Pages

Wednesday, November 30, 2022

মুখ্যমন্ত্রী - চাণক্য সেন

'মুখ্যমন্ত্রী' ১৩৭০ বঙ্গাব্দের সমকালীন ভারতবর্ষের ঔপন্যাসিক আলেখ্য।

প্রশাসন এবং রাজনীতি সমকালীন ভারতমানসে দিগন্ত প্রসারিত; সাহিত্যে তাব রূপায়ণ অন্তত বাংলাভাষায় এই প্রথম। পাঠক- পাঠিকাদের পূর্বাহ্ণে বলে রাখা দরকার, এ উপল্লাসে বর্তমান ভারতবর্ষের অনেকখানি বাস্তব ভাব-ও-ঘটনা-সমাবেশ তাঁদের চোখে পড়বে; কিন্তু চরিত্রগুলিকে কোনও বাস্তব জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেখতে যাবার দায়িত্ব একান্ত তাঁদের। লেখকের কাছে সব চরিত্র পরিপূর্ণ কাল্পনিক; 'মুখ্যমন্ত্রী' তো বটেই।


মুখ্যমন্ত্রী - চাণক্য সেন


 

No comments:

Post a Comment