সমরেশ বসু | |
---|---|
জন্ম | সুরথনাথ বসু ১১ ডিসেম্বর ১৯২৪ বিক্রমপুর, ঢাকা |
মৃত্যু | ১২ মার্চ ১৯৮৮ (বয়স ৬৩) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
পেশা | লেখক, ঔপন্যাসিক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাঙালি |
নাগরিকত্ব | ভারতীয় |
ধরন | উপন্যাস, ছোটোগল্প |
উল্লেখযোগ্য রচনাবলি | গঙ্গা, প্রজাপতি, দেখি নাই ফিরে |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্য অকাদেমি |
দাম্পত্যসঙ্গী | গৌরী বসু, ধরিত্রী বসু |
সমরেশ বসু (১৯২৪-১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে।তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
তার শৈশব কাটে বাংলাদেশের বিক্রমপুরে আর কৈশোর কাটে ভারতের কলকাতার উপকণ্ঠ নৈহাটিতে। বাবার নাম মোহিনীমোহন বসু, মা শৈবলিনী বসু। বিচিত্র সব অভিজ্ঞতায় তার জীবন ছিল পরিপূর্ণ। যেমন: এক সময় মাথায় ফেরি করে ডিম বেচতেন তিনি।
১৯৪৩ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ইছাপুর বন্দুক কারখানায় চাকরি করেছেন সমরেশ বসু। এই সময়পর্বের মধ্যেই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিচিত্র বিষয় এবং আঙ্গিকে নিত্য ও আমৃত্যু ক্রিয়াশীল লেখকের নাম সমরেশ বসু। দেবেশ রায় তার মৃত্যুতে লেখা রচনাটির শিরোনামই দিয়েছিলেন, 'জীবনের শেষদিন পর্যন্ত তিনি লেখক এবং পেশাদার লেখক' (প্রতিক্ষণ, ৫ম বর্ষ, ১৭ সংখ্যা, ২-১৬ এপ্রিল ১৯৮৮)। লিখেছিলেন, 'তিনি আমাদের মতো অফিস-পালানো কেরানি লেখক ছিলেন না, যাঁদের সাহস নেই লেখাকে জীবিকা করার অথচ ষোল আনার ওপর আঠারো আনা শখ আছে লেখক হওয়ার।'
১৯৪৩ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি ইছাপুরের বন্দুক ফ্যাক্টরিতে কাজ করেন। ট্রেড ইউনিয়ন ও ভারতের কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। এ কারণে তাকে ১৯৪৯-৫০ সালে জেলও খাটতে হয়। জেলখানায় তিনি তার প্রথম উপন্যাস ‘উত্তরঙ্গ’ রচনা করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেন।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অচিনপুরের কথকতা
- অন্ধকার গভীর, গভীরতর
- অন্ধকারে আলোর রেখা
- অবচেতন
- অবশেষে
- অমৃত কুম্ভের সন্ধানে
- আদি মধ্য অন্ত
- আনন্দধারা
- আমার আয়নার মুখ
- আমি তোমাদেরই লোক
- আরব সাগরের লোনা জল
- উত্তরঙ্গ
- উদ্ধার
- উরাতীয়া
- কালকূট রচনা সমগ্র ১ম খণ্ড
- কালকূট রচনা সমগ্র ২য় খণ্ড
- কালকূট রচনা সমগ্র ৩য় খণ্ড
- কালকূট রচনা সমগ্র ৪র্থ খণ্ড
- কালকূট রচনা সমগ্র ৫ম খণ্ড
- কালকূট রচনা সমগ্র ৬ষ্ঠ খণ্ড
- কালকূট রচনা সমগ্র ৭ম খণ্ড
- কীর্তিনাশিনী
- কোথায় পাবো তারে
- গঙ্গা
- গন্তব্য
- গোগোল অমনিবাস
- গোগোল চিক্কুস নাগাল্যান্ডে
- গোগোলের রায় রাজা উদ্ধার
- গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র ১
- গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র ২
- গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র ৩
- চলো মন রূপনগরে
- ছায়াচারিণী
- ছিন্নবাধা
- ছুটির ফাঁদে
- জ্যোতির্ময় শ্রীচৈতন্য
- টানা-পোড়েন
- তরাই
- তিন পুরুষ
- তিন ভুবনের পারে
- ত্রিধারা
- ত্রিভুবন
- দশ দিগন্ত
- দাহ
- দিগন্ত
- দেখি নাই ফিরে
- দেয়াল লিপি
- নয়নপুরের মাটি
- নির্বাচিত গল্প
- পথিক
- পরম রতন
- পরের ঘরে আপন বাসা
- পশারিনী
- পুনর্যাত্রা
- পৃথা
- প্রকৃতি
- প্রজাপতি
- ফুলবর্ষিয়া
- বাঘিনী
- বাথান
- বান্দা
- বি. টি. রোডের ধারে
- বিকালে ভোরের ফুল
- বিজড়িত
- বিবর
- মন ভাসির টানে
- মনোমুকুর
- মরম ভরম
- মরশুমের একদিন
- মরীচিকা
- মহাকালের রথের ঘোড়া
- মুর্শিদকুলী খাঁ
- মোক্তার দাদুর কেতুবধ
- মোহমায়া
- যার যা ভূমিকা
- যুগ যুগ জীয়ে
- রাজধানী এক্সপ্রেস হত্যারহস্য
- রাণীর বাজার
- রূপায়ণ
- লগ্নপতি
- শান্তিপ্রিয়
- শাম্ব
- শালঘেরির সীমানায়
- শিমুলগড়ের খুনে ভূত
- শেকল ছেঁড়া হাতের খোঁজে
- শেষ অধ্যায়
- শেষ দরবার
- শ্রীমতী কাফে
- ষষ্ঠ ঋতু
- সঙ্কট
- সমরেশ বসু রচনাবলী ১
- সমরেশ বসু রচনাবলী ২
- সমরেশ বসু রচনাবলী ৩
- সমরেশ বসু রচনাবলী ৪
- সমরেশ বসু রচনাবলী ৫
- সমরেশ বসু রচনাবলী ৭
- সমরেশ বসুর বাছাই গল্প
- সমরেশ বসুর শ্রেষ্ঠ গল্প
- সাহিত্যের সেরা গল্প
- সেই গাড়ির খোঁজে
- স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ গল্প
- হারিয়ে পাওয়া
No comments:
Post a Comment