লীলা মজুমদার (ফেব্রুয়ারি ২৬, ১৯০৮ - এপ্রিল ৫, ২০০৭) একজন ভারতীয় বাঙালি লেখিকা। তিনি কলকাতার রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান (বিবাহপূর্ব নাম লীলা রায়)। তার জন্ম রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (যাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়) ছিলেন প্রমদারঞ্জনের দাদা এবং লীলার জ্যাঠামশাই । সেইসূত্রে লীলা হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি।
তিনি বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হন।
তাঁর প্রথম গল্প লক্ষ্মীছাড়া ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৬১ সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পুনর্জীবিত করলে তিনি ১৯৬৩ থেকে ১৯৯৪ অবধি সাম্মানিক সহ-সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন, ১৯৯৪-এ তার স্বাস্থ্যের অবনতির জন্য অবসর নেন। তার সাহিত্যিক জীবন প্রায় আট দশকের।
ছোটদের জন্য তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল:
- হলদে পাখির পালক
- টং লিং
- পদিপিসির বর্মিবাক্স
- নাকু গামা
- সব ভুতুড়ে
- মাকু
- গল্পসল্প
সাহিত্যিক বুদ্ধদেব বসুর তাগিদে প্রথম বড়দের গল্প ‘সোনালি রুপালি’ প্রকাশিত হয় ‘বৈশাখী’ পত্রিকায়। তিনি অনেক শিক্ষামূলক রচনা ও রম্যরচনা ইংরাজী থেকে বাংলায় অনুবাদও করেন।
পাকদণ্ডী নামে তার লেখা আত্মজীবনীতে তার শিলঙে ছেলেবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম, রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে।
তার প্রথম আত্মজীবনী 'আর কোনখানে'-এর জন্য ১৯৬৯ খ্রিষ্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অবনীন্দ্রনাথ
- আর কোনোখানে
- আরো ভূতের গল্প
- উপেন্দ্রকিশোর
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- এই যা দেখা
- কবি-কথা
- কল্প বিজ্ঞানের গল্প
- কাগ নয়
- কুকুর এবং অন্যরা
- খেরোর খাতা
- গালিভারের ভ্রমণবৃত্তান্ত
- গুণু পণ্ডিতের গুণপনা
- গুপী পানুর কীর্তি কলাপ
- গুপীর গুপ্তখাতা
- চার বিচারকের দরবার
- ছোটদের নাটক
- ছোটদের পুরাণের গল্প
- ছোটদের বেতাল বত্রিশ
- ছোটদের ভালো ভালো গল্প
- ছোটদের শ্রেষ্ঠ গল্প
- ছোটদের সমগ্র নাটক
- জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
- জোনাকি
- ঝাঁপতাল
- টংলিং
- টাকা গাছ
- টারজান আর ওপারের রত্নগুহা
- টারজানের ছেলে
- টারজানের প্রত্যাবর্তন
- টারজানের বনজঙ্গলের গল্প
- টারজানের বন্য বন্ধুরা
- ঠাকুমার ঠিকুজি
- তোজো
- দমফাটা হাসির গল্প
- দিন দুপুরে
- দুই বাংলার ছোটদের শ্রেষ্ঠ গল্প ১ম খণ্ড
- দুই বাংলার ছোটদের শ্রেষ্ঠ গল্প ২য় খণ্ড
- দুলিয়া
- নদী কথা
- নাকু-গামা
- নানা নিবন্ধ
- নারায়ণ রাও
- নেপোর বই
- পত্রমালা
- পদি পিসীর বর্মি বাক্স
- পাকদণ্ডী
- বকধার্মিক
- বড় পানি
- বদ্যিনাথের বড়ি
- বনমানুষের ছেলে টারজান
- বাঁশের ফুল
- বাঘের গল্প
- বাতাস বাড়ি
- বেড়ালের বই
- ভয়ংকর ভূতের গল্প
- ভারতের উপকথা
- ভারতের উপকথা ১ম খণ্ড (বিহার পর্ব)
- ভারতের উপকথা (সিকিম পর্ব)
- ভূতের গল্প
- মণিমালা
- ময়না শালিখ
- মাকু
- রায় পরিবারের চার পুরুষের লেখা
- রেশালার বাবু
- লঙ্কাদহন পালা
- লাল নীল দেশলাই
- লীলা অমনিবাস
- লীলা মজুমদার রচনাবলী ২য় খণ্ড
- লীলা মজুমদার রচনাবলী ৩য় খণ্ড
- লীলা মজুমদার রচনাসমগ্র ১ম খণ্ড
- শতাব্দীর সেরা রূপকথা
- শুধু গল্প নয়
- সচিত্র টারজান সমগ্র
- সন্দেশ ৩য় বর্ষ
- সন্দেশ ৪র্থ বর্ষ
- সব ভুতুড়ে
- সরস গল্প
- সুকুমার
- সুকুমার রায়
- সেজমামার চন্দ্রযাত্রা
- সেভেন ওয়ার্ল্ড ক্লাসিকস (কিশোর সংস্করণ)
- সেরা ভূত সেরা গোয়েন্দা
- হট্টমালার দেশে
- হলদে পাখির পালক
- হাওয়ার দাঁড়ি
- হ্যানস অ্যাণ্ডারসন রচনাবলী ১ম খণ্ড
No comments:
Post a Comment