Pages

Tuesday, November 29, 2022

রোয়াব নামা - চন্দ্রিল ভট্টাচার্য

রোয়াব নামা - চন্দ্রিল ভট্টাচার্য

বেঁচে থাকা বড় সুন্দর। চারিদিকে চোর, জোচ্চোর, স্বৈরাচারী, মৌলবাদী, মস্তান, ধর্ষক, গণধোলাইওলা। কারও বোম ফেলতে হাত নিশপিশ, লাথ মারতে পা। কেউ অন্যের ফ্রিজ ধামসে দেখছে: গরু না চরু? মেগাতারকা তামাকের বিজ্ঞাপনেও গ্যাঁট, অ্যান্টি-তামাকেও। গেরস্থ রাত্রে খেয়েদেয়ে সাপটে আঁচিয়ে নিজের ছেলেকে খাটে বেঁধে খুন (প্রেমের শাস্তি)। বড়লোকের মাতাল দুলাল গাড়িতে চার-ছ’টা চাপা দিয়ে ভোরের দিকে আনমনা। দুপুর থেকে তার শাস্তির দাবিতে হেঁইয়ো নেমেছে মধ্যবিত্ত ফেসবুকার, প্রতি লাইনে বিষ-ইতরোমো। পানের পিক ও পিচুটি গুলে তৈরি নিসর্গ, বাঁ থেকে ডান ঘোড়া ছোটাচ্ছে ফাঁটুয়া-গুষ্টি, কেউ ঘেন্নার হাওয়ায় ফুলে ঢোল, কেউ আত্ম-সুড়সুড়ির মেশিন। স্নিগ্ধ পিকনিক-বিশ্বে এদের নিয়ে কিঞ্চিৎ খোঁচপোঁচ, নাক টিপে প্যাঁ।

 

No comments:

Post a Comment