Pages

Tuesday, November 29, 2022

দিনগুলো - চন্ডী ভট্টাচার্য

দিনগুলো - চন্ডী ভট্টাচার্য

নতুন বছরের নতুন দিনে ঘুমন্ত অমলেশের মনে দেয়ালায় অনুভূতি। একটা মাঠ। লোকে-লোকারণ্য একটা মাঠ। সেই মাঠের প্রান্তে মঞ্চের ওপরে বাঙালি কবিদের আজকের প্রজন্ম। সুবোধ সরকার, পিনাকী ঠাকুর, শ্রীজাত, মন্দাক্রান্তা সেন...।
মাউথম্পিকারের সামনে দাঁড়িয়ে উনার গলায় কবিতা পাঠ করে চলেছেন কবি জয় গোস্বামী। তিনি বলছেন --

'স্বপ্নে দেখি: মাসিমা পাঁচিল ডিঙ্গোচ্ছেন।
ও-বাড়িতে পেঁপে পড়ল। ওরা কেউ
ওঠেনি এখনো।
ভালো করে ভোর হয়নি। এ-বাড়ির পেঁপে গাছ
এ-সব বজ্জাতি করে। আজকাল বাতাবি গাছকেও
শেখাচ্ছে ও-সব। বেশ, শেখাক যা খুশি।
মাসিমারও রাত জেগে পাহারা।...'

বাকিটুকু পড়তে নিচের লিংকে ক্লিক করুন...


No comments:

Post a Comment