Pages

Wednesday, November 30, 2022

আড়ালে আততায়ী - চিত্রদীপ চক্রবর্তী

বারোটি সত্যি হাড় হিম করা খুনের ঘটনা দিয়ে সাজানো হয়েছে বইটিকে। মালদার পার্সেল বোমা বিস্ফোরণ থেকে রাজখোয়ার ফাঁসি, রণবিজয়ের পালানো,অজিত-মনুয়ার প্রেমকাহিনী ও তার পরিণতি,ডায়মন্ড হারবারের দোকানে লাশ পুঁতে রাখা তিন লাশ থেকে বিশ্বভারতীর শাশ্বতী পাল, রায়পুরের সুচেতা হত্যাকাণ্ডের নিখুঁত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। লেখকদ্বয় যেহেতু ক্রাইম সাংবাদিক তাই বইয়ে প্রতিটি ঘটনার প্লট এবং দোষীরা কীভাবে পুলিশের জালে ধরা পড়লো তার সুন্দর বিবরণ থ্রিলারের আকারে লিখিত।


আড়ালে আততায়ী - চিত্রদীপ চক্রবর্তী


 

No comments:

Post a Comment