প্রাচীন ভারতের মহান শিক্ষাবিদ চাণক্য ছিলেন খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের এক বর্ণময় ঐতিহাসিক চরিত্র। তিনি ছিলেন একাধারে শিক্ষক, দার্শনিক, গ্রন্থকার, কুটনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, চিকিৎসাবিজ্ঞানী ও জ্যোতিষশাস্ত্রবিদ। বিশ্বের সবচেয়ে প্রাচীন, তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন ছাত্র ও পরবর্তীকালে অধ্যাপক। আবার তিনিই ছিলেন মগধের নন্দ রাজবংশ ধ্বংস ও মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার মুখ্য কারিগর, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক এবং চন্দ্রগুপ্ত ও তাঁর পুত্র বিন্দুসারের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা। তাঁর মতো বহুগুণান্বিত ব্যক্তিত্ব বিশ্বের ইতিহাসে বিরল।
বাংলায় অনুবাদসহ চাণক্যনীতির বেশ কিছু সংকলন প্রকাশিত হলেও বিশেষভাবে ছোটোদের উপযোগী শ্লোকগুলির অনুবাদসহ কোনো সংকলন চোখে পড়েনি। সেই তাগিদেই নির্বাচিত চাণক্য-শ্লোকের বর্তমান সংকলনের পরিকল্পনা।
No comments:
Post a Comment