Pages

Sunday, November 20, 2022

রঙিলা কিতাব - কিঙ্কর আহ্সান

রঙিলা কিতাব - কিঙ্কর আহ্সান

এটি একটি পলিটিক্যাল থ্রিলার। গল্পটা বেশ ভালো লাগার মত। অনেক টার্ন এন্ড টুইস্ট আছে। ক্ষমতার লোভ, ক্ষমতার প্রতি লিপ্সা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে অথবা অন্ধ বিশ্বাস কিংবা অন্ধ আনুগত্য কতটা হানিকর তা এই চঞ্চল উপন্যাসটি পড়ে বোঝা যায়। বইটির ঘটনা-প্রবাহে রয়েছে তীব্র স্রোত। এক ঘটনার পাঁকে পড়ে আরেক ঘটনার মোহনায় পৌঁছে যাবে পাঠকরা। একঘেঁয়েমি??? বিলকুল লাগবে না। গ্যারান্টি!!

No comments:

Post a Comment