Pages

Tuesday, November 22, 2022

সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ ১ - কৌশিক মজুমদার


“সিদ্ধার্থ ঘোষের এই প্রবন্ধগুলি পড়তে পড়তে বোঝা যায় তিনি বাঙালিয়ানার মেধাবী সজীব একটি রূপের প্রতি আস্থাশীল ও সেই রূপটি যাতে পরম্পরায় বাহিত হতে পারে সে বিষয়ে সচেষ্ট ছিলেন। এই প্রয়াসের সঙ্গে কেবল তাঁর মেধা নয়, আবেগও মিশে গিয়েছিল। প্রবন্ধ যে কেবল নির্বিচার তথ্যের সংকলন নয়, সৃজনশীল শিল্প তা সিদ্ধার্থের লেখা সব সময়েই প্রমাণ করত। অমিতাভ সিদ্ধার্থের ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলি দুই মলাটে যত্ন করে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে নবীন প্রকাশনা সংস্থা বুক ফার্ম বাঙালির কৃতজ্ঞতাভাজন হলেন।”


 

No comments:

Post a Comment