নিজের নামের থেকেও বেশি পরিচিত তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে। জন্ম একটি প্রত্যন্ত গ্রামের অতিদরিদ্র এবং স্বল্পশিক্ষিত পরিবারে। এ হেন পরিবেশে জন্মে এবং দারুণ দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে কী করে তিনি বলতে পারলেন তাঁর সামনে হিমালয়ও নতশির? প্রবল ইংরেজ সরকারকে অগ্রাহ্য করে কী করে কবিতা লিখে কারারুদ্ধ হলেন তিনি? কী করে হতে পারলেন, যা তিনি হয়েছিলেন? লেটোর দলে গান লেখায় যাঁর হাতেখড়ি, তিনি কী করে সবচেয়ে বেশিসংখ্যক বাংলা গান রচনা করলেন পরবর্তীকালে? ভাবলে বিস্মিত হতে হয় কী করে তিনি একই হাতে লিখলেন ইসলামি গান, কীর্তন আর শ্যামাসংগীত। তাঁর সম্পর্কে এন্তার লেখা হয়েছে। কিন্তু তাঁর সম্পর্কে রটনা যত শোনা যায়, ঘটনা তত জানা যায় না। তাঁর সত্যিকার জীবন-কাহিনি ঢাকা পড়েছে শত কিংবদন্তির ঘন ধোঁয়াশায়। অতিরঞ্জিত নজরুল নন, কিংবদন্তির নজরুল নন—এই গ্রন্থে নজরুলকে দেখা যাবে তাঁর সত্যিকার স্বরূপে।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment