রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত (১৯৭৭) লেখকের পি-এইচ.ডি. থিসিস 'ঊনবিংশ শতকের হিন্দু সমাজ-সংস্কায় সচেতনতার ইতিহাস ও বাংলা নাট্যরচনায় তার প্রতিফলন, ১৮৫৪-১৮৭৬'-এর ওপর ভিত্তি করে বর্তমান গ্রন্থ রচিত। গত শতাব্দীতে সমাজ-সংস্কার আন্দোলনের প্রতি দেশের শিক্ষিত তথা হিন্দু সমাজের মনোভাব কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং তার ফলস্বরূপ নতুন মূল্যবোধের জন্ম হয়-এটাই এ গ্রন্থের মুখ্য আলোচ্য বিষয়। এই আন্দোলনের ফলে বাংলা সাহিত্য, বিশেষত নাট্যসাহিত্য কিভাবে প্রভাবিত হয় এবং নাট্যসাহিত্য আবার কিভাবে এ আন্দোলনকে প্রভাবিত করে, তার আলোচনাও করা হয়েছে। বাংলা রঙ্গমঞ্চের ওপর সংস্কার আন্দোলনের এবং সংস্কার আন্দোলনের ওপর রঙ্গমঞ্চের পারস্পরিক প্রভাবের স্বরূপও পরিমাণ নিরূপণের চেষ্টাও করা হয়েছে।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment