Pages

Sunday, November 20, 2022

কাছেই নরক - কিন্নর রায়

কাছেই নরক - কিন্নর রায়

এ উপন্যাসের সময়কাল উনিশশো পঁচাত্তর। তখন সময় অস্থির। পাড়ায় পাড়ায় শ্মশানের শান্তি নেমেছে। চলেছে ব্যাপক ঝাণ্ডাবদল আর 'দাদা'দের রামরাজত্ব। হীরের টুকরো ছেলেরা অশ্বমেধের কলি, নয়তো পলাতক কিংবা জেলবাসী। একেবারে অন্য রাজনীতি থেকে আসা ছেলেরা মুক্তি-সুখের হাজার বন্দনা গেয়েও গোষ্ঠী কোঁদলে খুন হচ্ছে। জেলে যাচ্ছে। এ সময়কের ফটোগ্রাফি করার চেষ্টা করা হয়েছে এ উপন্যাসে। এমারজেন্সী চালু হবার ঠিক আগে উপন্যাস থেমেছে। জেল গরাদের পেছনে বসে একদা বিপ্লবী রাজনীতিতে বিশ্বাসী একটি ছেলে: আত্মকথন, আত্মজিজ্ঞাসা, আত্ম-সমীক্ষা, এ উপন্যাসের মূল সুর। তার সঙ্গে বেজেছে জেলজীবনের কিছু নিষ্ঠুর অন্তরঙ্গ দিনলিপি।



No comments:

Post a Comment