Pages

Sunday, November 20, 2022

আলেকজান্ডারের বর্শা - কিন্নর রায়

আলেকজান্ডারের বর্শা - কিন্নর রায়

আলেকজান্ডারের বর্শা — কিন্নর রায় রচিত একটি জনপ্রিয় কিশোর সাহিত্য যা ইতিহাস, অভিযান ও রহস্যের মোহনীয় মিশেলে সাজানো। কাহিনির মূল ভিত্তি একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন—আলেকজান্ডার দ্য গ্রেট-এর ব্যবহৃত এক কিংবদন্তীতুল্য বর্শা, যেটি নাকি অদ্ভুত শক্তির অধিকারী। এই বর্শা যদি কেউ খুঁজে পায়, তবে সে ক্ষমতার শিখরে পৌঁছাতে পারে — এমনই বিশ্বাস প্রচলিত। অনেকে এই বইটিকে কিন্নর রায়ের সেরা কাজ হিসেবে উল্লেখ করেছেন।



No comments:

Post a Comment