Pages

Monday, November 28, 2022

নারী ধর্ম ইত্যাদি - গোলাম মুরশিদ

নারী ধর্ম ইত্যাদি - গোলাম মুরশিদ

এ গ্রন্থে সংকলিত হয়েছে গোলাম মুরশিদের গত দু বছরের বেশ কিছু প্রবন্ধ—নানা বিষয় এবং বিচিত্র স্বাদের। নারীবাদ থেকে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা থেকে ভাষার বিবর্তন, সৃষ্টিতত্ত্ব থেকে বাঙালির আদিখ্যেতা—আপাতদৃষ্টিতে এসব বিষয়বস্তুর মধ্যে কোনো মিল না-থাকলেও সত্যি সত্যি এসব রচনার মধ্যে রয়েছে পরিষ্কার একটি ঐক্যসূত্র। সেটি মানবতার। মানুষ অভিন্ন। তা সত্ত্বেও লিঙ্গ, ধর্ম, জাতীয়তা ইত্যাদির দেয়াল তুলে মানুষ সেই অখণ্ড মানবতাকে ছিন্নভিন্ন করে প্রতিনিয়ত। মনুষ্যত্বকে বিনাশ করে আদর্শবাদ অথবা ডগমা খাড়া করে। কিন্তু লেখকের গভীর বিশ্বাস—দেশ, ধর্ম, ভাষা, সাহিত্য—সবকিছুর ঊর্ধ্বে মানুষ। এর সবকিছুই মানুষের জন্যে। ‘মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান’। সেই মনুষ্যত্বের গৌরব গাথা এই প্রবন্ধগুলি। সুদূর প্রবাসে, নানা সময়ে রচিত হলেও এ লেখাগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে সাম্প্রতিক কালে স্বদেশে মনুষ্যত্বের যে-নিষ্করুণ অপমান এবং অপচয় হয়েছে, সেই বিষাদের সুর। স্বদেশের জন্যে অশ্র“ক্ষরণ। বইয়ের নামকরণ থেকেই বোঝা যায়, যে-দুটি প্রসঙ্গ এই রচনাগুলোয় বারবার ঘুরে ঘুরে এসেছে, তা হলো: নারী আর ধর্ম। এমন কি, নারী আর ধর্মের যোগাযোগ। এ ছাড়া বিবর্তনবাদ, উপযোগিতাবাদ, জাতীয়তাবাদ, বাঙালিয়ানা ও খণ্ডিত বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা ও সাহিত্যের কথাও বারবার এসেছে। আর আছে প্রেম, পরিণয়, লোভ এবং লাভালাভ নিয়ে কয়েকটি রস-রচনা।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment