সৈয়দ মুস্তাফা সিরাজ | |
---|---|
জন্ম | ১৪ অক্টোবর ১৯৩০ খোশবাসপুর, মুর্শিদাবাদ |
মৃত্যু | ৪ সেপ্টেম্বর ২০১২ (বয়স ৮১) কলকাতা, ভারত |
পেশা | সাংবাদিক (আনন্দবাজার পত্রিকায়) |
বাসস্থান | ৩৭/১ গোরাচাঁদ রোড, বেনেপুকুর, এন্টালি, কলকাতা ৭০০০১৪ |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
উল্লেখযোগ্য পুরস্কার | আনন্দ পুরস্কার , সাহিত্য অকাদেমি পুরস্কার , বঙ্কিম পুরস্কার, ভুয়ালকা পুরস্কার, নরসিংহদাস পুরস্কার ইত্যাদি। |
দাম্পত্যসঙ্গী | হাসনে আরা সিরাজ |
স্বাক্ষর |
সৈয়দ মুস্তাফা সিরাজ ( জন্ম : ১৪ অক্টোবর, ১৯৩০ - মৃত্যু: ৪ সেপ্টেম্বর ২০১২ ) একজন ভারতীয় বাঙালি লেখক। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদ খোশবাসপুর গ্রামে ১৯৩০ সালে অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে বাড়ি থেকে পলাতক কিশোরের জীবন অতিবাহিত করেছেন। রাঢ় বাংলার লোকনাট্য "আলকাপের" সঙ্গে যুক্ত হয়ে নাচ-গান-অভিনয়ে অংশ নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন৷ তিনি ছিলেন 'আলকাপ' দলের "ওস্তাদ" (গুরু)। নাচ-গানের প্রশিক্ষক। নিজে আলকাপের আসরে বসে হ্যাজাগের (পেট্রোম্যাক্স) আলোয় দর্শকের সামনে বাঁশের বাঁশি বাজাতেন। নিজের দল নিয়ে ঘুরেছেন সারা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি বিহার-ঝাড়খন্ডেও। তাই পরবর্তী জীবনে কলকাতায় বাস করলেও নিজেকে কলকাতায় প্রবাসী ভাবতেই ভালোবাসতেন। সুযোগ পেলেই বার বার মুর্শিদাবাদের গ্রামে পালিয়ে যেতেন। সেই পলাতক কিশোর তার চরিত্রের মধ্যে লুকিয়ে ছিল। ঘুরতেন সেই রাখাল বালকের মাঠে, হিজলের বিলে, ঘাসবন ও উলুখড়ের জঙ্গলে, পাখির ঠোঁটে খড়কুটো আর হট্টিটির নীলাভ ডিম -সেই মায়াময় আদিম স্যাঁতসেতে জগতে।
তার পিতার সঙ্গে বর্ধমানের কর্ড লাইনে নবগ্রাম রেল স্টেশনের কাছে কিছুদিন ছিলেন। সেখানে গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে পড়াশুনা করেছেন। সেই নবগ্রাম গোপালপুরের প্রেক্ষাপটে তিনি লিখেছিলেন 'প্রেমের প্রথম পাঠ' উপন্যাস। তার লেখকজীবনের প্রথম দিকের উপন্যাস। গোপালপুর থেকে পাশ করে তিনি ভর্তি হন বহরমপুর কলেজে।
সৈয়দ মুস্তাফা সিরাজের লেখক সত্তায় জড়িয়ে ছিল রাঢ়ের রুক্ষ মাটি। মুর্শিদাবাদের পাশের জেলা বীরভূম। যেখানে লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম। একই জলহাওয়া তাঁদের দুজনকেই প্রাণোন্মাদনা দিয়েছিল। তাই তারাশঙ্কর বলতেন, "আমার পরেই সিরাজ, সিরাজই আমার পরে অধিষ্ঠান করবে।"
তার "ভারতবর্ষ, ইন্তি, পিসি ও ঘাটবাবু", "ভালোবাসা ও ডাউনট্রেন"(দেশ-এ প্রকাশিত প্রথম গল্প), "তরঙ্গিনীর চোখ","জল সাপ ভালোবাসা", "হিজলবিলের রাখালেরা", "রণভূমি", "উড়োপাখির ছায়া", "রক্তের প্রত্যাশা", "মৃত্যুর ঘোড়া", "গোঘ্ন", "রানীরঘাটের বৃত্তান্ত", ইত্যাদি অসংখ্য ছোটগল্প অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে । তার প্রথম মুদ্রিত উপন্যাস - "নীলঘরের নটী"। পর পর প্রকাশিত হয় "পিঞ্জর সোহাগিনী", "কিংবদন্তির নায়ক","হিজলকন্যা","আশমানতারা", "উত্তর জাহ্নবী", "তৃণভূমি", "প্রেমের প্রথম পাঠ", "বন্যা","নিশিমৃগয়া","কামনার সুখদুঃখ", "নিশিলতা", "এক বোন পারুল", "কৃষ্ণা বাড়ি ফেরেনি", "নৃশংস","রোডসাহেব", "জানগুরু" ইত্যাদি ইত্যাদি৷ তার গল্প ও একাধিক গ্রন্থ ভারতের সমস্ত স্বীকৃত ভাষায় অনূদিত হয়েছে, এমনকি ইংরেজি তো বটেই, বিশ্বের বহু ভাষায় প্রকাশিত হয়েছে৷
তার লেখা 'তৃণভূমি" উপন্যাসে কান্দি মহকুমার এক বৃহৎ অঞ্চল ধরা আছে। "উত্তর জাহ্নবী" উপন্যাসে ধরা আছে এক বিশেষ সময় ও সমাজের কথা, যা বাংলা সাহিত্যে অনাস্বাদিত। আর "অলীক মানুষ" এক বিস্তৃত ভুবনের কাহিনী, যা এক মুসলিম পির বা ধর্মগুরুর বংশে জাত পুরুষের আত্মানুসন্ধান। ব্রিটিশের রাজত্বের শেষভাগে এক পরিবর্তনীয় সময়ের নিখুঁত স্থির ছবি। এই অলীক মানুষ তাকে ভিন্ন লেখকের মর্যাদার চূড়ান্ত শিখরে উন্নীত করেছে।
ক্ষুদে ও কিশোর পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন "গোয়েন্দা কর্নেল" নামে একটি চরিত্র। এনার পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার। যাঁর মাথা জোড়া টাক, ঠোঁটে চুরুট, অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার, এখন প্রজাপতি ও পাখি দেখতে ভালোবাসেন। নিজেকে প্রকৃতিপ্রেমিক হিসেবে পরিচয় দিতে ভালবাসেন অথচ তিনি অনেক অপরাধ ও হত্যার কিনারা করে শখের গোয়েন্দাগিরি করেন৷ গোয়েন্দা কর্নেল পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সিরাজ প্রাপ্তবয়স্ক দের জন্যেও কর্নেল কাহিনী লিখেছেন। 'কর্নেল সমগ্র' খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়ে চলেছে। অনেকের ধারণা, কর্নেলের যে চেহারা ও অবয়ব চিত্রিত হয়েছে তা নাকি ফাদার দ্যতিয়েনের সঙ্গে মিলে যায়। সিরাজ আরো একটি গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেন পরিনতমনস্ক পাঠকদের জন্যে। তিনি ছিলেন 'ইনস্পেকটর ব্রহ্ম'।
সৈয়দ মুস্তাফা সিরাজের আত্মবিশ্বাস ও আত্মসম্মান ছিল প্রবল। সংবাদপত্রে চাকরি করলেও কোনও মালিকানাগোষ্ঠীর কাছে মাথা নিচু করেন নি । 'অলীক মানুষ' উপন্যাস ছাপা হয় ধারাবাহিকভাবে 'চতুরঙ্গ' নামে একটি লিট্ল ম্যাগাজিনে। "তৃণভূমি" ছাপা হয় অধুনালুপ্ত 'ধ্বনি' নামক এক ছোট পত্রিকায়। বড় পত্রিকায় চাকরি করলেও তার সেরা উপন্যাসগুলি ছাপা হয়েছে ছোট পত্রিকায়। লিটল ম্যাগাজিনের সম্পাদকদের প্রতি ছিল তার সস্নেহ পক্ষপাত। মিডিয়ার আলো ও প্রচারের প্রতি তার আকুলতা ছিল না। নিজের আত্মসম্মানবোধ নিয়ে প্রায় একা উন্নত গ্রীবায় ছোট ফ্ল্যাটে জীবনকে কাটিয়ে গেছেন। মাথা উঁচু করে থাকার দর্পী মনোভাবের জন্য তাকে অনেক মনঃকষ্ট পেতে হলেও তিনি দমে যান নি। তার পাঠকদের সঙ্গে তার সম্পর্ক ছিল মধুর। তার ব্যবহারে ও আচরণে ছিল পরিশীলিত ভদ্রতা ও আন্তরিকতা।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অন্ধকারে রাতবিরেতে
- অপারেশন রেড হেরিং
- অমর্ত্য প্রেমকথা
- অমৃত ছিল না
- অরূপ রতন
- অলীক মানুষ
- অশরীরী ঝড়
- আগুনের রঙ লাল
- আততায়ী পাশেই ছিল
- আফগান হাউন্ড রহস্য
- ইন্সপেক্টর ব্রহ্ম
- একডজন কর্নেল
- এ্যাডভেঞ্চার অমনিবাস
- কঙ্কগড়ের কঙ্কাল
- কবরের অন্ধকারে
- কর্নেল সমগ্র ১ম খণ্ড
- কর্নেল সমগ্র ২য় খণ্ড
- কর্নেল সমগ্র ৩য় খণ্ড
- কর্নেল সমগ্র ৪র্থ খণ্ড
- কর্নেল সমগ্র ৫ম খণ্ড
- কর্নেল সমগ্র ৭ম খণ্ড
- কর্নেল সমগ্র ৮ম খণ্ড
- কর্নেল সমগ্র ৯ম খণ্ড
- কর্নেল সমগ্র ১০ম খণ্ড
- কর্নেল সমগ্র ১৩তম খণ্ড
- কর্নেল সমগ্র ১৪তম খণ্ড
- কর্নেল সমগ্র (অখণ্ড)
- কর্নেলের ভূত প্রেত রহস্য
- কাকতাড়ুয়া জ্যান্ত হলে
- কালো কুকুর
- কালো গোখরো
- কালো পাথর
- কিশোর কর্নেল সমগ্র ১ম খণ্ড
- কিশোর কর্নেল সমগ্র ২য় খণ্ড
- কিশোর কর্নেল সমগ্র ৩য় খণ্ড
- কিশোর রোমাঞ্চ অমনিবাস
- কিশোর সাহিত্য
- গল্পমালা ৩
- গল্পসমগ্র ১ম খণ্ড
- গল্পসমগ্র ২য় খণ্ড
- ঘটনা যখন রহস্যজনক
- ঘড়ি রহস্য
- ঠিক দুক্কুর বেলা
- ডমরুদিহির ভূত
- তুরুপের তাস
- তৃণভূমি
- তোমার বসন্তদিনে
- থ্রিলার সপ্তক
- দশটি উপন্যাস
- দারুব্রহ্মকথা
- নগ্ন নির্জন হাত
- নবাবী মোহর
- নানা রসের ৬টি উপন্যাস
- নিঝুম রাতের আতঙ্ক
- নিঝুমপুরের চুপকথা
- নির্জন গঙ্গা
- নিশিলতা
- নিষিদ্ধ অরণ্য
- নিষিদ্ধ প্রান্তর
- নীলমাছি
- পাতাল-খন্দক
- পাঁচটি রহস্য উপন্যাস
- পিছনে পায়ের শব্দ
- প্লাবন
- বনের আসর
- বলে গেছেন রাম শন্না
- বসন্ত রাতের ঝড়
- বিশাখা, তোমার নামে
- বিষাক্ত সুন্দর ফুল
- বেদবতী
- ব্ল্যাক অ্যামবেসেডর
- ভালোবাসা
- ভৌতিক গল্পসমগ্র
- মায়ামৃদঙ্গ
- মেঘের পরে রোদ
- মোতিবিবির দরগা
- ম্যাকবেথের ডাইনীরা
- রাতপাখি
- রোডসাহেব ও পুনর্বাসন
- শ্রেষ্ঠ গল্প
- সবুজ নক্ষত্র
- সবুজ সঙ্কেত
- সাহারার সন্ত্রাস
- সাহিত্যের সেরা গল্প
- সেরা ক্রাইম
- সোনার ঠাকুর
- সোনার পিতল মূর্তি
- স্বপ্নের নিচে দাঁড়িয়ে
- স্বপ্নের মত
- স্বর্ণচাঁপার উপাখ্যান
- হাওয়া সাপ
- হিজলকন্যা
- হেমন্তের বর্ণমালা
No comments:
Post a Comment