অনীশ দেব (২২ অক্টোবর, ১৯৫১ ― ২৮ এপ্রিল ২০২১) ছিলেন বাংলা সাহিত্যে রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক ও সম্পাদক। তিনি ছোটদের ও বড়দের জন্য লিখতেন। আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর বিজ্ঞানী, কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হয়েছে। লেখার পাশাপাশি তিনি সম্পাদনা, অনুবাদ ইত্যাদির কাজও করতেন।
অনীশ দেবের জন্ম ১৯৫১ সালের ২২ অক্টোবর, পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি তার স্কুলজীবন অতিবাহিত করেন কলকাতার হিন্দু স্কুলে। পদার্থবিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক এবং ফলিত পদার্থবিজ্ঞানে বি. টেক., এম. টেক. ও পি. এইচ. ডি. ডিগ্রি লাভ করেন। কৃতী ছাত্র হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক পেয়েছেন।
অনীশ দেব ১৯৮৩ সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগে লেকচারার হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সাল থেকে ওই বিভাগেই রিডার এবং এরপর ১৯৯৮ সালে অধ্যাপক হন এবং এখান থেকেই অবসর গ্রহণ করেন।
তার লেখালেখির শুরু সতেরো বছর বয়সে মাসিক রহস্য পত্রিকায়। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৬৮-তে অধুনালুপ্ত মাসিক রহস্য পত্রিকায়। তারপর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন নামজাদা বাংলা ও ইংরেজি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার লেখার প্রধান বিষয় - গোয়েন্দা-রহস্য, থ্রিলার, ভৌতিক-অলৌকিক এবং কল্পবিজ্ঞান। গল্পের বই ছাড়াও তিনি বাংলায় কয়েকটি কিশোরপাঠ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থও রচনা করেছেন। পাশাপাশি ব্যবহারিক পদার্থবিদ্যার উপর লেখা তার কিছু ইংরেজি বই রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সংকলন গ্রন্থ সম্পাদনার কাজেও নিযুক্ত ছিলেন। কিছুকাল সম্পাদনা করেছেন কিশোর বিস্ময় পত্রিকা।
শারদীয়া কিশোর ভারতীতে ধারাবাহিকভাবে প্রকাশিত তার ফিউচারিস্টিক থ্রিলার "তেইশ ঘন্টা ষাট মিনিট" হল বাংলার প্রথম ফিচারিস্টিক থ্রিলার তাঁকে পাঠক মহলের কাছে প্রভূত জনপ্রিয় করে তুলেছিল। পরবর্তীকালে এই বইয়ের দ্বিতীয় অংশ "ষাট মিনিট তেইশ ঘন্টা" নামে মাসিক কিশোর ভারতীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অনীশ বিষ
- অনীশের সেরা ১০১
- অশরীরী ভয়ংকর
- আগুন রঙের বুলেট
- আঁধার প্রিয়া
- আলোছায়ার খেলা- আগাথা ক্রিস্টি (অনুবাদ- অনীশ দেব)
- কিছু মেঘ, কিছু কুয়াশা
- কিশোর কল্পবিজ্ঞান সমগ্র
- কেমন করে কাজ করে যন্ত্র
- ক্রাইম ডট কম
- ক্ষুরধার খেলা
- খুনের রঙ- অনীশ দেব, সমরেশ মজুমদার
- খুনির রং
- গোয়েন্দার নাম এসিজি
- চারটি রহস্য উপন্যাস
- চারদিকে যখন অন্ধকার
- ঠিক দশটায় ট্রেন এসেছিল
- ডট কম রহস্য
- তুমি পিশাচ
- তেইশ ঘন্টা ষাট মিনিট
- দেখা যায় না শোনা যায়
- নাইট অভ দ্য ভ্যাম্পায়ার
- পাঁচটি রহস্য উপন্যাস
- পাতাল ঝড়
- পানিজোরা কটেজ
- পিশাচের রাত
- পীকস্কিল
- প্রতিঘাত
- বজ্রগোলাপ
- বাঘের নখ
- বারোটি রহস্য উপন্যাস
- বাড়িটায় কেউ যেয়ো না
- বিজ্ঞানের দশ দিগন্ত
- বিজ্ঞানের হরেকরকম
- বিশ্বের সেরা ভয়ংকর ভূতের গল্প
- ভয়পাতাল
- ভয়ঙ্কর ভাইরাস
- ভূতনাথের ডায়েরি
- ভৌতিক ডট কম
- মরণরেখা
- মার্ডার ডট কম
- মোনালিসার শেষ রাত
- রহস্যময় পাখির দেশে
- রহস্য-রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা ১০০ গল্প
- শতবর্ষের শ্রেষ্ঠ বিদেশী ভৌতিক কাহিনী
- শতবর্ষের সেরা রহস্য উপন্যাস ১ম খণ্ড
- শতবর্ষের সেরা রহস্য উপন্যাস ২য় খণ্ড
- শতবর্ষের সেরা রহস্য উপন্যাস ৩য় খণ্ড
- শতবর্ষের সেরা রহস্য উপন্যাস ( অখণ্ড সংস্করণ )
- সবুজ পাথর
- সামান্য ঝুঁকি
- সেরা কল্পবিজ্ঞান
- সেরা কিশোর কল্পবিজ্ঞান
- সেরা সায়েন্স ফিকশন সমগ্র
- হারিয়ে যাওয়া
- হিমশীতল
No comments:
Post a Comment