন্দর
          39. নয়না
          40. নাগমতী
          41. নানা সুতোর নকশা
          42. নিজেই নায়ক
          43. নোনা জল মিঠে মাটি
          44. পলাশবনিতে কয়েকটা দিন
          45. পা রাখার জায়গা
          46. পাঁচটি উপন্যাস
          47. পিতৃভূমি
          48. পূর্ব পার্বতী
          49. পৃথিবীর শেষ স্টেশন
          50. প্রতিধ্বনি
          51. প্রফুল্ল রায়ের গল্প
          52. বিস্ফোরণ
          53. ভাতের গন্ধ
          54. ভূমিকা
          55. মন্দ মেয়ের উপাখ্যান
          56. মহাযুদ্ধের ঘোড়া ১ম পর্ব
          57. মহাযুদ্ধের ঘোড়া ২য় পর্ব
          58. মাটি আর নেই
          59. মানব জীবন
          60. মানুষী
          61. মানুষের অধিকার
          62. মানুষের জন্য
          63. মানুষের মহিমা
          64. মোহর
          65. মোহানার দিকে
          66. যুদ্ধযাত্রা
          67. রথযাত্রা
          68. রাজার আংটি ও জগাই
          69. রামচরিত্র
          70. রৌদ্রঝলক
          71. লাহা প্যালেসের রহস্য
          72. লৌকিক এবং অলৌকিক গল্প
          73. শঙ্খিনী
          74. শতধারায় বয়ে যায়
          75. শান্তিপর্ব
          76. শিখর পেরিয়ে
          77. শীর্ষবিন্দু
          78. সত্যমিথ্যা
          79. সন্ধিক্ষণ
          80. সমাপ্তি
          81. সম্পর্ক
          82. সসাগরা
          83. সাধ-আহ্লাদ
          84. সিন্ধুপারের পাখি
          85. সূর্যাস্তের আগে
          86. সেরা ৫০ টি গল্প
          87. স্বপ্নের সীমা
          88. স্বর্গের ছবি
          89. হারিয়ে যাওয়া লেখা
          90. হৃদয়ের ঘ্রাণ

No comments: