Pages

Tuesday, November 29, 2022

সবুজ বনে আলো - চন্ডী ভট্টাচার্য

সবুজ বনে আলো - চন্ডী ভট্টাচার্য

একটার নাম ঝিনকি। আরেকটার নাম রুপো। তৃতীয় ঘেঁটু। আর সবচেয়ে ছোট যে- - মংকু।

প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব ভাব। হবেই। চারজনেই এ-ওর প্রাণের বন্ধু যে!
দিন যায়, মাস যায়, চার বন্ধু --
খায় দায় আর খেলে বেড়ায় ঝরনা-নদীর ধারে, মনে ভাসায় খুশির ভেলা
রোজই বারে বারে।

একদিন হয়েছে কী, বনের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তারা চারজনে ঝরনায় গেছে জল খেতে; ফিরে আসার পথে দেখে বড় একটা গাছের নীচে বসে ফুটফুটে একটা মেয়ে বড় করুণভাবে কাঁদছে। কত আর বয়স হবে তার, এই দেড়-দুই কি আড়াই। বাকিটুকু পড়তে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment