Pages

Tuesday, November 29, 2022

চিড়িয়াখানা - চঞ্চলকুমার ঘোষ

চিড়িয়াখানা - চঞ্চলকুমার ঘোষ

বইটির ভূমিকায় লেখক যা বলেছেন:

গিয়েছিলাম চিড়িয়াখানায়। সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে এসে বসেছিলাম একটা গাছের তলায়। সামনে হরিণের পাল চরে বেড়াচ্ছে। মাঝবয়সি একজন তাদের খাস দিচ্ছিলেন। কাজ শেষ করে আমার পাশে এসে বসলেন। আলাপ হল। কত অজানা গল্প শুনলাম মানুষটার কাছে থেকে। শুধু দেখা নয়, জানারও কত কিছু আছে সেই প্রথম জানলাম।

পরিচয় হল চিড়িয়াখানার ডাক্তার গৌররতন সাহার সঙ্গে। বললেন লিখুন না চিড়িয়াখানা নিয়ে। অনেক মালমশলা পাবেন।

প্রায় দু-বছর ধরে ঘুরেছি চিড়িয়াখানায়। মিশেছি সেখানকার কর্মচারীদের সঙ্গে। তারা উজাড় করে দিয়েছেন তাঁদের অভিজ্ঞতা। কয়েকজনের কথা বার বার মনে পড়ছে, অনিলদা, মৃত্যুঞ্জয়দা, শিবু, বিজনদা, তপন...। কোনো ধন্যবাদ দিয়ে তাঁদের ঋণ শোধ করার নয়।

বইটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment