Pages

Tuesday, November 29, 2022

তুই কিছু পারিস না - চঞ্চলকুমার ঘোষ

তুই কিছু পারিস না - চঞ্চলকুমার ঘোষ

বইটির ভূমিকায় লেখক যা বলেছেন...

শীতের বৃষ্টিভেজা এক সকালে বারান্দায় বসেছিলাম, হঠাৎ কানে এল বাচ্চার কান্না। দেখলাম প্রতিবেশী এক তরুণী তার শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাচ্ছে। বাচ্চাটির চোখে তখনো ঘুমের ঘোর। গত দু-দিন ধরে তার শরীর খারাপ। বললাম, তাহলে স্কুলে নিয়ে যাচ্ছ কেন? উত্তর পেলাম, আজ ক্লাস টেস্ট। বললাম, একদিন টেস্ট না- দিলে কী ক্ষতি হবে? চোখ দুটো বড়ো বড়ো করে শিশুটির মা জবাব দিল, এক দিন পরীক্ষা না-দিলে ওর মার্কস কমে যাবে। ও ফার্স্ট হতে পারবে না।

জানতাম উপদেশ দিয়ে কোনো লাভ নেই। নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। প্রথম হওয়ার ইঁদুরদৌড়ে আরও অনেক মায়ের মতো সেও ছুটে চলেছে।

মনটা বড়ো বিষণ্ণ হয়ে গিয়েছিল। শীতের সকালে শিশুটির কান্না ভুলতে পারিনি। সেই শিশুই আমাকে দিয়ে লিখিয়ে নিল তার অন্তর-বেদনার কথা।

বইটি পুরো পড়তে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment