Pages

কাজী নজরুল ইসলাম


কাজী নজরুল ইসলাম
Nazrul.jpg
১৯২৬ সালে চট্টগ্রামে কবি নজরুল
জন্ম
কাজী নজরুল ইসলাম

২৪ মে ১৮৯৯
মৃত্যু২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭)
মৃত্যুর কারণপিক্স ডিজিজ
সমাধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-১৯৭৬)
বাংলাদেশী (১৯৭৬)
অন্যান্য নামদুখু মিয়া[১]
নাগরিকত্ব
পেশা
  • কবি
  • ঔপন্যাসিক
  • গীতিকার
  • সুরকার
  • নাট্যকার
  • সম্পাদক
উল্লেখযোগ্য কর্ম
আন্দোলনবাংলার নবজাগরণ
দাম্পত্য সঙ্গী
সন্তান
পিতা-মাতা
  • কাজী ফকির আহমদ (পিতা)
  • জাহেদা খাতুন (মাতা)
পুরস্কারজগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫), স্বাধীনতা পুরস্কার (১৯৭৭), একুশে পদক (১৯৭৬), পদ্মভূষণ
সামরিক কর্মজীবন
আনুগত্য ব্রিটিশ সাম্রাজ্য
সার্ভিস/শাখা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯১৭–১৯২০
পদমর্যাদাহাবিলদার
ইউনিট৪৯তম বাঙালি রেজিমেন্ট
যুদ্ধ/সংগ্রামপ্রথম বিশ্বযুদ্ধ
ওয়েবসাইটnazrul-rachanabali.nltr.org
স্বাক্ষর
Signature of Kazi Nazrul.jpg


কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি" হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।












বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

        1. অগ্নিবীণা
        2. অগ্রন্থিত গল্প
        3. অগ্রন্থিত গান
        4. আমার বন্ধু নজরুল - শৈলজানন্দ মুখোপাধ্যায়
        5. আলেয়া
        6. আলেয়া ও ঝিলিমিলি (নাটিকা)
        7. আলোর উদ্দাম পথিক - An Anthology Of Essays On Kazi Nazrul Islam
        8. কাজী নজরুল ইসলাম - বসুধা চক্রবর্তী
        9. কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা- মুজফফর আহমেদ
        10. কাজী নজরুলের গান
        11. কাব্য-আমপারা
        12. কুহেলিকা
        13. কেউ ভোলে না কেউ ভোলে - শৈলজানন্দ মুখোপাধ্যায়
        14. গীতি-শতদল
        15. গুল বাগিচা
        16. ঘুমের ঘোরে
        17. চক্রবাক
        18. চন্দ্রবিন্দু
        19. চলচ্চিত্রের গান
        20. চিত্তনামা
        21. চোখের চাতক
        22. চোরাপথ
        23. ছায়ানট
        24. জিঞ্জির
        25. জুলফিকার
        26. ঝড়
        27. ঝিঙে ফুল
        28. ঝিলিমিলি
        29. দুর্দিনের যাত্রী
        30. দুরন্ত পথিক
        31. দোলন চাঁপা
        32. নজরুল কবিতা সংগ্রহ ১
        33. নজরুল কবিতা সংগ্রহ ২
        34. নজরুল কবিতা সংগ্রহ ৩
        35. নজরুল ইসলাম কিশোর জীবনী- হায়াৎ মামুদ
        36. নজরুল গল্প-সমগ্র
        37. নজরুল গীতিকা
        38. নজরুল জীবন ও পালিত কন্যার স্মৃতি কথা - শেখ দরবার আলম
        39. নজরুল জীবনের শেষ অধ্যায় - সুফী জুলফিকার হায়দার
        40. নজরুল পরিক্রমা- আবদুল আজীজ আল্-আমান
        41. নজরুল রচনাবলী ১ম খণ্ড
        42. নজরুল রচনাবলী ২য় খণ্ড
        43. নজরুল রচনাবলী ৩য় খণ্ড
        44. নজরুল রচনাবলী ৪র্থ খণ্ড
        45. নজরুল রচনাবলী ৫ম খণ্ড
        46. নজরুল রচনাবলী ৬ষ্ঠ খণ্ড
        47. নজরুল রচনাবলী ৭ম খণ্ড
        48. নজরুল রচনাবলী ৮ম খণ্ড
        49. নজরুল রচনাবলী ৯ম খণ্ড
        50. নজরুল রচনাবলী ১০ম খণ্ড
        51. নজরুল রচনাবলী ১১শ খণ্ড
        52. নজরুল রচনাবলী ১২শ খণ্ড
        53. নজরুল স্মৃতি- বিশ্বনাথ দে সম্পাদিত
        54. নজরুল স্মৃতিমাল্য- বিশ্বনাথ দে সম্পাদিত
        55. নজরুলের জীবনে নারগিছ - এম এ ওয়াহিদ
        56. নজরুলের প্রেম- রমেন দাস
        57. নতুন চাঁদ
        58. নতুন সংযোজিত গান
        59. নবযুগ ও নজরুল জীবনের শেষ পর্যায় - শেখ দরবার আলম
        60. নির্ঝর
        61. পুতুলের বিয়ে
        62. পূবের হাওয়া
        63. প্রবন্ধাবলী
        64. প্রলয়-শিখা
        65. ফণি-মনসা
        66. বকুল
        67. বনগীতি
        68. বনের-বেদে
        69. বাঁধন-হারা
        70. বাদল বরিষনে
        71. বাসন্তিকা
        72. বিদ্যাপতি
        73. বিবিধ
        74. বিয়ে-বাড়ী
        75. বিষের বাঁশী
        76. বুলবুল
        77. ব্যথার দান
        78. ভক্তিগীতি মাধুরী
        79. ভাঙার গান
        80. মক্তব সাহিত্য
        81. মধুমালা
        82. মরু ভাস্কর
        83. মৃত্যুক্ষুধা
        84. যুগবাণী
        85. রাঙা জবা
        86. রাজনীতির নজরুল- অরুণাভ ঘোষ
        87. রিক্তের বেদন
        88. রুদ্র-মঙ্গল
        89. রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
        90. রুবাইয়াৎ-ই-হাফিজ
        91. শিউলি-মালা
        92. শেষ সওগাত
        93. সঞ্চিতা
        94. সন্ধ্যা
        95. সন্ধ্যামালতী
        96. সর্বহারা
        97. সাপুড়ে
        98. সাম্যবাদী
        99. সিন্ধু হিল্লোল
        100. সুর ও শ্রুতি
        101. সুর-সাকী
        102. হেনা

No comments: