Pages

Tuesday, November 29, 2022

অমৃতপান্থ (ভারতপথিক হিউ-এন-সাঙ এর কাহিনী) - চঞ্চলকুমার ঘোষ

অমৃতপান্থ (ভারতপথিক হিউ-এন-সাঙ এর কাহিনী) - চঞ্চলকুমার ঘোষ

আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে শুধুমাত্র বৌদ্ধ ধর্মকে, গৌতম বুদ্ধকে আরো ভালো ভাবে চেনার জন্য দুর্গম পথে ভারতবর্ষের মাটিতে যাত্রা করেছিলেন হিউ এন সাঙ নামে এই বৌদ্ধ সন্ন্যাসী। কাহিনীর শুরুতে দেখা যায় যে প্রখর মেধাসম্পন্ন ও জ্ঞানী এই মানুষটি ভারতে যাত্রা করার কথা ভাবেন কারণ তাঁর মনে হয় যে চিনা ভাষায় অনুবাদ করা যে বৌদ্ধ ধর্মের গ্রন্থ তাঁরা পাঠ করেন, তাতে সম্পূর্ণ জ্ঞানের আলো তাঁদের কাছে পৌঁছায় না। তিনি সংকল্প নেন যে ভারতীয় ভাষা শিখে তিনি নিজে সেইসব মহামূল্য গ্রন্থ পড়বেন এবং অনুবাদ করবেন।

কিন্তু চিন থেকে ভারতের পথ যে বড় দুর্গম। তুষার ঝড়, মরুভূমি, দস্যু কী নেই সেই পথে। চীনের তৎকালীন রাজা তাঁকে ভারতে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তা উপেক্ষা করে একটি ঘোড়া নিয়ে একাই রওয়ানা দেন মরুভূমির দিকে। পথে পড়বে বেশি কয়েকটি সেনা শিবির। তাঁরা কি দিলেন এই সন্ন্যাসীকে ভারতের দিকে যাত্রা করার অনুমতি?

অবশ্যই তিনি ভারতে পৌঁছেছিলেন। তিনি রওয়ানা হয়েছিলেন একা, কিন্তু যেতে যেতে পথে তিনি পেয়েছিলেন অপার শ্রদ্ধা ও ভালবাসা। তবে কাহিনীর পুরোটা ঠিক তাঁর যাত্রা বা জীবনী নয়। কাহিনীর মাঝামাঝি এসে সেটা গৌতম বুদ্ধ ও জাতকের নানা কাহিনী দিয়ে এগিয়ে গেছে। সারনাথ, বুদ্ধগয়া ইত্যাদি জায়গার গুরুত্বের কথা গল্প স্থান পেয়েছে।

আশা করি যারা পড়তে ভালোবাসেন তাদের খারাপ লাগবে না। ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment