Pages

Monday, November 28, 2022

সংকোচের বিহ্বলতা (আধুনিকতার অভিঘাতে রঙ্গরমণীর প্রতিক্রিয়া) - গোলাম মুরশিদ

সংকোচের বিহ্বলতা (আধুনিকতার অভিঘাতে রঙ্গরমণীর প্রতিক্রিয়া) - গোলাম মুরশিদ

উনবিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষিত বাঙালি ভদ্রলোকদের একাংশ তাঁদের মহিলাদের কিভাবে আধুনিকায়ন-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেন এবং মহিলারা কিভাবে তার প্রতি সাড়া দেন এ গ্রন্থে তা বিশ্লেষণ করা হয়েছে। পুরুষদের পরিচালিত সংস্কার আন্দোলনের ফলে মহিলারা কতোটা আধুনিক হয়ে উঠেছিলেন, এ গ্রন্থে তা-ও নিরূপণ করার প্রয়াস রয়েছে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, কেশবচন্দ্র সেন, দ্বারাকানাথ গাঙ্গুলি প্রমুখ সংস্কারক 'পদদলিত' মহিলাদের অবস্থা উন্নত করার উদ্দেশ্যে কী অবদান রেখেছিলেন, সে বিষয়ে অনেক গ্রন্থ প্রকাশিত হলেও, এই সংস্কার আন্দোলনের প্রতি মহিলারা নিজেরা কতোটা সাড়া দিয়েছিলেন, সে সম্পর্কে কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। এই গ্রন্থে এ যাবৎ অবহেলিত এই দিকটির প্রতি আলোকপাতের চেষ্টা করা হয়েছে।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment