শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১৫ সেপ্টেম্বর ১৮৭৬ দেবানন্দপুর, ব্যান্ডেল, হুগলি জেলা, প্রেসিডেন্সি বিভাগ, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) |
মৃত্যু | জানুয়ারি ১৬, ১৯৩৮ (বয়স ৬১) কলকাতা, প্রেসিডেন্সি বিভাগ, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) |
ছদ্মনাম | অনিলা দেবী[১] |
পেশা | লেখক |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারতীয় |
ধরন | উপন্যাস, ছোটগল্প |
উল্লেখযোগ্য রচনাবলি | শ্রীকান্ত, দেবদাস |
উল্লেখযোগ্য পুরস্কার | ডিলিট (ঢাকা বিশ্ববিদ্যালয়), জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়) |
দাম্পত্যসঙ্গী | শান্তি দেবী, হিরন্ময়ী দেবী |
স্বাক্ষর | |
ওয়েবসাইট | |
sarat-rachanabali |
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় ৩১শে ভাদ্র, ১২৮৩ - ২রা মাঘ, ১৩৪৪ রবিবার (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎ চন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় ৩১শে ভাদ্র, ১২৮৩ (১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃপুরুষের নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচড়াপাড়ার নিকট মামুদপুরে৷ দেবানন্দপুর ছিল প্রকৃতপক্ষে তার পিতার মাতুলালয়৷ তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। তার মাতা উত্তর ২৪ পরগণা জেলার হালিশহরের রামধন গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা৷ গঙ্গোপাধ্যায়রা কালক্রমে ভাগলপুর নিবাসী হন৷ পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎ চন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। শরৎ চন্দ্রের ডাকনাম ছিল ন্যাঁড়া। দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎ চন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল।
বই ডাউনলোড করতে সরাসরি বইয়ের নামের উপর ক্লিক করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
- অনুপমার প্রেম
- অনুরাধা
- অন্তর্যামী
- অভাগীর স্বর্গ
- অরক্ষনীয়া
- আঁধারে আলো
- আগামীকাল
- আলো ও ছায়া
- একটি অসমাপ্ত গল্প
- একাদশী বৈরাগী
- কথাশিল্পী শরৎচন্দ্র - নারায়ণ চৌধুরী
- কাশীনাথ
- কোরেল
- গল্প-লহরী (বর্ষ-৯)
- গৃহদাহ
- চন্দ্রনাথ
- চরিত্রহীন
- চাঁদ মুখ
- ছবি
- ছেলেধরা
- জাগরণ
- তরুনের বিদ্রোহ
- দত্তা
- দরদী শরৎচন্দ্র - মণীন্দ্র চক্রবর্তী
- দর্পচূর্ণ
- দু’টি আবেদন
- দুটি অসমাপ্ত প্রবন্ধ
- দেনা-পাওনা
- দেবদাস
- দেশসেবা
- নববিধান
- নিষ্কৃতি
- পণ্ডিত মশাই
- পথ-নির্দ্দেশ
- পথের দাবী (উপন্যাস)
- পথের দাবী (নাটক)
- পরিনীতা
- পরেশ
- পল্লী সমাজ
- বছর-পঞ্চাশ পূর্বের একটা কাহিনী
- বড় দিদি
- বামুনের মেয়ে
- বামুনের মেয়ে’র নাট্যরূপ
- বারোয়ারি উপন্যাস
- বাল্য-স্মৃতি
- বিচার
- বিজয়া
- বিজয়া (সংস্করণ-৪)
- বিজয়া ৬
- বিন্দুর ছেলে
- বিপ্রদাস
- বিরাজ বৌ
- বিলাসী
- বিশ্বসাহিত্য ও শরৎচন্দ্র - পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য
- বৈকুণ্ঠের উইল
- বোঝা
- ব্রিটিশ আমলে পথের দাবি ও রবীন্দ্র-শরৎ প্রসঙ্গ - ইন্দ্রমিত্র
- ভালমন্দ
- মন্দির
- মহেশ
- মাতৃভাষা এবং সাহিত্য
- মামলার ফল
- মেজ দিদি
- রমা
- রামের সুমতি
- লালু
- শরৎ উপন্যাস সমগ্র
- শরৎ কথা - সুজিত কুমার নাগ
- শরৎ কথামালা - ইন্দ্রমিত্র
- শরৎ নাট্যসম্ভার
- শরৎ বিচিত্রা
- শরৎ রচনাবলী - ১ম খণ্ড
- শরৎ রচনাবলী - ২য় খণ্ড
- শরৎ রচনাবলী (অখণ্ড)
- শরৎ সাহিত্যে পতিতা – মাখনলাল রায় চৌধুরী শাস্ত্রী
- শরৎচন্দ্র গল্প সংগ্রহ-১
- শরৎচন্দ্র জীবনী - গোপাল চন্দ্র রায়
- শরৎচন্দ্রিকা - নন্দদুলাল চক্রবর্তী
- শরৎচন্দ্রের চিঠিপত্র - গোপালচন্দ্র রায়
- শরৎচন্দ্রের প্রণয়-কাহিনী - গোপালচন্দ্র রায়
- শরৎচন্দ্রের বৈঠকি গল্প - গোপালচন্দ্র রায়
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (প্রথম সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (চতুর্থ সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (পঞ্চম সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (ষষ্ঠ সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (অষ্টম সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (নবম সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (একাদশ সম্ভার)
- শুভদা
- শেষ প্রশ্ন
- শেষের পরিচয়
- শ্রীকান্ত
- শ্রেষ্ঠ ছোটগল্প
- শ্রেষ্ঠ বড় গল্প
- ষোড়শী (নাটক)
- সতী
- সিমার
- স্বদেশ ও সাহিত্য
- স্বামী
- হরিচরণ
- হরিলক্ষ্মী
No comments:
Post a Comment