মুম্বই বিস্ফোরণের মূল চক্রী টাইগার মেমন, ছোটা রাজনের শার্প শুটার ফরিদ তানাশা, অপহরণ স্পেশালিস্ট বাবলু শ্রীবাস্তব অথবা দাউদ....অরুণ গাউলিদের গল্প পড়েছেন। এই বইয়ে তাঁরা আছেন, তবে পুরোপুরি নন।
এখানে পাতায় পাতায় উঠে আসা চরিত্ররা হলেন: রোমা সিং, রেশমা খাতি, অর্চনা শর্মা, মেহজবিন কাসকর....আরও অনেকে। এরা প্রত্যেকেই গ্যাংস্টারদের গার্লফ্রেন্ড।
তাই, মুম্বই আন্ডারওয়ার্ল্ডের 'এই অধ্যায়' বাংলার পাঠকদের কাছে এখনও অচেনা।
No comments:
Post a Comment