Pages

Wednesday, November 30, 2022

অপারেশন কে বি সি - চিত্রদীপ চক্রবর্তী

জাল নোট কারখানায় তল্লাশি চালানোর পর পুলিশ গোটা বাড়িটা সিল করে দিয়েছিল। সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, দেখা গেল তারা সবাই কুঁচোকাচা। কাজেই ধৃতদের জেরা করে নতুন কিছু পাওয়া গেল না। কিন্তু হাল ছাড়লেন না যুগ্ম কমিশনার। একদিন কাউকে না জানিয়ে একা একা চলে গেলেন ওই বাড়িতে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল দেওয়ালে। সেখানে অস্পষ্ট ভাবে লেখা কয়েকটি ফোন নম্বর। আর ওই নম্বরগুলির উপর আড়ি পাততেই জানা গেল অজানা তথ্য।


অপারেশন কে বি সি - চিত্রদীপ চক্রবর্তী


 

No comments:

Post a Comment