Pages

Tuesday, November 22, 2022

পুরাণের গল্প - কুলদারঞ্জন রায়

পুরাণের গল্প - কুলদারঞ্জন রায়

রায় পরিবারে সত্যজিৎ রায় এমনই এক সব্যসাচী মহীরূহ হয়ে দাঁড়িয়েছেন যে, প্রায়শই আমরা ভুলে যাই এই পরিবার জন্ম দিয়েছে আরো অনেক ফলবান বৃক্ষের। সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লীলা রায় (পরে মজুমদার), প্রমোদারঞ্জন রায়, কুলদারঞ্জন রায়, প্রত্যেকেই স্বমহিমায় উজ্জ্বল। আর এদের প্রত্যেকের লেখনীই এমন যে (লেখালেখি ছাড়াও এদের সবারই অন্যান্য গুণও এতটা ছিল যে, সেসব পরিচয়েও তারা স্বতন্ত্রভাবে পরিচিত!), সাধু ভাষা হোক বা প্রমিত বাংলা, পড়লে মনে হয় ঠিক এভাবেই গল্পগুলো বলতে হতো। কুলদারঞ্জনের 'পুরাণের গল্প'-ও তাই (খুঁজতে গিয়ে দেখছি উপেন্দ্রকিশোরও একই নামে বই লিখে গেছেন, পড়তে হবে)। অত্যন্ত সিরিয়াস জটিল কাহিনীকে একেবারেই কিশোরপাঠ্য করে লিখেছেন; নিয়ে বসলে ঘণ্টাখানেকের ভেতরেই শেষ। রায় পরিবারের লেখা পড়লে একটাই সমস্যা অবশ্য, এরপরে এই ধারার সব লেখাই পানসে লাগে। পরের লেখক প্রজন্মগুলোকে দোষ দিয়ে লাভ নেই, সত্তর দশকের ব্রাজিল ফুটবল টিমের সাথে প্রতিযোগিতা করে দর্শকের মন পাওয়া আসলে সম্ভব না।

No comments:

Post a Comment