Pages

মানিক বন্দ্যোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
জন্মপ্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
১৯ মে ১৯০৮
দুমকা, সাঁওতাল পরগনা, বেঙ্গল প্রেসিডেন্সিব্রিটিশ ভারত (অধুনা দুমকা জেলাঝাড়খণ্ড)
মৃত্যু৩ ডিসেম্বর ১৯৫৬ (বয়স ৪৮)
কলকাতাপশ্চিমবঙ্গভারত
পেশাঔপন্যাসিক, ছোটোগল্পকার
জাতীয়তাভারতীয়
দাম্পত্যসঙ্গীকমলা দেবী
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা-সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগৎে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্কসীয় শ্রেণীসংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা তার রচনায় ফুটে উঠেছে। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিনশত ছোটোগল্প। তার রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর, মাত্র আটচল্লিশ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে।

পিতার বদলির চাকরির সূত্রে মানিকের শৈশব-কৈশোর ও ছাত্রজীবন অতিবাহিত হয়েছে বাংলা-বিহার-ওড়িষার দুমকা, আরা, সাসারাম, কলকাতা, বারাসাত, বাঁকুড়া, তমলুক, কাঁথি, মহিষাদল, গুইগাদা, শালবণি, নন্দীগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল প্রভৃতি শহরে। তার মা নীরদাসুন্দরীর আদিনিবাস ছিল তৎকালীন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) গাউদিয়া গ্রামে। এই গ্রামটির পটভূমি তিনি রচনা করেন তার প্রসিদ্ধ উপন্যাস পুতুলনাচের ইতিকথা। চাকরি সূত্রেই তার পিতা সাঁওতাল পরগনার দুমকায় গমন করেন। সেখানেই মানিকের জন্ম হয়েছিল। কিন্তু পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে ভ্রমণের কারণে ঐ সকল মানুষের জীবনচিত্র সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল মানিকের। তাই ঐ অঞ্চলের সাধারণ মানুষের জীবনচিত্রকে তার সাহিত্যে অপূর্ব দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে পেরেছেন। বিচিত্র সব মানুষ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছিলেন লেখক। তার এই সকল অভিজ্ঞতাকেই তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন বিচিত্র সব চরিত্রের আড়ালে। পদ্মার তীরবর্তী জেলেপাড়ার পটভূমিতে রচনা করেন পদ্মানদীর মাঝি উপন্যাসটি।

জীবনের প্রথমভাগে তিনি ফ্রয়েডীয় মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এছাড়া মার্কসবাদও তাকে যথেষ্ট প্রভাবিত করেছিল। তার অধিকাংশ রচনাতেই এই দুই মতবাদের নিবিড় প্রভাব লক্ষ্য করা যায়। ব্যক্তিগত ভাবে মানিক ছিলেন মধ্যবিত্ত মানসিকতার উত্তারাধিকারী। তার প্রথম গল্পগুচ্ছ অতসী মামী ও অন্যান্য সংকলনে সব কয়টি গল্প এবং প্রথম উপন্যাস দিবারাত্তির কাব্য মধ্যবিত্ত জীবনভিত্তিক কাহিনী নিয়ে গড়া। এছাড়া গ্রামীণ হতদরিদ্র মানুষের জীবন চিত্রও তার বেশকিছু লেখায় দেখতে পাওয়া যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে বস্তুবাদের প্রভাব লক্ষণীয়। মনুষ্যত্ব ও মানবতাবাদের জয়গানই তার সাহিত্যের মুল উপজীব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থ-সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের ভাঙ্গা গড়ার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবকে তিনি তার সাহিত্যে চিত্রায়িত করেছেন। সমাজের শাসক ও পুঁজিপতিদের হাতে দরিদ্র সমাজের শোষণবঞ্চনার স্বরূপ তুলে ধরেছেন সাহিত্যের নানান চরিত্রের আড়ালে। মানিক বন্দ্যোপাধ্যায় সর্বমোট ৪০ টি উপন্যাস এবং ৩০০ টি ছোট গল্প রচনা করেছেন। তার লেখা অন্যতম ছোটগল্প হলো মাসি -পিসি।যেটি সর্বপ্রথম 'পূর্বাশা' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়।

বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

          1. অতসী মামি
          2. অপ্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়-ডায়েরী ও চিঠিপত্র
          3. অহিংসা
          4. অহিংসা - মানিক বন্দ্যোপাধ্যায় (চিত্রনাট্য ও সংলাপ - সুনীল গঙ্গোপাধ্যায়)
          5. আজ কাল পরশুর গল্প
          6. আদায়ের ইতিহাস
          7. আরোগ্য
          8. ইতিকথার পরের কথা
          9. উত্তরকালের গল্প সংগ্রহ
          10. কিশোর বিচিত্রা
          11. খতিয়ান
          12. চতুষ্কোণ
          13. চারটি উপন্যাস
          14. চালচলন
          15. চিন্তামণি
          16. চিহ্ন
          17. ছন্দপতন
          18. ছায়াবৃতা
          19. ছোট বড়
          20. ছোটবকুলপুরের যাত্রী
          21. জননী
          22. জীয়ন্ত
          23. তেইশ বছর আগে পরে
          24. তৈলচিত্রের ভূত
          25. দর্পণ
          26. দিবারাত্রির কাব্য
          27. নাগপাশ
          28. পদ্মা নদীর মাঝি
          29. পরাধীন প্রেম
          30. পরিস্থিতি
          31. পাশাপাশি
          32. পুতুল নাচের ইতিকথা
          33. পেশা
          34. প্রতিবিম্ব
          35. প্রাগৈতিহাসিক
          36. প্রাণেশ্বরের উপাখ্যান
          37. ফেরিওলা
          38. বৌ
          39. ভিটেমাটি
          40. ভেজাল
          41. মাঝির ছেলে
          42. মাটি-ঘেঁষা মানুষ
          43. মাটির মাশুল
          44. মানিক গ্রন্থাবলী
          45. মানিক গ্রন্থাবলী ২
          46. মানিক গ্রন্থাবলী ৬
          47. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ১ম খণ্ড
          48. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৩য় খণ্ড
          49. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৪র্থ খণ্ড
          50. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৫ম খণ্ড
          51. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৭ম খণ্ড
          52. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৮ম খণ্ড
          53. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৬ষ্ঠ খণ্ড
          54. মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্র ৯ম খণ্ড
          55. মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র ২য় খণ্ড
          56. মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা - যুগান্তর চক্রবর্তী
          57. মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প
          58. মানিক বন্দ্যোপাধ্যায়ের বাছাই গল্প
          59. মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প
          60. মানিক সাহিত্য সমীক্ষা - নারায়ন চৌধুরী
          61. মানিক-গ্রন্থাবলী ১ম খণ্ড
          62. মিহি ও মোটা কাহিনী
          63. লাজুকলতা
          64. লেখকের কথা (প্রবন্ধ সংকলন)
          65. শান্তিলতা
          66. শুভাশুভ
          67. শ্রেষ্ঠ গল্প
          68. সমুদ্রের স্বাদ
          69. সরিসৃপ
          70. সহরতলী ২য় পর্ব
          71. সার্বজনীন
          72. সাহিত্যের সেরা গল্প
          73. সোনার চেয়ে দামী
          74. সোনার চেয়ে দামী ২য় খণ্ড
          75. স্বাধীনতার স্বাদ
          76. হরফ
          77. হলুদ নদী সবুজ বন
          78. হলুদ পোড়া
          79. হিরে মানিক জ্বলে

No comments: