Pages

Tuesday, November 22, 2022

কুড়িয়ে বাড়িয়ে - কৌশিক মজুমদার

কুড়িয়ে বাড়িয়ে - কৌশিক মজুমদার

সহজ কথায় এটা একটা গবেষণাগ্রন্থ। কী আসে নি এতে?
সিনেমা থেকে সাহিত্য, কমিক্স থেকে বিজ্ঞাপন, বিজ্ঞান থেকে ইতিহাস আর পুরনো কলকাতা, সবই এসেছে এই ৩০৭ পৃষ্ঠার কলেবরে।

কিন্তু চর্বিত চর্বণের সারাংশ ভাবলে ভুল ভাবা হবে। বইটি এর বিষয়বস্তুর দিক দিয়ে অনেকখানি আলাদা। বিশ্বের প্রথম ছবি আঁকা বইয়ের গল্প থেকে অ্যালিসের অভিযান রচনার পেছনের কাহিনী, কোনটা থেকে কোনটা কম রোমাঞ্চকর নয়।

সত্যজিৎ, সুকুমারের অলংকরণ আর সত্যজিৎ এর অনুবাদ নিয়ে রয়েছে চমৎকার কিছু প্রবন্ধ। কমিকসের ইতিবৃত্ত বইয়ের পেছনের কাহিনীতে লেখকের ব্যক্তিগত কিছু গল্পও ভালো লেগেছে।

ভালো লেগেছে নারায়ণ দেবনাথ এর আঁকা প্রচ্ছদে স্বপনকুমারের লেখা সিরিজ আর আমেরিকান পাল্প ফিকশনের ইতিহাস পড়ে।

এই বইয়েরই একটা প্রবন্ধ থেকে বর্গমূল বের করার চমৎকার একটা সহজ উপায় পেয়ে গেছি! বিজ্ঞান আর ইতিহাস সম্পর্কিত প্রতিটি প্রবন্ধই মুগ্ধ করেছে। লেখকের বইয়ের গল্পের সাথে একাত্ম হবেন সকল বইপ্রেমী এবং সংগ্রাহক পাঠকেরা।

বিভূতিভূষণ-জীবনানন্দের প্রকৃতির প্রেক্ষণে- একটি চমৎকার প্রবন্ধ, যেটি পড়তে গিয়ে পুনরায় দুজনের প্রকৃতিপ্রেম এবং সাহিত্যসৃষ্টিতে মুগ্ধ হলাম৷

একদম শেষ প্রবন্ধটি চমকে দিয়েছে। জানতাম না যে পুরনো কলকাতার প্রথম সিরিয়াল কিলার ছিলেন একজন মহিলা!

কৌশিক মজুমদার বইটির নামও দিয়েছেন বেড়ে। কুড়িয়ে বাড়িয়ে যা পাঠকের পাতে তুলে দিয়েছেন, দীর্ঘদিন একজন সত্যিকার পাঠকহৃদয়কে তৃপ্ত করবার জন্য যথেষ্ট।

No comments:

Post a Comment