Pages

Sunday, November 20, 2022

স্বর্ণভূমি - কিঙ্কর আহ্সান

স্বর্ণভূমি - কিঙ্কর আহ্সান

গল্পগ্রন্থ স্বর্ণভূমি-তে কিঙ্কর আহ্সান আরো পরিণত, শাণিত। গল্পে স্বর্ণভূমির জায়গাজমি নির্মিত। সমতল থেকে পাহাড় লালমাই অবধি বিস্তৃত তার গল্পের ভূখন্ড।

অচরিতার্থ প্রেমের এক অনন্য গল্প বয়ন হয়েছে ‘অসুখের গান’-এ ; এই তো গল্প যা পড়ে পাঠক বোধ করে জীবন ঠিক এমন নয় তবে এমন হতেও পারে। এই বোধের বলে কিঙ্করের প্রায় সব গল্পই আমাদের সম্মোহন জাগায়। কোলাহলের কারাগার-বাস্তবে আর সোনার হরিণের স্বপ্নে স্বর্ণভূমি আরো স্বর্ণাভ হয় যেন। নিসর্গসবুজ উদ্ভাসনে গল্পের মাঠ-ঘাট-দিগন্ত আরো নিবিড় একান্ত হয়ে উঠে। ‘পত্রকথন’-এর অবয়বে বকুল ফুল অজানিতে যেন আমাদের কাছেও মন খারাপ করা রঙবাহার নিয়ে উপস্থিত হয়। আর ‘কচুরিপানা জীবন’ এর মতো গল্প যে গল্পকার লিখতে পারেন সে নিশ্চয়ই অনেক দূর যাবে। একটা এলেবেলে মানুষ তোজাম্মেল ভালোবাসার সোনার রেখায় যেভাবে দশের ভিড়ে একাদশ হয়ে ওঠে তাকে কিঙ্কর অনন্য শিল্পদক্ষতায় চরিত্র হিসেবে নির্মাণ করে তোলেন। তোজাম্মেলের মতো আমরাও তখন বলে ওঠি- কচুরিপানা জীবনের চেয়ে মরে যাওয়া ভাল। নামগল্প ‘স্বর্ণভূমি’তে কিঙ্কর তার স্বর্ণস্বাক্ষর রাখলেন যেন। এক দিনের নিষ্পাপ শিশুর মৃত্যুর সঙ্গে সমকালীন কেঁচোবাস্তবে বেঁচে থেকে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া লেখককে প্রতিতুল্য করে সময়ের সামগ্রিক মৃত্যুলক্ষণকেই ইঙ্গিত করেন গল্পকার যেখানে একদিন বয়সী শিশুর মৃত্যু নিরুপায় লেখককে নতুন একটা গল্পের প্লট দেয় মাত্র। এভাবেই কিঙ্কর আহ্সান তার নিজস্ব কথকতা ও ভাষার রক্তে-সংবেদের বলে অনায়াসে আমাদের কণ্ঠ থেকে ধ্বনি তোলেন বাংলা ছোটগল্প মরে যায়নি, এই তো কিঙ্কর আহ্সান নামের একজন সুগাল্পিকের সন্ধান পাচ্ছি।

 

No comments:

Post a Comment